ব্যক্তিগত ফাইল ও ফোল্ডার গোপন করে রাখুন

ব্যক্তিগত প্রাইভেসি/গোপনীয়তা রক্ষার্থে কখনো কখনো কিছু ফাইল ফোল্ডার জাতীয় ডকুমেন্টকে অন্যদের থেকে আড়ালে রাখা প্রয়োজন পড়ে। তাই মাইক্রোসফট উইন্ডোজের ফাইল হিডেন করার সুবিধাটি ব্যক্তিগত জীবনে অত্যন্ত কার্যকরী। এছাড়াও কখনো কখনো ভাইরাস জাতীয় ফাইল বা ফোল্ডার সমূহ আমাদের কম্পিউটারে আমাদের অজান্তেই হিডেন অবস্থায় থাকে। আমরা যদি জানতে পারি কিভাবে হিডেন ফাইল গুলোকে দেখা যায় অথবা একটি গোপনীয় ফাইলকে কিভাবে হিডেন করা যায় তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব বলে প্রতীয়মান হয়।
চলুন আমরা শিখে নিই কিভাবে একটি ফাইলকে হিডেন করতে হয় এবং হিডেন ফাইলকে দেখতে হয়।

ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে প্রবেশ করুন ফাইল ও ফোল্ডার গোপন করে রাখুন লিঙ্কে।

একটি ফাইল কে হিডেন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা আবশ্যকীয়ঃ
১। ফোল্ডারের প্রোপার্টিজ থেকে ফাইল এট্রিবিউট হিডেন করে দেওয়া।
২। ফোল্ডার অপশনের ভিউ থেকে ডোন্ট শো হিডেন ফাইলস, ফোল্ডারর্স অর ড্রাইভস অপশন টি নির্বাচন করা।

একটি হিডেন ফাইল কে দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা আবশ্যকীয়ঃ
১। ফোল্ডার অপশনের ভিউ থেকে শো হিডেন ফাইলস, ফোল্ডারর্স অর ড্রাইভস অপশন টি নির্বাচন করা।
২। ফোল্ডারের প্রোপার্টিজ থেকে ফাইল এট্রিবিউট হিডেন চেকটি উঠিয়ে দেওয়া।

ভিডিও লিঙ্কঃফাইল ও ফোল্ডার গোপন করে রাখুন

ধন্যবাদ
TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন

Level 2

আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস