আপনার কম্পিউটার এর যেকোনো ফাইল এক সেকেন্ড এ খুজে বের করুন ?

আমাদের কম্পিউটার চালাতে গিয়ে নানান সময় নানান ফাইল খুজে বের করার দকার পরে । কিন্তু তা এক্সপ্লোর করে বের করতে অনেক সময় লাগে ।

আবার যারা  Windows ব্যাভার করেন , তারা Windows এর ডিফল্ট সার্চ সিস্টেম ব্যাবহার করেন যা কিনা খুবই স্লো এবং অনেক সময় নেয় ।

আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার এর যেকোনো ফাইল এক সেকেন্ডেরো কম সময় এ খুজে বের করবেন ।

এর জন্য আমরা একটা সফটওয়্যার ব্যাবহার করব । সফটওয়্যার টির বিশেষ সুবিধা হল এটি পোর্টেবল । আপনি আপনার কম্পিউটার এর যেকোনো জায়গা থেকে এটাকে রান করাতে পারবেন ।

এবার কাজের কথায় আশা যাক , যেভাবে সফটওয়্যার টি ব্যাবহার করবেনঃ

খুবি সহজ পদ্ধতি ওপেন করবেন , আর সেখানে আপনি আপনার ফাইল খোঁজার জন্য একটু ইনপুট ফিল্ড পাবেন । সেখানে আপনার প্রয়োজনীয় ফাইল এর নাম লিখুন । আর সাথে সাথে আপনার ফাইল নিচে দেখাবে ।

EveryThing - Dhiman - 1

আপনি সার্চ রেজাল্ট এ সরাসরি “ডাবল করে” কিংবা “রাইট ক্লিক” করে আপনার পছন্দ মত আপনার ফাইল ব্যাবহার করতে পারেন ।

EveryThing - Dhiman - 2

বাকি সব আশা করি নিজেরাই বুঝে নিতে পারবেন ।

অহ , যাকে নিয়ে এতক্ষণ কথা বলছি সেই সফটওয়্যার এর নাম ই তহ বলা হয় নি ।

সফটওয়্যার এর নামঃ “Everything”

এবার নিচের লিঙ্ক থেকে ঝটপট ডাউনলোড করে নিন ।

ড্রপবক্স লিঙ্ক >> Download From Dropbox

মিডিয়া ফায়ারলিঙ্ক >> Download From Mediafire

my blog http://www.trickdon.com

Level 0

আমি জহিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বড় ভাই পাচোয়াড তো দিবনে?

কোন তফাৎ পেমাম না ।

passward koy?

হ্যালো মিঃ আমার টিউন টা কপি করতে একটুও খারাপ লাগলো না ??

    @ধীমান সরকার বাপ্পী: একই টিউন একাধিকবার করা যাবে, তবে কার উপস্থাপন ক্যমোন সেটাই মুখ্য বিষয়, আর একটি কথা সফটয়্যারটা তো আপনার তৈরি না। আমি এটা অনেক আগে থেকেই ব্যবহার করি, অসাধারন একটা সফটয়্যার। ধন্যবাদ টিউনারকে নতুনদের হয়তো কাজে আসবে।

Level 0

খুব ভালো হয়েছে

দয়া কইরা পাসওয়ার্ড টা দেন।