Gems এর কি এবং এখানে কিভাবে ইনকাম করা?



দেখা
255
উত্তর
1
2 মাস 1 সপ্তাহ আগে

টেকটিউনসে জেমস সাধারণত একজন টিউনার বা কনটেন্ট রাইটারের “লেভেল” বৃদ্ধি করতে সাহায্য করে। সেই সাথে, জেমস বৃদ্ধি করার মাধ্যমে আপনি কিছু বিশেষ ব্যাজ এবং কিছু ফিচার অ্যাকটিভ করতে পারবেন। একই মূহূতে, জেমস থেকে টেকটিউনসে টাকা ইনকামের সুযোগ নেই।

টেকটিউনস ওয়েবসাইট থেকে ইনকামের একমাত্র উপায় হলো, টিউন বা আর্টিকেল লিখে ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জন করার মাধ্যমে ইনকাম করা। এছাড়াও, যদি আরো অন্য কোন উপায়ে তারা ইনকামের সিস্টেম চালু করে, তাহলে সেটি টেকটিউনস থেকেই জানতে পারবেন।