ডেভেলপার দের সেরা টেক্সট এডিটর Sublime Text দেখুন প্যাকেজ ইন্সটল licence Key সহ বিস্তারিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম
 

আশা করি আপনারা সবাই ভালই আছেন।  আমিও আল্লাহর রহমতে ভালই আছি।  এটা আমার প্রথম টিউন।  আমি   আপনাদের জন্য আমার সেরা চেষ্টা করেছি।  ত আজকের টিউনের বিষয় হচ্ছে “সাবলাইম টেক্সট”  (Sublime Text) সম্পর্কে।  প্রথমেই বলে নেই সাবলাইম টেক্সট হচ্ছে একটি স্মার্ট,জনপ্রিয়,এবং এক্সট্রা ফিচার সমৃদ্ধ টেক্সট এডিটর।  এর অনেক সুবিধা রয়েছে।  এর ইউজার ইন্টারফেস খুব চমৎকার।  আপনি ইচ্ছা করলে অনেকগুলু লেআউট এ একসাথে কাজ করতে পারবেন। এটি খুব দ্রুত লয়াদ হয়। আপনি ইচ্ছা করলে এতে জনপ্রিয় প্যাকেজগুলু ইন্সটল করতে পারবেন যেমনঃ-(Emmet,Css Snippets,Color Picker)ইত্যাদি।  এখন কথা হচ্ছে অনেকেই সাবলাইম টেক্সটে প্যাকেজ ইন্সটল করতে পারে না।  কারণ সাবলাইম টেক্সটে প্যাকেজ ইন্সটল করতে হলে প্রথমে প্যাকেজ কন্ট্রোল ইন্সটল করতে হয়।  সাবলাইম টেক্সট এর পুরাতন ভার্সনএ প্যাকেজ কন্ট্রোল ইন্সটল করা অনেক কঠিন ব্যাপার ছিল।  তাই আমি আপনাদের জন্য সাবলাইম টেক্সট এর লেটেস্ট ভার্সন নিয়ে এলাম।  কারণ এর লেটেস্ট ভার্সন এ প্যাকেজ কন্ট্রোল ইন্সটল করা মাত্র এক ক্লিক এর ব্যাপার।  ত চলুন দেখে নেই—
প্রথমে এই লিঙ্ক থেকে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিনঃ-
* Sublime Text Latest Version Download link:-

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 
ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল করা খুব সহজ। ইন্সটল হয়ে গেলে আমরা এখন এতে প্যাকেজ কন্ট্রোল ইন্সটল করব।
প্রথমে tools থেকে install package control এ ক্লিক করব।

তারপর এমন একটি ডায়লগ বক্স আসবে।

ব্যাস প্যাকেজ কন্ট্রোল (package control) ইন্সটল হয়ে গেল।
এখন আমরা এতে যেকোন প্যাকেজ ইন্সটল করতে পারব। এর জন্য ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যক।
ত প্যাকেজ ইন্সটল করতে হলে, preference থেকে  package controll এ যেতে হবে,

তারপর package control:install package এ যেতে হবে

তারপর search box এ প্যাকেজ এর নাম লিখে সার্চ করলে কাঙ্কিত পেকেজটি চলে আসবে।
যেমন আমরা emmet লিখে search করলাম,

তারপর প্যাকেজটির নামের উপর ক্লিক করলে প্যাকেজটি ইন্সটল হয়ে যাবে।

এভাবে যেকোন প্যাঁকেজ ইন্সটল করা যাবে।
অন্যান্য জনপ্রিয় প্যাকেজগুলো হলঃ- (css snippets, color picker,live preview)ইত্যাদি।
তাছাড়া sublime text 3 এর latest version এর নতুন নতুন ফিচার, এবং নতুন ভার্সন এর licence key ছাড়াও sublime text 3 এর বিভিন্ন ট্রিকস জানতে নিচের ভিডিওটি দেখুন, আশা করি ভাল লাগবে------
আর এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন,,,,,,,

ভিডিও দেখতে এখানে  ক্লিক করুন

Level 1

আমি Rakib Riad। Honours, Netrakona Govt. College, Netrakona। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস