কম্পিউটারের চালু হচ্ছে কিন্তু Display Show করছে না (সমাধান) | Computers Tips

যদি কম্পিউটারের Screen না আসে তাহলে আপনি কি করবেন. মনে করুন আপনার কম্পিউটারটি চালু হচ্ছে কিন্তু Display Show করছে না. আপনি খুব চিন্তিত এখন কি করবেন. আপনাকে অবশ্যই কম্পিউটার Service Center এ নিয়ে যেতে হবে. যদি আপনি ঘরে বসে সেই কাজটি করতে পারেন আহলে আনন্দিত হবেন.

সমাধানঃ Lol-bd.com

 

  1. আপনার কম্পিউটারের RAM সমস্যা হতে পারে. এর জন্য আপনাতে প্রথমে RAM খুলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে. এর পর RAM লাগিয়ে কম্পিউটার চালু করুন তারপর দেখুন কম্পিউটার চালু হয়ে গেছে. যদি চালু না হয় তাহলে অবশ্যই অন্য কোন সমস্যা আছে.
  2. আপনার কম্পিউটারের Cooler Fan খোলুন. খোলার পর (খুব সতর্ক ভাবে Processor টি খোলুন) যদি ময়লা থাকে ফু দিয়ে পরিষ্কার করুন অথবা নরম কোন কিছু দিয়ে পরিষ্কার করুন. এই কাজটি করতে হবে খুব সাবধানে.
  3. এরপরও যদি না ঠিক হয় তাহলে (আপনাকে অবশ্যই কম্পিউটারটি চালু হওয়ার সময় কোন আওয়াজ দিচ্ছে কি না তার দিকে খেয়াল করুন) তাহলে বুঝতে পারবেন. যদি শব্দ এক বার করে তাহলে আপনার কম্পিউটারের RAM সমস্যা হতে পারে অথবা RAM শব্দ জুড়ে হবে. আর যদি শব্দ দুটি হয় তাহলে মাদার বোর্ডর সমস্যা আছে. আর যদি শব্দ তিনটি হয় তাহলে আন্যান্য সমস্যা আছে.

যদি আপনি না পারে তাহলে অবশ্যই Service Center এর কাছে যেতে হবে. 1ম ও 2য় তথ্যবলি করলে অবশ্যই উপকার পাবেন.

Level New

আমি আহাদ আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ram ‍এ প্রবলে হয় তা হলে এই রকম হয়, Ram টা খুলুন এবং পরিষ্কার করে আবার লাগিয়ে দেখন, হয়ত ঠিক হবে।