টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের টিউনটি মূলত সাইবার সিকিউরিটি নিয়ে।
আপনি পছন্দ করেন বা না করেন স্মার্ট ডিভাইস গুলো প্রতিনিয়ত আপনার ডেটা কালেক্ট করে যাচ্ছে। এমনকি স্মার্ট স্পীকার এবং টিভি গুলো প্রতিনিয়ত আপনার অভ্যাস গুলো সেভ রাখছে কখনো কখনো আপনার অজান্তেই সেই ডেটা গুলো বিক্রি করছে থার্ডপার্টি কোম্পানির কাছে।
মজিলা কিছুদিন আগে এমন কিছু স্মার্ট ডিভাইসের তালিকা প্রকাশ করে যেগুলো আপনার প্রাইভেসির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নিচে ঝুঁকিপূর্ণ সে সমস্ত স্মার্ট ডিভাইস গুলো তুলে ধরা হল, যা আপনি কাউকে গিফটও করতে পারবেন না,
Nvidia Shield TV: জনপ্রিয় গ্রাফিক্স কার্ড মেকার Nvidia একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ডিজাইন করেছে, যা আপনার ব্যক্তিগত ইনফরমেশন অনলাইনে শেয়ার করতে পারে। এটি অনেকটা Netflix এবং Hulu এর মতই কাজ করে। তারা মজিলার সাথে সাক্ষাতকারে সাড়া দেয় নি।
Dyson Pure Cool: একটি প্রিমিয়াম Air Purifier, জানা গেছে তারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং এফিলিয়েট কোম্পানি গুলোতে ইউজারের ডেটা বিক্রি করে। তারাও মজিলার সাথে এ ব্যাপারে কথা বলতে চায় নি।
Hamilton Beach Smart Coffee Maker: ডিজিটাল এবং স্মার্ট এই কফি মেকারে ইউজার ডেটা ডিলিট করার কোন অপশন রাখা হয় নি এবং প্রাইভেসি পলিসি নিয়েও তেমন বিস্তারিত কিছু নেই। এটি Alexa এর সাথে কাজ করে এবং তারা Amazon এর সাথে ইউজারদের ডেটা শেয়ার করে না, তারপরিষ্কার কোন প্রমাণ নেই।
Huawei Smart Watch ES: দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে Huawei এর ডিভাইস গুলো ইউজারদের ডেটা কালেক্ট করে আর জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপে একাধিক আপ ব্যানও করা হয়েছে। মজিলা ২০১৮ সালের পর তাদের আপডেট কোন প্রাইভেসি পলিসি পায় নি।
Schlage Encode Smart Deadbolt: Alexa কম্পিটিবল Deadbolt প্রস্তুতকারীরা আপনার তথ্য অনলাইনে প্রকাশ করতে পারে এবং মার্কেটিং উদ্দেশ্যে থার্ড-পার্টির কাছে বিক্রিও করতে পারে।
Greater Goods Wi-Fi smart body scale: Greater Goods মজিলাকে প্রাইভেসি পলিসি নিয়ে খুব বেশি তথ্য দিতে পারে নি, আর এটা যেহেতু Fitbit এবং Google Fit এর সাথে কানেক্ট হয় সুতরাং এখানে আপনার তথ্য নিরাপদ নয় যদি আপনি সঠিক ভাবে আপনার সেটিংস চেঞ্জ না করেন।
Roku Streambar & Soundbar: Roku এর স্ট্রিমিং ডিভাইস, স্পিকার আপনার একটিভিটি ট্র্যাক করতে পারে এবং থার্ডপার্টি এডভার্টাইজারদের কাছে বিক্রি করতে পারে।
Facebook Portal: Facebook Portal এর মাধ্যমে আপনার প্রাইভেসি ঝুঁকিতে পড়তে পারে কারণ সেখানে ক্যামেরা এবং মাইক্রোফোনের এক্সেস থাকে। যদিও ফেসবুক বলেছে তাদের সার্ভিস আরও উন্নত করার জন্য এটি ব্যবহার করছে তবুও তাদেরকে মজিলা এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
Moleskine smart writer set: যদিও স্মার্ট পেন এবং জার্নাল আপনার নোট করার কাজকে আরও সহজ করে দিয়েছে তবুও Moleskine কোম্পানির প্রাইভেসি পলিসি পরিষ্কার নয়। তাদের প্রাইভেসি পলিসি শুধু মাত্র ওয়েবসাইটকে কাভার করলেও মোবাইল আপ গুলো নিয়ে কিছু বলা নেই। তাছাড়া ইউজার ডেটা ডিলিট করার কোন ওয়ে রাখা হয় নি ডিভাইস গুলোতে।
Oculus Quest 2: ফেসবুকের মালিকানাধীন Oculus ডিভাইস গুলোতে যেকোনো গেম খেলতে চাইলে সেখানে ইউজারের ফেসবুক একাউন্ট দরকার হয়। প্রাইভেসি ইস্যুতে ফেসবুক আগে থেকেই আলোচনায় থাকলেও এই ডিভাইসের বিভিন্ন পারমিশন সেটা আরও বাড়িয়ে দেয়।
এবার এমন কিছু স্মার্ট ডিভাইস দেখাব যেগুলো আপনি অন্যকে গিফট করতে পারেন। ডিভাইস গুলো মজিলার মিনিমাম প্রাইভেসির সাথে মিলেছে সুতরাং বলা যায় প্রাইভেসির জন্য এই ডিভাইস গুলো নিরাপদ হতে পারে।
আপনার শিশুর প্রাইভেসির জন্য সম্পূর্ণ নিরাপদ হতে পারে এই Nintendo Switch। ২০১৭ সালেও মজিলা প্রাইভেসি প্রোটেকশন লিস্টের সেরা ছিল এই ডিভাইসটি। এতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা। বাবা মা চাইলে সহজে বিভিন্ন ফিচার লক করতে পারবে এই ডিভাইসে তাছাড়া এই ডিভাইস থেকে কোন ডেটা থার্ড-পার্টির কাছে সেন্ড হয় না।
মাইক্রোসফটের স্মার্ট Surface Headphone গুলো আপনার প্রাইভেসির জন্য সম্পূর্ণ নিরাপদ হতে পারে। তারা কখনোই ইউজারের ডেটা বাইরে থার্ড পার্টি বা এফিলিয়েট কোম্পানির কাছে বিক্রি করে না।
মজিলার প্রাইভেসি চেকে Garmin Smartwatch বিজয়ী হয়েছে। তাছাড়া এটি প্রাইভেট ডেটা প্রোটেক্ট করাতেও কৃতিত্ব দেখিয়েছে। তাদের সকল হেলদ ডেটা এনক্রিপ্ট করা হয় সুতরাং কখনো প্রকাশ পেলেও কেউ বুঝবে না এটা কার ইনফরমেশন। বড় কথা হল তারা থার্ট-পার্টির কাছে কোন ধরনের ডেটা শেয়ার করে না।
দারুণ এই স্মার্ট ডিভাইসটি সব সময় আপনার ডেটা থার্ডপার্টি এফিলিয়েট দের থেকে দূরে রাখবে। আপনি এখানে Google Fit অথবা Apple Health ব্যবহার করতে চাইলেও প্রাইভেসি সেটিংস নিজের মত করে নিতে পারবেন।
দারুণ এই স্মার্ট ড্রোনটিও মজিলার প্রাইভেসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটি 4K, HDR ভিডিও ধারণ করতে পারে এবং ২৫ মিনিট উড়তে পারে।
অন্যান্য স্মার্ট-স্পিকার গুলো আপনার প্রাইভেসির জন্য নিরাপদ না হলেও, Sonos One smart Speaker আপনার প্রাইভেসিকে সম্মান করে। এই ডিভাইসটি আপনার ইনফরমেশন কোথাও শেয়ার করবে না, অতিরিক্ত সুবিধা বলতে গেলে এখানে আপনি পাবেন, Alexa এবং Google Assistant যুক্ত করার সুযোগ।
আশা করছি কোন ডিভাইস গুলো আপনার কেন উচিৎ এটা নিয়ে একটি পরিষ্কার ধারণা পেয়েছে।
তো কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন, আমাদের জানান আপনারও উল্লেখিত কোন ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা আছে কিনা।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 618 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।