এক্সটেন্ডেড প্রোফাইলে আইডি ফটো চেঞ্জ করা যাচ্ছে না


আমি টেকটিউনসে এক্সটেন্ডেড প্রোফাইল ঠিক করছিলাম। আইডি ফটো আপলোড দেয়ার সময় বারবার হোমপেজে চলে যাচ্ছিলো। তাই আমি অন্য একটা ফটো দিয়ে ট্রাই করি এবং সেটা সেট হয়ে যায়, কিন্তু ঐটা মূলত আইডি ফটো নয়, আমি শুধু বোঝার চেষ্টা করছিলাম যে কেন আইডি ফটো আপলোড হচ্ছে না। এখন আমি যে ফটো দিয়েছি ঐটা চেঞ্জ করতে পারছি না। কিভাবে ঐটা চেঞ্জ করবো?


দেখা
7
উত্তর
উত্তর দিন
10 ঘন্টা 42 মিনিট আগে