আমার পক্ষে আপাতত ফোন নাম্বার এবং আইডি ভেরিফিকেশনের এনাইডি বা এ ধরনের তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না তাই আন্তরিকভাবে দু:খিত। প্রযুক্তি বিষয়ে লেখালেখি করা আর এ থেকে ট্রাস্টেড টিউনার হওওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রোফাইল সেটাপে এসব দিতে পারছি না আপাতত। আমি জানতে চাচ্ছি যে এ তথ্যগুলো ছাড়াও কি ট্রাস্টেড টিউনার হওয়া সম্ভব