আপনার দরকারি ফাইল লুকিয়ে রাখুন jpg image এর ভিতর

প্রথমেই সবাই কে জানাতে চাই যে ...আমি আপনাদের নতুন একজন বন্ধু । এটাই আমার প্রথম টিউন। তাই দয়া করে ভুল হলেও সবার সহযগিতা কামনা করছি।যেই বিষয় নিয়ে টিউন করতে যাচ্ছি তা নিএ এর আগে টিউন হয়েছে কিনা জানিনা তবে আমি মনে করি এর মাধ্যমে যারা জানেনা তারা জানতে পারবে ।

আর কথা না বারিয়ে চলুন শুরু করা যাক........................

১)প্রথমেই বলে রাখি এই কাজ করতে হলে আপনার বেশি কিছু লাগবেনা শুধু win rar থাকলেই চলবে।

২)মাউস রাইট ক্লিক করে একটি নতুন রার ফাইল নিন ও আপনার পছন্দ মত একটি jpg choose করুন।আমি আমার রার ফাইল টির নাম দিলাম st ও jpg ফাইলটির নাম দিলাম ra।

৩)আপনার যে যে ফাইল আপনি jpg ফরমেটে লুকাবেন সেই ফাইল গুল কপি করে রার ফাইলে পেস্ট করান । রার ফাইলে আপনার দরকারি ফাইল গুল চলে গেছে ।

৪)এখন আসল কাজ । start menu থেকে commant prompt চালু করুন। নিচের মত এই স্ক্রীন টি এলে যেই ড্রাইভে আপনার ফাইল আছে সেই খানে যান । আমার ফাইল G: ড্রাইভে আছে তাই আমি আইখানে G: লিখে এন্টার করলাম ।

৫)তারপর লিখুন copy/b স্পেস আপনার জ়েপিজি ফাইলটির নাম সাথে ডট jpg আর + দিয়ে লিখুন আপনার রার ফাইলটির নাম সাথে ডট rar তারপর স্পেস দিয়ে লিখবেন নতুন একটি নাম সাথে ডট jpg। নতুন যেই নামটি লিখলেন সেই ফিলেটিই হছে jpg ফাইল যেখানে আপনার দরকারি সব কিছু লুকিয়ে রাখবেন। তারপর এন্টার দিন। আমি আমার স্ক্রীনে লিখেছি copy/b space ra.jpg+st.rar space new.jpg এন্টার

৬)আপনি দেখবেন নতুন একটি jpg ফরমেটে ফাইল তৈরি হয়েছে ,আমি new.jpg দিয়েছি তাই  আমরা এখানে new নামে একটি ফাইল তৈরি হয়েছে । এই ফাইল টি ডাবল ক্লিক করে অপেন করলে দেখবেন হুবুহু প্রথম jpg ফিলেটির মত একটি ফাইল ।অথচ এই jpg ফাইলে কিন্তু আপনার দরকারি ফাইল লুকিয়ে আছে।

৭)এখন আপনার লুকান ফাইল গুল বের করতে হলে আপনাকে আবার commant prompt চালু করতে হবে ।

৮)ফাইলটি যেখানে তৈরি হয়েছে সেটি লিখুন মানে আমার এখানে G: তে আছে তাই আমি G: লিখে এন্টার করছি । আপনার ফাইল অন্য কোন ড্রাইভে রাখলে তা লিখে এন্টার করুন।তারপর লিখুন ren স্পেস নতুন ফাইলটির নাম ডট jpg স্পেস ফাইলটির নাম ডট rar এন্টার । আমার স্ক্রীনে আমি লিখেছি ren space new.jpg space new.rar এন্টার ।


৯)দেখুন jpg ফাইলটি rar হয়ে গেছে । এবার এটাকে extract করলেই দেখতে পারবেন আপনার লুকান ফাইল । কাজ শেষ ।

১০) আর যদি ঐ রার ফাইলটাকে আবার jpg বানাতে চান তাহলে commant prompt চালু করে লিখুন renস্পেস ফাইলটির নাম ডট rar স্পেস ফাইলটির নাম ডট jpg ।আমার স্ক্রীনে আমি লিখেছি ren space new.rar space new.jpgএন্টার । মানে এবার রার ফরমাটে আগে লিখতে হবে ও jpg পরে

আপনি এই প্রক্রিয়া টি win zip দিয়ে ও করতে পারেন যেটা windows এ এমনিতেই থাকে । এর ক্ষেত্রে যে যে জায়গায় rar আছে শুধু zip করে দিন ।

আগে অনেক criminal সংগঠন এইভাবে নিজেদের ফাইল লুকাত ।ছোট্ট একটা বিষয় হয়ত একটু লম্বা করে ফেলেছি, কোন ভুল হলে অবশ্যই বলবেন......bye bye

Level 0

আমি myselfmusa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

******* if I find I should get*******


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Valo tune.

Level 0

ধন্যবাদ Measif ভাই…

Level 0

এর চেয়ে সহজ নিয়মে করা যায় জাষ্ট কোন ফাইল কে রার বা জিপ করুন এর পর ফাইল রিনেম করে .rar বা .zip এর জায়গায় .jpg, .html, .vob ইত্যাদি লিখে দিন তাহলেই হবে। আবার যখন আগের অবস্হায় ফেরত যেতে হবে তখন আবার এক্সটেনশন রিনেম করলেই হবে।
তবে আপনার পদ্ধতিতা আমার কাছে নতুন। আমি শিখলাম। ধন্যবাদ।

Level 0

joy ভাই আপনার inf এর জন্য ধন্যবাদ তবে আপনি বোধয় ভাল ভাবে টিউনটা পরেননি… কারন আপনি যেটা বললেন সেক্ষেত্রে আপনি যখন extention change করা jpg ফাইল টা ডাবল ক্লিক করে অপেন করবেন তখন কি কোন image view হবে !!!!!!! অবশ্যই হবে না । কারন সেটা rar ফাইল এর extention chnage করা একটি নাম মাত্র । কিন্তু এখানে আপনি আমার নতুন তৈরি হওয়া jpg ফাইলটি অপেন করলে একটা image show করবে । প্রথমে আপনি যেই iamge টা choose করে ছিলেন ঠিক সেই image টাই show করবে । …………তবুও comment করার জন্য ধন্যবাদ 🙂 🙂

টিউনটা সেই রকম হইছে…… 🙂

Level 0

ভাই আপনাকেও সেই রকম ধন্যবাদ……………… 🙂

আসসালামুআলাইকুম। সুন্দর টিউন। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    অয়ালাইকুমআসসালাম জিয়া ভাই । আপনাকেও অনেক ধন্যবাদ ।

ধন্যবাদ টিউন করার জন্য আগামীতে আরো সুন্দর সুন্দর টিউন পাবো এই প্রত্যাশায়……

… notun bondhu….apnar obogotir jnno janacchi j ei tune ageo hoyeche… tune korar agey ektu search kore dekhben… cz shabashi pawar cheye galigalaz e beshi pawa lage..amr notun tuner der bepar a ekta tune ache dekhte paren amr pfl a dhuke…

    Level 0

    @Shanjidul alam seban ahil: ভাই chorom lagse আপনার comment টা । আপনি আমার প্রথম ২-৩ লাইন পরলে বোধয় এই chorom comment টা পেতাম না । আপনার কি মনে হয় ভাই সবাই আপনার মত আদিকাল থেকে techtunes a পরে আছে ।
    যারা নতুন তারা কি এই বিষয়ে tune দেকসে???so tune reply হয় ……………… আর দেখবেন অনেকের টা হইসে ।
    আইগুলা কোন ব্যপার না । অশেষ ধন্যবাদ comment করার জন্য। আপনার এই post টাও ভাই আমার কাছে reapet মনে হয় https://www.techtunes.io/hacking/tune-id/73650/

Level 0

valo hoise

vai, apnar moddhe 1ta baper ase. chorom tune korsen!!!!! asholaye….. chorat chorat!!!! gharom gharom!!!!!

    Level 0

    @souravthexception: vai gharom gharom !!! chorat chorat!!!…….chorom chorom language use korsen ……………… 🙂 🙂

khubbbi nice tune….ami try korsi….khub valo vabe hoise…valo lagse…but jodi simply folder ke change kora jeto tahole valo hoto….rar kora na lagle beshi valo hoto