Computer Expert ভাইদের কাছে সাহায্য চাই। সাথে যারা গ্রামীণফোন বাবহার করেন তাদের জন্য একটি টিপস

আসসালামুআলাইকু আশা করি সবাই ভালো আছেন। এইটা আমার প্রথম টিউন এই জন্য কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি আমার PC নিয়ে কিছু দিন ধরে অনেক সমস্যার মধ্যে আসি এই জন্য এই টিউন করতে বাধ্য হচ্ছি আশা করি expert ভাইয়েরা আমকে সাহায্য করবেন। আমার PC তে কোন browser open করলে শুধু লাফালাফি শুরু করে। আমার ছোট ভাই বলছে এইটা Effect কিন্তু এইটা কিসের Effect আমি বের করতে পারসিনা আশা করি Help টা পাব আর Problem বুঝার জন্য আমি একটা Video তৈরি করেছি বুঝার জন্য।

 

যারা গ্রামীণফোন বাবহার করেন তাদের জন্য এই টিপস

২ জিবি ইন্টারনেট মাত্র ৩৯ টাকায়
৩৯ টাকায় (সম্পূরক শুল্ক+ভ্যাট+সারচার্জ সহ) ১জিবি ইন্টারনেট ৭ দিনের মেয়াদে
অ্যাক্টিভেশন কোডঃ *৫০০০*১০৫#
পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অফারটি চলবে
অফারটি সকল প্রিপেইড ও টিউনপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং ক্যাম্পেইন চলাকালীন ১০বার পর্যন্ত ক্রয় করা যাবে...
গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১টাকা করে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা অবস্থায়, ২০০ টাকা পর্যন্ত)
অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#

(আমি এই অফারটা ব্যবহার করি)

(এই অফার কিছু দিন পুর্বে ২৯ টাকা ছিলো এখন ৩৯ টাকা করছে)

 

(200 শব্দ পূরণ করার জন্য এই হাদিস)

ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ সুন্নত সূমহ

১) ভালোভাবে বিছানা ঝেড়ে নেয়া। (বুখারী - ৬৩২০)
২) ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা। (বুখারী - ৫৬২৩)
৩) শয়নের সময় দু'আ পাঠ করা (যেমনঃ 'আল্লাহুম্মা বিসমিকা আ'মুতু ওয়া আহইয়া')। (বুখারী - ৬৩১৪)
৪) ডান কাত হয়ে শোয়া। (বুখারী - ৬৩১৫)...
৫) নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া। (বুখারী - ২৮৮)
৬) সাধারণত সতর খুলা অবস্হায় না শোয়া। (বুখারী - ২৭৬৯)
৭) বিনা কারণে উপুড় হয়ে না শোয়া। (তিরমিযী - ২৭৬৮)
৮) ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। (তিরমিযী - ১৮১৩)
৯) দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। (মুসলিম - ৫৯০১)
১০) দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে তিনবার থুথু ছিটা এবং "দুঃস্বপ্ন ও শয়তান থেকে - হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই" এভাবে তিনবার বলা। দুঃস্বপ্ন কাউকে না বলা। (মুসলিম - ৫৯০২)

 

 

 

 

 

Level 0

আমি মোঃ হাসান হাবিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bro আপনার computer এর কোন সমস্যা হয় নি। আপনার কিবোর্ডের F11 এর সমস্যা। কিবোর্ড খুলে try করুন তাইলে দেখবেন সব ঠিক হয়ে গেছে।

    ভাই এই জ্বালায় আমিও জ্বলছি ।ল্যাপটপ keyboard F11 EXIt লেখা আসে ।ব্রাউজার ওপেন করলে সমস্যা । কি করব খুলে পরিস্কার করলাম ময়লা কাজ হয় না । ভিতরে রিবনের জায়গায় তো খুলা যায় না কি করনীয় । পরিবর্তন ।

Bro “F12” try করেছি কোন কাজ হছে না ?