AutoHotKeyahk দিয়ে তৈরী করুন নিজের অটোমেশন, কোনো রকম কোডিং না জেনে

আসসালামুয়ালিকুম  বন্ধুরা।

আশা করি সবাই ভালো আছেন।

আজকের এই টিউনটিতে  আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো একটি মজার সফটওয়্যার। একবার এর ব্যবহার দেখলে আপনিও এর প্রেমে পরে যাবেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবার অসম্ভাৰ রকম কাজে আসবে এই সফটওয়্যারটি।  পার্সোনাল কিংবা অফিসিয়াল কাজে, গেমিং কিংবা ব্লগিং, সব ক্ষেত্রেই এটি পারে আপনার অসম্ভব রকম সময় বাঁচাতে।

এই সফটওয়্যার টির নাম হলো AutoHotKey(ahk). এটি আসলে একটি অটোমেশন টুল।  এটি খুব ই  সিম্পল ও খুব লাইট  একটি সফটওয়্যার। এর মাদ্ধমে আপনি চাইলে একটি মিনি বোট ও তৈরী করে ফেলতে পারবেন, তাও আবার কোনোরকম কোডিং বা প্রোগ্রামিং নোলেজ ছাড়াই। তবে এই সফটওয়্যার টির শতভাগ সুবিধা নিতে  গেলে আপনাকে জানতে হবে এর কোডিং। তবে আমি কোনো রকম কোডিং না জেনেই এর বেশ কিছু ব্যবহার করতে পারি এবং তা আমি আপনাদেরকেও শিখিয়ে দিবো।

এর কিছু ব্যবহার গুলো হলো

১. স্ক্রিপ্ট রাইটিং : আপনি একটি বা দুটি লেটার দিয়ে বিশাল কোনো লেখা সেভ করে রাখতে পারবেন ও যা লেটার বা শর্ট কাট চাপলে তা লেখা হয়ে যাবে নিমিষেই।

২. প্রোগ্রাম রান: শর্ট কাটো কি সেভ করে তা দিয়ে কোনো প্রোগ্রাম রান করতে পারবেন।

৩. অটো মাউস ক্লিক করতে পারবেন।

৪. ম্যাক্রো রেকর্ড করে বা স্ক্রিপ্ট রিটেটিং এর ম্যাধ্যমে কোনো জটিল কাজ ও অটোমেটিক করে দিতে পারবেন।

যেমন আমি একটি কীয় সেভ করে রেখেছি। যখন ই আমি কীবোর্ড এ “ttt” প্রেস করি তখন ই অটো এই লেখাটি চলে আসে:

"Thanks a lot. Please subscribe to my channel.
 Also, please subscribe to my English Learning channel:https://www.youtube.com/channel/UCCLpBjcwBVVa5yNE6SzfdqA and join my facebook page: https://www.facebook.com/englishfrombangla/” 

 

আমি আমার ইউটুবে চ্যানেল এ বেশ কিছু টিউটোরিয়াল দিবো। এর টিউটোরিয়াল গুলো পেতে আমার ইউটুবে চ্যানেল এর সাথে থাকুন। আমি বিশ্বাস করি আপনারাও এর থেকে অনেক উপকার পাবেন।

আমি একজন নতুন টিউনার। এটি আমার ২য়  টিউন। আশা করি ভুলত-ত্রূটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও টিউন রিলেটেড কোনো পরামর্শ থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন।

সবাই ভালো থাকবেন।

Level 0

আমি নূরুন নবী সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।