এবার আপনার পিসির অপ্রয়োজনীয় ফাইল সবই ডিলিট করতে পারবেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন।  আজকে আমার টিউন ছোট একটি টিউন। যদিও ছোট তবুও অনেক কাজের।

জানেন তো ছোট মরিচের ঝাল বেশী। যাই হোক কাজের কথায় আসি।

আপনারা আপনাদের কম্পিউটারে অনেক সময় অনেক ফাইল ডিলিট করতে পারেন না। এজন্য অনেক সমস্যা ফেস করেন হয়ত।

যেমন: Temporary File (temp,recent,prefetch, %temp%) সবই ডিলিট হয় না।  এবার হবে। এই সফটওয়ার দ্বারা শুধু মাত্র Temporary File নয় আরও অনেক অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে পারবেন।

তাহলে দেরি না করে সফটওয়ারটা ডাউনলোড করে নিন।

Unlocker 1.9.1

ডাউনলোড করার পর এটি ইনস্টল করুন। তার পর আপনি কোন ফাইল ডিলিট করুন। দেখবেন যদি ডিলিট না হয়। তখন  একটি মেসেজ আসবে যে Error Deleting File or Folder

এই মেসেজটি আসলে তখন ওকে দিন। দেখবেন unlocker  সফটওয়্যারটি অটোমেটিক চালু হয়েছে। সেখান থেকে delete সিলেক্ট করে ok দিন।

এবার দেখুন ফাইলগুলো ডিলিট হয়ে গেছে।

আর যদি Temporary file ডিলিট করতে চান তাহলে আপনি Ctrl+A চেপে যে কোন একটির ওপর রাইট বাটন ক্লিক করে দেখতে পাবেন unlock এর একটি অপশন এসেছে। সেটা সিলেক্ট করে দিন এবং ডিলেট সিলেক্ট করে ওকে দিয়ে দিন। এবার দেখুন সব ডিলেট হয়ে গেছে।

নোট: উইন্ডোজের সিস্টেম ফাইল ডিলেট হবে না। আর এই সফটওয়্যাটি শুধু মাত্র Windows xp 86x (৩২ বিট) এর জন্য লিংক দিয়েছি। এটা ৩২ বিটে কাজ করবে।

ফেসবুকে আমি

Level 0

আমি সালেহীন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন এক সাইটে পোস্ট করে Techtunes এর ক্রেডিট দিয়েছিলাম বলে সেই সাইটে আমার আইডি ব্লক করে দিয়েছিল।
কারণ এটি আমি প্রথমে Techtunes এ পোস্ট করেছিলাম।

তাই সব শেষে সিদ্ধান্ত নিলাম আমি Techtunes এর সাথেই থাকব।

টেকটিউনস এর সাথে থাকবেন এইটা একটা ভাল সিদ্ধান্ত নিছেন ভাইয়্যা (y)

পিসি ইউজারদের জন্য অনেক অনেক দরকারি একটা পোস্ট দিয়েছেন বলে অনেক ধন্যবাদ। নতুনদের অনেক কাজে লাগবে।

খুবই কাজের একটি পোস্ট দিয়েছেন ।এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।