প্রিয় টেকটিউনস টিম,
আমি প্রায় ১১-১২ বছর আগে টেকটিউনসে আমার অ্যাকাউন্ট খুলেছিলাম এবং একসময় এই প্ল্যাটফর্মে বেশ সক্রিয় ও জনপ্রিয় ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে, ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর থেকে বিভিন্ন রকমের সমস্যা লক্ষ্য করেছি—যার ফলে তখন থেকে আর নতুন কোনো টিউন করা সম্ভব হয়নি।
এরপর কয়েকবার ওয়েবসাইটে লগইন করে আমার পুরনো পোস্টগুলো দেখেছি। কিছু টিউন তখন দৃশ্যমান থাকলেও, বর্তমানে দেখতে পাচ্ছি সবগুলো টিউন প্রাইভেট করে রাখা হয়েছে।
তাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে—
➤ আমার পুরনো পোস্টগুলো আবার পাবলিক করে দেওয়া হোক।
➤ আমার অ্যাকাউন্টটি যেন পুনরায় সক্রিয় (active) করা হয়।
আমি আবার নিয়মিত টেকটিউনসে টিউন করতে আগ্রহী এবং এই প্ল্যাটফর্মে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে চাই।
আপনাদের সহানুভূতিপূর্ণ সহযোগিতা কামনা করছি।
টেকটিউনস এ টিউন করতে হয় টেকটিউনস টিউন গাইডলাইন মেনে।
টেকটিউনস টিউন র্যার্কিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
টেকটিউনসে আপনার ফলোয়ার বাড়ানো ও বেশি মানুষের কাছে আপনার টিউন পৌঁছাতে ‘টিউন র্যাংক’ বাড়ানোর জন্য আপনাকে সর্বদা নতুন এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং, টেকটিউনসে এর আগে টিউন হয়নি এমন টিউন প্রকাশ করতে হয়। খুবই গতানুগতিক, সাধারণ, বেসিক, ইউজার এনগেজিং নয় এমন টিউন টেকটিউনসের খুব বেশি র্যাংক করে না। আপনার টিউনের মান যদি Upto the Mark না হয় তবে সে টিউন গুলো টেকটিউনসের খুব বেশি র্যাংক করে না।
টেকটিউনস টিউন গাইডলাইন সঠিক ভাবে, সময় নিয়ে, মনোয়োগ দিয়ে পড়ুন এবং জেনে নিন কিভাবে টিউন করলে আপনার টিউন Rank করবে এবং জানুন কোন কোন বিষয় আপনার টিউনে থাকলে আপনার টিউন Rank করবে না।
কোন টিউন টেকটিউনসে স্থায়ী না হবার অর্থ টিউন গাইডলাইন Break হয়েছে। টেকটিউনসে টিউন গাইডলাইন Break হলে সে টিউন টেকটিউনসে আর স্থায়ী হয় না এবং একাধিকবার টিউন গাইডলাইন Break করে টিউন প্রকাশিত হলে টেকটিউনস টিউনাশীপ স্থগিত হয়।
টেকটিউনসে সকল টিউন টিউন গাইডলাইন অনুযায়ী হতে হয়। টেকটিউনসে টিউন করতে টিউন গাইডলাইন সঠিক ভাবে বুঝে, জেনে টিউন করতে হয় অন্যথায় টিউন গাইডলাইন Break হলে সে টিউন আর টেকটিউনসে স্থায়ি হয় না এবং একাধিকবার টিউন গাইডলাইন Break করে টিউন প্রকাশিত হলে টেকটিউনস টিউনাশীপ স্থগিত হয়।
‘টেকটিউনস সাইট ম্যানেজমেন্ট টিম’ থেকে প্রাপ্ত স্ট্যাটাস অনুযায়ী, আপনার টেকটিউনস অ্যাকাউন্ট বর্তমানে একটিভ রয়েছে।