Taskbar hiden করা

উইন্ডোজ পরিচালনার জন্য টাস্কবার খুবই গুরুত্বপূর্ণ। তবে ইচ্ছে করলে প্রয়োজন না হওয়া পর্যন্ত একে হিডেন করে রাখা যায়। এতে সামান্য হলেও স্ক্রিনে একটু বেশি জায়গা পাওয়া যায়। টাস্কবার হিডেন করার জন্য প্রথমে টাস্কবারের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Taskbar ট্যাবে ক্লিক করুন। Taskbar appearance এর নিচের Auto-hide the taskbar অপশনটি চেক করে দিন। এবার OK বাটনে ক্লিক করুন। দেখবেন টাস্কবার হিডেন হয়ে গেছে। এখন থেকে আপনি যখন মাউস পয়েন্টার স্ক্রিনের নিচের অংশে আনবেন তখন টাস্কবার প্রদর্শিত হবে আর যখন মাউস পয়েন্টার স্ক্রিনের নিচের অংশ থেকে সরিয়ে নিবেন তখন টাস্কবার পুনরায় হিডেন হয়ে যাবে।

Level 0

আমি Joy Flora। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতি সাধারণ একজন মানুষ। কম্পিউটার, টেকনোলজি, বিজ্ঞান ইত্যাদি পছন্দ করি। বই পড়তে ভালোবাসি। নতুন কিছু জানতে পছন্দ করি। সবাইকে নিজে জানা তথ্য জানাতে পছন্দ করি। চেষ্টা করি ভালো কিছু করতে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস