হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো, কিভাবে আপনি আপনার রাউটারে পোর্ট ফরওয়ার্ডিং সেটআপ করবেন। তো প্রথমেই আমরা জেনে নেই পোর্ট ফরওয়ার্ডিং কি?
একটি নির্দিষ্ট পোর্ট থেকে আসা ট্রাফিক বা ডেটা আপনার রাউটার থেকে আপনার সিলেক্ট করা ডিভাইসে ম্যানেজ করার অনুমতি প্রদান করার উপায়ই হল পোর্ট ফরওয়ার্ডিং। আর আপনি যদি ইমেইল এবং গেমিংয়ের মত কোন সার্ভিসে যুক্ত হন যেখানে পোর্ট ফরওয়ার্ডিং করে তাদের সার্ভিস ব্যবহার করতে হয়, তাহলে এই টিউনটি আপনার জন্য।
আর যদি পোর্ট ফরওয়ার্ডিং এনাবেল করা না থাকে তাহলে উক্ত সার্ভারগুলোর ট্র্যাফিক আপনার রাউটারে আটকে যাবে এবং সার্ভারের ডেটা কখনই লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে আপনার পছন্দমত ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন না। এই টিউনে পোর্ট ফরওয়ার্ড নিয়ে আলোচনা করা হবে, আপনি যে ব্রান্ডের রাউটারই ব্যবহার করেন না কেন এখান থেকে আপনি কিভাবে পোর্ট ফরওয়ার্ড এনাবেল করবেন তা জানতে পারবেন।
এটি সেটআপ করার সময় আপনাকে জানতে হবে যে, আপনি পোর্ট ফরওয়ার্ডিং করলে রাউটার থেকে একটি নির্দিষ্ট IP অ্যাড্রেসে সেই পোর্ট-এ অ্যাক্সেস করার পারমিশন দিবে। আর এর সাথে সাথে ইন্টারনেট থেকে যেকেউ আপনার সার্ভারের ওপেন পোর্ট ব্যবহার করে অ্যাক্সেস করতে না পারে এটাও নিশ্চিত করতে হবে। এই টিউন থেকে আপনি পোর্ট ফরওয়ার্ডিং সেটআপ এর উপর পূর্ণাঙ্গ একটি গাইড লাইন পাবেন।
আপনার রাউটারে পোর্ট ফরওয়ার্ড সেটআপ করার আগে আপনার কম্পিউটারে static IP অ্যাড্রেস সেট করতে হবে। কারণ যখন আপনি পোর্ট ফরওয়ার্ড করবেন তখন আপনাকে সেই ডিভাইসের (যেই ডিভাইসের থেকে ডেটা বা ট্র্যাফিক আদান প্রদান করবেন) IP অ্যাড্রেস রাউটারকে বলে দিতে হবে যাতে করে ট্র্যাফিক বা ডেটা সেই ডিভাইস থেকে রাউটারের মাধ্যমে আদান প্রদান করতে পারে। চলুন দেখে নেই কিভাবে আপনার কম্পিউটার থেকে static IP অ্যাড্রেস সহ অন্যান্য সমস্ত তথ্য জোগাড় করবেন।
ipconfig /all
১) IPv4 address
২) Subnet mask
৩) Default gateway
৪) Preferred DNS server
5) Alternate DNS server
যখন আপনি আপনার কম্পিউটারে IP অ্যাড্রেস সেট করবেন তখন আপনাকে এমন একটি IP অ্যাড্রেস সেট করতে হবে যা বর্তমান IP অ্যাড্রেস রেঞ্জ বাইরে রয়েছে। কেননা যদি আপনি নিজের ডিভাইস গুলো রিবুট দেন তখন আপনার রাউটার সেই সমস্ত ডিভাইসকে একটি IP অ্যাড্রেস সেট করে দেয় আর তখনই আপনার সার্ভারের IP অ্যাড্রেস এর সাথে ডিভাইসে IP অ্যাড্রেস ঝামেলা করতে পারে।
আর এজন্য আপনি যদি এসব ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে চান, তাহলে মনে করুন আপনার বর্তমান IP অ্যাড্রেস হল 192.168.1.105, এখন আপনি 192.168.1.140 এর মত একটি IP অ্যাড্রেস সেট করুন। এর মাধ্যমেই আপনি সহজেই IP conflict থেকে বাঁচতে পারবেন।
আপনার কম্পিউটারে static IP অ্যাড্রেস সেট করা হয়ে গেছে, তো আপনি এখন আপনার রাউটারে পোর্ট ফরওয়ার্ডিং সেট করতে পারেন, কিভাবে তা করবেন নিম্নে ধাপে ধাপে তা জানতে পারবেন।
তবে রাউটার ভেদে অপশন গুলো কিছুটা ভিন্ন হতে পারে। তবে আপনি যদি অপশন গুলো খুঁজে পান তবে বাকি অপশন গুলো প্রায় একই রকমের ই পাবেন।
Start Port/Service Port – আপনি যে পোর্ট ফরোয়ার্ড করতে চান তার স্টার্টিং পোর্ট ইনপুট করুন
End Port/IP Address – আপনি যে পোর্ট ফরোয়ার্ড করতে চান তার এন্ডিং পোর্ট ইনপুট করুন
LAN IP/IP Address – আপনার কম্পিউটারের static IP অ্যাড্রেস ইনপুট করুন
Protocol – আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারেন। আপনি যদি নিশ্চিত না হন তবে Both সিলেক্ট করুন।
Enable/Status – ড্রপ ডাউন থেকে এনাবেল সিলেক্ট করুন
আপনার সিলেক্টেড পোর্ট এখন আপনার নির্দিষ্ট IP অ্যাড্রেসে ফরওয়ার্ড করা হয়েছে। এখন আপনি যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করে সরাসরি আপনার ল্যান IP/ সার্ভারে তে অ্যাক্সেস করতে পারবেন। এখন আপনি কোন সমস্যা ছাড়াই অ্যাপ, সফটওয়্যার বা সার্ভারে অ্যাক্সেস করতে পারবেন।
আপনি যে পোর্ট ফরওয়ার্ড করেছেন তাতে যে কেউ ইন্টারনেট থেকে অ্যাক্সেস করতে পারবে। আর তাই আপনি এই অ্যাক্সেস কে রেস্ট্রিক্ট করে রাখতে হবে, ফলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু অনুমোদিত IP অ্যাড্রেস থেকে সেই পোর্ট ব্যবহার করতে পারবে অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না।
Direction – WAN -> LAN/DMZ/RT/VPN
Source IP – সিলেক্ট সিঙ্গেল অ্যাড্রেস বা রেঞ্জ অ্যাড্রেস
Start IP Address – আপনার পোর্টে অ্যাক্সেস করতে পারবে এমন IP অ্যাড্রেস ইনপুট করুন
End IP Address – আপনার পোর্টে অ্যাক্সেস করতে পারে তার সর্বশেষ IP অ্যাড্রেসটি ইনপুট করুন
Destination Port – আপনার ফরওয়ার্ড করা পোর্ট ইনপুট করুন
উপরে আমি আপনাদেরকে যেভাবে ধাপে ধাপে সেটআপ করে দেখালাম আপনার ঠিক সেভাবে যথাযথ নিয়মে করেছেন কিনা তা নিশ্চিত করুন।
প্রথম রুল আপনার IP অ্যাড্রেস ভেরিফাই করবে এবং শুধুমাত্র আপনার অনুমতি দেওয়া IP অ্যাড্রেস গুলোকেই পোর্টে অ্যাক্সেস করতে দিবে। আর যদি IP অ্যাড্রেস না ম্যাচ করে তাহলে পরবর্তী রুলটি প্রয়োগ করবে যা আপনার নির্দিষ্ট পোর্টে অ্যাক্সেস করতে বাধা প্রদান করবে।
এখন আপনি জানেন কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করে বিভিন্ন অ্যাপ, সফটওয়্যার, গেম বা সার্ভারে অ্যাক্সেস করবেন। তো আর দেরি না করে পোর্ট ফরওয়ার্ড সেটআপ করুন এবং কোন সমস্যার সম্মুখীন হলে টিউনমেন্টে জানাবেন। সর্বোপরি আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 181 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।