কিভাবে একটি সফটওয়ার ব্যবহার করার মাধ্যমে hard disk এর bad sector রিপেয়ার করবেন।

আশা করছি সবাই ভালোই আছেন।। অামি সবসময় কিছু না কিছু আপনাদের দিতে চাই। আমি চাই আমি যা জানতে পারি তা আপনাদের জানাতে।

আগেও আমি অনেক টিউন করেছি। আমার টিউন গুলো অনেক পপুলার হয়েছে। সবাই টিউমেন্ট করেছেন তাই অনেক উপকৃত হয়েছি।

আজ আমি আপনাদের বিশেষ একটি সমস্যার সমাধান দিতে চলেছি। যে সমস্যাটার কারণে আপনারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন। অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারছেন না।

যাই হোক চলুন মূল কথাই আশা যাক। অাপনাদের সবার কম্পিউটারেই hard disk আছে। 320GB, 500GB, 1TB, 2TB যতটুকুই হোক।। আপনাদের মধ্যে অনেকেই হয়তো কম্পিউটার বানানোর এক বছর পর পরই hard disk এর বিভিন্ন সমস্যাই ভুগেন। যেমন ঃ অপারেটিং সিস্টেম স্লো, কম্পিটার এর কপি হয় না।এ রকম সমস্যা গুলো সাধারনত hard disk এর bad sector এর কারনে হয়ে থাকে। অনেকেই এ সমস্যার সমাধান দিয়েছেন বলেছেন hard disk চেন্জ করে নিন। কিন্তু আমি বলতে পারি এ সমস্যার সমাধান আছে। অামি নিজেই ভালো ফল পেয়েছি। আমার কম্পিউটারের hard disk ছিলো 2TB গেরান্টি শেষ হয়ে গেছিলো তাই চেন্জ করতে পারি নাই। তারপর অনেক কষ্ট পাবার পর একটা সমাধান পেলাম। তাই আপনাদের কাছে শেয়ার করলাম।
প্রথমে নিচের লিংক থেকে সফটওয়ারটি ডাওনলোড করে নিন।।

Download PG

তারপর ওপেন করুন। নিচের ছবি দেখুন।

interface1

পাশে আপনি যে হারড্রাইবটি রিপেয়ার করতে চান তার উপর রাইট মাউস দিন। দেখবেন নতুন মেনু শো করছে। মেনুতে সব থেকে নিচে দেখবেন Verify Bad Sector লেখা আছে। সেখানে ক্লিক করুন। নিচের মত দেখবেন।

bad-sector-repair-software-03

এখন Start Verify বাটনে ক্লিক করুন। তারপর নিচের মত দেখবেন।

bad-sector-repair-software-04

এখন দেখবেন Verify হচ্ছে। কিছুখন অপেক্ষা্  করলে দেখবেন শেষ হয়ে গেছে। এইবার শুধু  Repair বাটনে ক্লিক করুন। তারপর কিছুখন অপেক্ষা করতে হবে। শেষ হলে সফটওয়ারটি বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর ব্যবহার করে দেখুন।

আমি নিজে ফল পেয়েছি। আশা করছি আপনারা্ও উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি পাবেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনি তো partition এর software দিয়েছেন।

pashe hardisk er upor right click koren…dekben verify bad sector 1ta option ase…….