SSD এবং HDD হল সেকেন্ডারি স্টরেজ। এজন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে সেকেন্ডারি স্টরেজ কি।
সেকেন্ডারি স্টরেজ হল আমরা সাহায্য কারি যে স্টরেজ গুল ব্যেবহার করি সেগুল।
যেমনঃ লেপ্টপ বা ডেস্কটপ এর হার্ড ডিস্ক, পেন্ড্রাইভ, মোবাইল এর external মেমরি কার্ড ইত্যাদি।
পার্থক্য এর বিষয় | HDD | SSD |
পূর্ণ রুপ | Hard Disk Drive | Solid State Drive |
Operating System বুথ সময় | ৩০ থেকে ৪০ সেকেন্ড লাগে | ১০ থেকে ১৩ সেকেন্ড লাগে |
ফাইল ওপেন এর গতি | SSD থেকে ৩০% slow | HDD থেকে ৩০% fast |
ফাইল রিড বা রাইট speed | সেকেন্ডে ৫০ থেকে ১২০ এমবি | সেকেন্ডে ২০০ থেকে ৫৫০ এমবি |
নষ্টের সময়সীমা | এটা সাধারনত ১৫ লাখ ঘনটা পর্যন্ত ভাল থাকে | এটা সাধারনত ২০ লাখ ঘনটা পর্যন্ত ভাল থাকে |
শব্দ | রিড বা রাইট হেড এর কারনে সাউন্ড হয় | রিড বা রাইট হেড না থাকায় সাউন্ড হয় না |
কম্পন | যেহেতু নরাচরা করে তাই কম্পন হয় | যেহেতু নরাচরা করে না তাই কম্পন হয় না |
দাম | ৩৫০০ থেকে ৪০০০ টাকা 1TB এর | ২৪০০০ থেকে ৩০০০০ টাকা 1TB এর |
আমি আসিফ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।