
আচ্ছালামুআলাইকুম,
এটা আমার প্রথম টিউন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দুটি অসাধারন সফটওয়্যার।
আমরা কম্পিউটার নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে কম্পিউটার কতহ্মন যাবৎ চলছে তা দেখার সময় হয়ে উঠেনা।তাই নিয়ে এলাম এই সফটওয্যারটি।
যা আপনাকে সর্বদা বন্ধুর মত মনে করিয়ে দেবে আপনি কতহ্মন যাবৎ কম্পিউটার অপারেট করছেন।এটি দারা ডেস্কটপে দৃশ্যমান করতে পারবেন আপনার কম্পিউটার কতহ্মন যাবৎ চলছে।
১.এটি ডিফল্টভাবে windows startup নেওয়ার সাথে সাথে তার কাউন্ট শুরু করে দেয় ফলে আপনাকে আলাদাভাবে বারবার সফটওয়্যারটি রান করতে হবেনা।
২.এটির সাথে কোন adware যুক্ত নাই তাই ইনস্টলের হ্মেত্রে আলাদা কোন সফটওয়্যার ইনস্টল হওয়ার কোন ঝুকি নাই।

১.windows 7 এর হ্মেত্রে যতবার আপনি কম্পিউটার চালু করবেন ততবারই এটি শুরু থেকে টাইম কাউন্ট শুরু করবে
২.windows 8, 8.1, 10 এর হ্মেত্রে power option থেকে turn on fast startup option এর টিকমার্ক তুলে দিন

সফটওয়্যারটি মাত্র 262 কেবি
ইনটারনেটের স্পিড মাপার জন্য অনেক সফটওয়্যার তো ব্যবহার করলেন।এইটা একবার ব্যবহার করে দেখুন।

১.মান্থলি রিপোর্ট সুবিধা
২.কালার পরিবর্তন করা যায়
৩.অ্যান্ড্রুয়েডে বহুল প্রচলিত internet speed meter ন্যায় কাজ করে
৪.সাইজ পরিবর্তন কেরতে পারবেন
১.প্রথমে সফটওয়্যারটিতে right ক্লিক করুন

২ .change the network এ ক্লিক করুন এরপর একটা উই্ন্ডো আসবে নিচে লহ্ম করুন এবং yes এ ক্লিক করুন

৩. সবশেষে আপনার নেটওয়ার্ককে চিনিয়ে দিন ব্যাস কাজ শেষ

ধন্যবাদ সবাইকে
আমি মো সজিব আজহার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub valo laglo… thnks bro..