এসএসসি পরীক্ষার রেজাল্ট হ্যাকিং এবং কতিপয় প্রতারকের প্রতারনার বিষয়ে টেকটিউনসের সবিনয় দৃষ্টি আকর্ষন করছি

টিউন রিপোর্ট

পড়াশোনাতে যে যতোই খারাপ হউক না কেন সবারই রেজাল্ট বিষয়ে একটা বাড়তি ইমোশন কাজ করে তাই "আমি তোমাকে নিশ্চিত A+ করে দিবো" কথাটা একটা চালাক মানুষকেও বিশ্বাস করানো আহামরি কঠিন কিছু না।
বেশ কয়েকদিন আগে হতে (মাস খানেকেরও আগে হতে) টেকটিউনসে কতিপয় টিউনার বারবার "এসএসসি/এইচএসসি পরীক্ষার রেজাল্ট হ্যাক করে A+ কিংবা Golden A+ পাওয়ার নিশ্চয়তা দিয়ে টিউন করতো" যারপরনাই টিউনগুলা টেকটিউনস রিমুভ করার আগেই সেগুলি বেশ ভালো ভিউই আসতো আর তাতে কতো কতো শিক্ষার্থী যে প্রতারণার স্বীকার হয়েছে তা বলাই বাহুল্য।
টেকটিউনসতে অনেক নতুন আইডি হতেই এমন টিউন হয়েছে তবুও আমার দৃষ্টিতে ২টা টিউনার আইডি এর পেছনে দায়ী বলে আমি মনে করি কেননা একাধিকবার তাদের ভিন্ন ভিন্ন উপায়ে নক করেও বিহ্যাভ এবং কথার স্টাইল পুরোপুরি মিল পেয়েছি একইসাথে আইপি এড্রেসও অভিন্ন ছিলো আর তারা হলো (১) ম্যাক নোমান (২) ইশতিয়াক।

যদিও পরবর্তীতে এই ম্যাক নোমান(এই ব্যক্তিকে ফেসবুকেও পাওয়া যেত) নিজের নাম পরিবর্তন করে হাসনাত রাখে এবং দুজনেই ইমেইল ও ফেসবুকে টেকটিউনস ভিজিটর হতে ক্লায়েন্ট(!) বানিয়ে প্রতারণা চালিয়ে যায় এবং সবশেষে তাদের প্রাপ্য অর্থ হাতিয়ে নেবার পর তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় কিংবা ব্লক করে দেওয়া হয়।

এমনি একটি ইস্যুতে ৩/৪ দিন আগে একজন ভিক্টিমের সাথে কথা হলো এবং তার কান্না ভেজা গলায় জানাল যে "সে নাকি টাকা চুরি করে ঐ ফ্রডকে টাকা দিয়েছিলো যাতে রেজাল্টে পাশ করিয়ে দেয়" এখন তাকে যতোটুকু সম্ভব মোটিভেট করে থানায় আসতে বললাম। পরদিন তাকে ফোন দিলে তার গার্ডিয়ান জানান যে তারা থানাতে জিডি করতরতে নারাজ ভেবেছিলাম হয়তো তারা পুলিশি হ্যারেজমেন্টের ভয় পাচ্ছে তাই তাদের অভয় দিলাম কিন্তু তবুও তারা কোনক্রমে কমপ্লেইন করবে না কেননা তাতে নাকি তাদের সম্মানহানি হবে।

তাহলে একবার ভেবে দেখুন এরা এমন ফ্রড করেও সামাজিক সৌজন্যকে দূর্বলতার হাতিয়ার ভেবে কিভাবে কোমলমতি শিক্ষার্থীদের ওপর মানসিক এবং অর্থনৈতিক টর্চার করেছে।
আদতে তারা সত্যিই সত্যিই রেজাল্ট পরিবর্তনের যেই প্রুভ দেখায় তা ১০০% সত্য হলেও এটার মাঝেই লুকিয়ে আছে একটা গোপন ট্রিক(আমি এখানেই তা বলছি না কেননা তাহলে এটা শিখে নিয়ে না জানিনি আরো কতো মানুষ এমন ফ্রডে আকৃষ্ট হবে)।

টেকটিউনসসির নিকট করজোড়ে আবেদন করছি:
(১) শুধু টিউনার আইডি বাতিল নয় বরং তাদের ওমন টিউনের বিপক্ষে অন্তত একটু হলেও জনসচেতনতামূলক টিউন যদি সরাসরি "টেকটিউনস" আইডি হতে করা যায় তাহলে এটা খুব ভালো হতো।
এমন অনেকে আছেন যারা টেকটিউনসে যা দেখতে পায় তার সবই অন্ধের মতোন বিশ্বাস করে কারন তারা টেকটিউনসসিকে ভরসা করে ভালোবাসে আর টেকটিউনসসিতে রেজিস্টার্ড টিউনার/ইউজার ছাড়াও আরো অনেক বেশী নন-রেজি টিউনার আছে যাদের জন্য এমন উদ্দ্যোগ নেওয়া খুব ইফেক্টিভ হবে।
আশা করি টেকটিউনসসি ভেবে দেখবেন।
(২) এমন রেজাল্ট হ্যাকিং বিষয়ে আমি প্রমাণ সহ এই প্রতারণার মুখোশ উন্মোচন করে একটি টিউন পাবলিশ করতে চায় যদহ টেকটিউনস আমাকে অনুমতি দেয়(টিউমেন্টে টেকটিউনসসির সিদ্ধান্ত আশা করছি

বিশেষ আবেদেন:
★ টেকটিউনসসির ওয়ার্ড এনালাইসিস ডাটাবেজে কোন টিউনার যদি টিউনে "টিউন" শব্দটি লিখেন তবে পাবলিশ করার পর "টিউন" হিসেবে এক্সপোজ হয়।
আশা করি টেকটিউনসসি বিষয়টা দেখবেন।

সবার উদ্দেশ্যে অনুরোধ: বাংলাদেশের দূর্বল ওয়েবসাইটের ভার্নাবিলিটি হতে সত্যি সত্যিই ওয়েবসাইট হ্যাক করা গেলেও এমন প্রতারক হতে দূরে থাকুন। একইসাথে গভঃমেন্ট তাদের ওয়েব সিকিউরিটি বিষয়ে আরো সচেতন হবে এটাই কামনা করি।

ভালোবাসি টেকটিউনস


দেখা
1,507
উত্তর
2
5 বছর 10 মাস আগে

অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সচেতনতা, মতামত ও পরামর্শের জন্য।

এ ধরনের সকল টিউন টেকটিউনস থেকে অপসারণ করা হয়েছে। আপনি আর কোন টিউন লাইভ থাকলে আমাদের জানান আমরা তা অপসারণ করবো।

আমরা এই সপ্তাহেই একটি ঘোষণা দিব এ বিষয় নিয়ে। আপনি আপনার পক্ষ থেকে টিউন করতে পারেন।

টেকটিউনসে Post শব্দ বাংলায় লিখলে তা টিউন হয়ে যায়। একটা টেকটিউনস পরিভাষার জন্য। Post অর্থে Post শব্দ ব্যবহারে ইংরেজিতে Post লিখুন।

ধন্যবাদ আপনাকে।