
প্রিয় টেকটিউনের বন্ধুরা, সবাইকে এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। চলুন দেখা যাক কি সেবা দিতে পারি আজ আপনাদের। আজকে আপনাদের মাঝে আমি PriceMinus কিভাবে আন-ইনিস্টল বা রিমুভ করা যায় সেটি নিয়ে আলোচনা করবো।
PriceMinus এক ধরনের বিঞ্জাপন যেটি আপনি কোন পন্য জাতীয় ওয়েব সাইট (Product website) ভিজিট করবেন তখন আপনার সামনে আসবে যেমন: Amazon.com, Bikroy.com, Olx.com ইত্যাদি ইত্যাদি।এব্ং আপনাকে বিভিন্ন কুপন বা সুবিধা দেওয়ার কথা জানাবে। আপনি না চাইলে ও বার বার এ ধরনের বিঞ্জাপন আপনার সামনে চলে আসবে। অনেকে এটাকে ভাইরাস নামে অবিহিত করে থাকে।
মুলত PriceMinus সাধারণত এডওয়ার্ড প্রোগামের বিভিন্ন ফ্রি সফটওয়ারের বান্ডিলের সাথে থেকে থাকে যেটি আপনি ঐ সমস্ত সফটওয়ার ডাউনলোড করলে এটিও তার সাথে যুক্ত হয়ে যায়। দূর্ভাগ্যক্রমে ঐ সমস্ত ফ্রি সফটওয়ার ইনিস্টল করলে আপনার অজান্তে এগুলোও তার সাথে ইনিস্টল হয়ে যায়। PriceMinus অধিকাংশ থার্ড পার্টি ইনিস্টলের হতে সংযুক্ত থাকে যেমন: Cnet, Softonic অথবা এ ধরনের থার্ড পার্টি ইনিস্টল কাস্টম। তাই বিশেষ করে আপনি যখন কোন সফটওয়ার ইনিস্টল করবেন তখন অবশ্যই কি বিষয়ে Agree হতে বলবে সেটি ভাল করে দেখে নিবেন তারপর ইনিস্টল করবেন।
যখন PriceMinus ইনিস্টল হয়ে যাবে তখন এটি আপনার ব্রাউজার Extension এর বিভিন্ন ভাবে থাকতে পারে যেমন: Pop-up advertisements and in test ads, Powered by PriceMinus ইত্যাদি ইত্যাদি।
Extension থেকে PriceMinus রিমুভ করুন:
আপনার পিসির সকল ব্রাউজারের Extension থেকে PriceMinus রিমুভ করুন।
এভাবে সকল ব্রাউজারের Extension থেকে রিমুভ করুন।
Windows থেকে PriceMinus অন-ইনিস্টল করুন:
প্রথমত, আপনার কম্পিউটার থেকে PriceMinus আইডেন্টিফাই করে সেটি আন-ইনিস্টল করুন।
১. ক্লিক Start বাটন তারপর Contorl Panel মেনু অপশন। (Windows xp ও Windows-7 এর জন্য).

যদি (Windows-8 বা Windows-8.1) হয় তাহলে বাম বাটন ক্লিক করুন তারপর Control Panel খুজে বের করুন ও ক্লিক করুন।

২. যখন উইন্ডো “Control Panel” ওপেন হবে তখন “Programs” কেটাগরি নিচে “Uninstall a Program” সিলেক্ট করুন।

এখন আপনার পিসিতে সমস্ত ইনিস্টল করা সফটওয়ারের তালিকা পাবেন। এখান থেকে PriceMinus, CableFix, Bestabdlicker, Instagram for Chorme tabs Instatabs ইত্যাদি সহ সকল অপ্রয়োজনীয় ও অপরিচিত সফটওয়ার আন-ইনিস্টল করুন।

২. “Adwcleaner” দিয়ে PriceMinus আন-ইনিস্টল বা রিমুভ করুন: এসমস্ত অ্যাড ক্লিয়ার করার জন্য বিভিন্ন সফটওয়ার পাবেন কিন্তু “Adwcleaner” সফটওয়ারটি আপনার খুব ভাল কাজ দিবে বলে আমি আশা করি এজন্যই যে, আপনার অজান্তে যে সমস্ত সফটওয়ার ইনিস্টল হয়েছে সেসকল সফটওয়ার Scan করে বের করতে পারে। এখন ধাপে ধাপে কাজটি করে ফেলুন।

এখন “Adwcleaner” টি ওপেন করুন ও Scan বাটন ক্লিক করুন।

এখানে সাধারনত অপ্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার ওপেন হবে তাই একসাথে Clear করে দিতে পারেন অথবা শুধু মাত্র PriceMinus খুজে বের করে সেগুলো রিমুভ করতে পারেন। যেহেতু এখানে আপনার পিসিতে অপ্রয়োজনীয় সকল ফাইল বা ফোল্ডার আসবে তাই সবগুলো Clear দেওয়াটাই ভাল।


টিউমেন্ট: আশা করি এভাবে আপনার সমস্যা সমাধান করতে পারবেন। এতো সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই রমজানে মুসলিম ভাইয়েরা রোজা রাখার পাশাপাশি সবাই শরীরের দিকে যত্ন নিবেন, ইফতারের পর বেশি বেশি পানি পান করবেন। আগাম ঈদের শুভেচ্ছা রইল সবাইকে।
সময় থাকলে আমার ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন।
আমি ইউসুফ ইউনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।