জট পট নিয়ে নিন কী বোর্ডের গুরুত্বপূর্ন সব শর্টকার্ট। অবশ্যই কাজে লাগবে।

আস সালামুআলাইকুম কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন এবং ভাল  থাকবেন। লেখা পড়ার ফাকে টিউন করার সময় হয় না। তবুও আপনাদের জন্য আজ সামান্য কিছু নিয়ে হাজির হলাম। হেডিং দেখে বুঝতে পারছেন আজ আমি আপনাদের সাথে কম্পিউটারের কয়েক টি গুরুত্বপূর্ন শর্টকার্ট শেয়ার করব যা আপনাদের গুরুত্বপূর্ন সময় বাচিয়ে দিবে।

এবার মূল টিউনে আশা যাক। আর এটা শুধু যারা জানেনা তারে জন্য।  হলে ক্ষমা করবেন।

গুরুত্বপূর্ন  শর্টকার্ট:-

 

F1 প্রদর্শন করতে সাহায্য করবে

F2 নির্বাচিত আইটেমের পুনঃনামকরণ

F3 একটি ফাইল বা ফোল্ডারের জন্য অনুসন্ধান করুন

F4 ফাইল এক্সপ্লোরার এড্রেসবারে তালিকা প্রদর্শন করা হবে

F5  সক্রিয় উইন্ডো রিফ্রেশ

F6 ডেস্কটপ একটি উইন্ডোতে বা পর্দায় উপাদানের মাধ্যমে চক্র

F10 সক্রিয় অ্যাপ্লিকেশন মেনু বার সক্রিয়

Ctrl-C=Copy/কপি

Ctrl-N=New File/নতুন ফাইল খোলা

Ctrl-S=Save File/ ফাইল সেভ করা

Ctrl-Alt-S=Save As/ এক্সটেনশন পালটিয়ে সেভ করা

Ctrl-Shift-S=Save All/ সব ফাইল একসাথে সেভ করাAlt-Backspace=Undo/পূর্বের অবস্থায় ফিরে যাওয়া।Ctrl-Y=Redo/পূর্বের অবস্থায় থেকে পরের অবস্থায় যাওয়া

Ctrl-P=Print/ প্রিন্ট দেয়াAlt-F4=Exit/ বন্ধ করে দেয়া।

Ctrl-Tab=Next Document / পরের ডকুমেন্ট-এ যাওয়া

Ctrl-Shift-Tab=Previous Document / আগের ডকুমেন্ট-এ যাওয়া

Ctrl-W=Close Current Document/ যে ডকুমেন্টে কাজ করছেন সেটা বন্ধ করা।

Ctrl-O=Open File/ফাইল ওপেন করা

Ctrl-Insert=Copy/কপি

Ctrl-Shift-T=Copy current line to clipboard
Shift-Delete=Cut/কাট

Ctrl-V=Paste/পেস্ট

Shift-Insert=Paste/পেস্ট

Ctrl-Z=Undo/পূর্বের অবস্থায় ফিরে যাওয়া ।

Tab (selection of one or more full lines)=Insert Tabulation or Space (Indent)/ কোড ইন্ডেন্ট করা

Shift-Tab (selection of one or more full lines)=Remove Tabulation or Space

(outdent)/ কোড ইন্ডেন্ট রিমুভ করা ।

Ctrl-A=Select All/সব লাইন সিলেক্ট করা

Alt-Shift-Arrow keys, or Alt + Left mouse click=Column Mode Select/কলাম মুড সিলেক্ট

ALT-C=Column Editor/কলাম এডিট করা

Ctrl-D=Duplicate Current Line/যে লাইনে কাজ করছেন সেই লাইন ডুপ্লিকেট করা।

Ctrl-T=Switch the current line position with the previous line position

Ctrl-Shift-Up=Move Current Line Up/কারেন্ট লাইন উপরে নিয়ে যাওয়া।

Ctrl-Shift-Down=Move Current Line Down/ কারেন্ট লাইন নিচে নিয়ে যাওয়া।

Ctrl-L=Delete Current Line/কারেন্ট লাইন ডিলিট করা।

Ctrl-I=Split Lines/লাইন কে দুই ভাগ করা
Ctrl-J=Join Lines/ লাইন কে জয়েন করা

Ctrl-G=Launch GoToLine Dialog/ গো টু লাইন ডায়ালগ লাঞ্চ করা

Ctrl-Shift-Delete=Delete to end of line/ লাইনের শেষ অংশ ডিলিট করা

Ctrl-U=Convert to lower case/ছোট হাতের লেখায় পরিনত করা

Ctrl-Shift-U=Convert to UPPER CASE/ বড় হাতের লেখায় পরিণত করা।

Ctrl-Q=Block comment/uncomment/ টিউমেন্ট ও যে অংশ টিউমেন্ট নয় টা ব্লক করা

Ctrl-Shift-Q=Stream comment/ টিউমেন্ট চালু করা

Ctrl-BackSpace=Delete to start of word/ শুরুর ওয়ার্ড ডিলিট করা

Ctrl-Delete=Delete to end of word/ শেষের ওয়ার্ড ডিলিট করা

Ctrl-Shift-BackSpace=Delete to start of line/ যে লাইন শুরু করছেন সেলাইন ডিলিট করা

Ctrl-B=Go to matching brace/সেম ব্রাকেটে যাওয়া

Ctrl-F=Launch Find Dialog/কোন কিছু খোঁজার জন্য উইন্ডো খোলা

Ctrl-H=Launch Find / Replace Dialog/ যেখানে খুঁজবেন সেখান যাওয়া

F3=Find Next/ পরের অংশে খোঁজা

Shift-F3=Find Previous/ পূর্বের অংশে খোঁজা

Ctrl-Shift-F=Find in Files/ ফাইলে খোঁজা    F2=Go To Next Bookmark/ পরের চিহ্নতে যাওয়া

Shift-F2=Go To Previous Bookmark/ আগের চিহ্নতে যাওয়া

Ctrl-Alt-F=Collapse the Current Level/লাইনকে কমিয়ে নিয়ে আসা বা হাইড করা

Ctrl-Alt-Shift-F=Uncollapse the Current LevelAlt-0=Fold All/ লাইনকে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া বা আনহাইড করা

 

টিউন টি পূর্বে এই ব্লগে প্রকাশিত

আমাকে পাবেন ফেইসবুকে

আমার ব্লগটি দেখে আসতে পারেন।

আমার ইউটুভ চ্যানেলে আপনাদের ঘুরে আসার আমন্ত্রন রইল।যেখানে আপনি প্রযুক্তি বিষয়ক অনেক ভিডিও পাবেন।

আমার ইউটুভ চ্যানেলটি ভাল লাগলে subscribe করতে ভুলবেন না।

                                                                         ”ধন্যবাদ”

 

Level 0

আমি নোমান আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস