আসসালামুয়ালাইকুম আমি শিমুলি সূচি বলছিলাম। আমি প্রায় এক বছর হয়েছে টেকটিউনস একাউন্ট খুলে ছিলাম। এর মধ্যে এই টেকটিউনস একাউন্টি কোন ভাবেই ব্যবহার করা হয়নি। আর আমি চাচ্ছি না এই একাউন্টি ব্যবহার করতে। তাই ডিলিট করে দিতে চাই কিন্তু কোন ভাবেই পারছি না। কোন ডিলিট অপশন খুঁজে পাচ্ছি না যদি আপনি ডিলিট করার নিয়মটা বলে হেল্প করেন তাহলে আমার জন্য খুব ভালো হবে।


দেখা
0
উত্তর
উত্তর দিন
35 মিনিট 16 সেকেন্ড আগে