বর্তমান সময়ে অনলাইন স্টোরেজ বা ক্লাউড স্টোরেজ এর মূল্য অতুলনীয়। আর এর ব্যবহার ও বাড়ছে দিন দিন, কেনই বা বাড়বে না ? এইটি সিকিউর, হারানোর ভয় নেই, ঝামেলা বিহীন, ক্রাশ করে না। আর সারা দুনিয়ার যে কোনো যায়গা থেকেই ফাইল এক্সেস করতে পারবেন। এত সুবিধা স্বত্তেও এর একটি লিমিটেশন আছে, সেটি হল ড্রাইভ সাইজ। প্রায় সব কোম্পানীই প্রিমিয়াম টাকায় হাজার হাজার টেরা বাইট বিক্রি করে থাকে, কিন্তু আজকে কথা বলবো ফ্রি স্টোরেজ নিয়ে, যেটা প্রিমিয়াম এর পাশাপাশি যে যে কোম্পানি গুলো দিয়ে থাকে। একই রকম সিকিউরিটি, শুধু যায়গা একটু কম এই যা।
এইটি ব্যবহার এর ফলে আমরা যেমন আমাদের জরুরি ফাইল, ফ্যমিলি পিকচার সংরক্ষণ করতে পারবো, তেমন যে কোনো সময় হাতে পেতে পারবো। তো আজকের পর্বে এমন ই ১০ টি অনলাইন সাইট এর কথা বলবো যারা ফ্রিতে আপনাকে যায়গা দিবে, তো এই ১০ টি মিলিয়ে পাবেন ৩০০ গিগা। আর হ্য সবগুলোই ট্রাস্টেড। তবুও আমি স্টার দিয়ে বুঝিয়ে দিবো কোনটি প্রথম কাতারে আছে, আর কোনগুলো ২য়। এই ১০ টি হলো পুরো বিশ্বের সব ক্লাউড স্টরেজ এর টপ ১০। শুরু করা যাক।
এইটার ব্যপারে সবাই জানি, তাই আলাদা করে কিছু বলার নাই। ১৫ জিবি যায়গা দিবে আপনাকে। আপনি এটি ইউস করতে পারবেন যে কোনো ফাইল স্টোরেজে। এইটা পেতে আপনার দরকার শুধু ১ টি জিমেইল এড্রেস মাত্র।
গুগল ড্রাইভ ১৫ জিবি লিঙ্কঃ Click Here
সম্পর্কেও আমাদের টুকটাক ভালো আইডিয়া আছে। তবুও বলি এটি একটি খুব জনপ্রিয় ফাইল হোস্টিং সাইট। খুবই ফাস্ট এন্ড খুব সিকিউর। প্রথমত ১০ জিবি যায়গা দিবে, কিন্তু আপনি পরে চাইলে বিভিন্য রেফারেল আর লাইক এর মাধ্যমে চাইলে আরো একটু বাড়িয়ে নিতে পারেন। এইটির প্রিমিয়াম ভার্ষন আছে, প্রয়োজনে কিনে নিতে পারেন।
Mediafire ১০ জিবি লিঙ্কঃ Click Here
এইবার আসি এই বেস্ট এর কাছে, অসাধারন সার্ভিস, অসাধারন স্পেস। পুরো ৫০ জিবি যায়গা পাচ্ছেন শুধু রেজিস্ট্রেশনই, ফাস্ট, কোয়ালিটি গুড।
মেগা ৫০ জিবি লিঙ্কঃ Click Here
এটিও খুব জনপ্রিয়, অনেকবছর ধরেই টপ লিস্টে অবস্থান করে আসছে। এর সার্ভিস, স্পিড খুব ভালো। এটিতেও পাবেন ১০ জিবি যায়গা। খুব ইজি প্রসেস এর। লগ ইন করুন, আপলোড, বা মোবাইলে এপ নামান আর কাজ করুন।
Yandex ১০ জিবি লিঙ্কঃ Click Here
অন্য গুলোর চেয়ে অনেক বেশী যায়গা দিচ্ছে। ২৫ জিবি যায়গা পেতে সাইন আপ করে নিন আজই। আর জিয়িয়ে রাখুন আপনার দরকারি ফাইল সমুহ।
Hubic ২৫ জিবি লিঙ্কঃ Click Here
অনেক নামকরা সাইট এইটি, যদিও আমাদের দেশে এর নাম ডাক কম। সাইন আপেই পাচ্ছেন ১০ জিবি যায়গা, তাছাড়া বিভিন্ন টুকটাক কাজ করে পাবেন আরো ৫ জিবি।
Box ১০ জিবি লিঙ্কঃ Click Here
গত বছরের টপ ১ নাম্বারে থাকা সাইট এইটি, অসাধারন সিকুউরিটি সার্ভিস নিয়ে এইটী কখনো হতাশ করবেই না।
Pcloud ১০ জিবি লিঙ্কঃ Click Here
ওই আগের মতই, এদের ও প্রিমিয়াম প্লান আছে, সাথে পাচ্ছেন ৫০ জিবি ফ্রি ফর everyone। আজই নিয়ে নিন। ৫০ জিবি ক্লাউড যায়গা। হাতছাড়া করার মানেই হয় না।
Adrive ৫০ জিবি লিঙ্কঃ Click Here
সয়ং মাইক্রোসফট এর জিনিষ, বুঝাই তো যায় কি জিনিস। তাই তারা ফ্রিতে বেশী দিতে নারাজ, তাই পাচ্ছেন মাত্র ৫ জিবি ফ্রি স্পেস। নিয়ে নিন আজকেই।
Onedrive ৫ জিবি লিঙ্কঃ Click Here
কত জিবি হলো? নেন এইবার একেবারেই দিলাম ১০০ জিবি যায়গা, ভাবুন একবার ১০০ জিবি, আজকেই নিয়ে নিন, অতিদ্রুত এইটি, অসাধারন সার্ভিস, অসাধারন জিনিস।
Degoo ১০০ জিবি লিঙ্কঃ Click Here
এইবার কিছু কথা না বললেই নয়। আপনি এইগুলো প্রতিটিরই মোবাইল অ্যাপ ভার্ষন আছে, চাইলে এপ দিয়েও চালাতে পারবেন। মোবাইল থেকে অটো ডাটা ব্যকাপ ও রাখতে পারবেন। সবগুলিই চালানো সুপার ইজি, সুপার সিকুরিটি, আর এই ১০ টি কে ইউজার রিভিউ দেখে বেছে বেছে টপ ১০ বানানো হয়েছে, তাই সিকুরিটি নিয়ে চিন্তার কোনো কারন নাই।
আর প্রতিটি সাইটের রেফারেল প্রোগ্রাম আছে, এর মাধ্যমে আপনার জায়গা আপনি বাড়িয়ে নিতে পারেন। আমি কোনো রেফারেল লিঙ্ক দেই নি, সব ডিরেক্ট লিঙ্ক। আমার ৩০ গিউগার বেশী দরকার নাই, তাই রেফারেল ও লাগে না। চাইলে রেফারেল করে বাড়িয়ে নিতে পারেন।
আজকে আর নয়, হাত ব্যথা হয়ে গেছে। কেউ পড়তে না চাইলে আমার করা ভিডিও টি দেখে নিতে পারেন।
ভিডিও
এইরকম নিউজ, আর্টিকেল, টোপ টেন টেক নিউজ আমার টিউব চ্যনেলে প্রতিদিন আপডেট করা হয়।
চ্যনেল লিঙ্কঃ Click Here
আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পোষ্টটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ…. অনেক ধন্যবাদ।