ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়া যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন।

হ্যালো গাইজ,

আমাকে তো মনে হয় নেশায় পেয়ে বসছে, যা শিখছি, শেয়ার করতেছি, । তাই বলে এক দিনে দুটা টিউন ? নাহ আমি গেছি।

যাহোক কাজের কথায় আসি।

আজ আমরা শিখবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়েই কিভাবে কোন টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়, তাও কোন টরেন্ট ক্লায়েন্ট এর হেল্প ছারাই। শুরু করা যাক।

Downloading Torrent Using Internet Download Manager

  • প্রথমে .torrent ফরমেটের ফাইল টা সরাসরি ডাউনলোড করে নেন । সরাসরি বললাম, কেননা কোন রকম টরেন্ট ক্লায়েন্ট ব্যাবহার করার দরকার নাই। কইরেন ও না।
  •  ফাইল টা কই ডাউনলোড হইলো খেয়াল আছে তো ?
  •  এবার http://zbigz.com সাইটে ঢুকেন

Downloading Torrent Using Internet Download Manager

  • আগে থেকে ডাউনলোড করে রাখা ফাইল টা সিলেক্ট করে আপলোড এ ক্লিক করেন।
  • এবার এরা আপনাকে জিগেস করবে আপনি প্রিমিয়াম না ফ্রি সার্ভিস ব্যাবহার করবেন। ফ্রি তা তো জানা কথা। ক্লিকান।
  • একটু অপেক্ষা করেন, ফাইল টা ক্যাচে করতে সময় নিবে অল্প একটু।

Downloading Torrent Using Internet Download Manager

এবার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড করে ফেলেন কি দরকার।

  •  আপনার পিসিতে ডাউনলোড ম্যানেজার ইনস্টল না করা থাকলেও সমস্যা নাই, সাধারন ভাবেই ডাউনলোড হবে। ইনজয়।

লেখাটি এর আগে আমার ব্লগ ফাজলামী ডট কম এ প্রকাশিত। ভালো বা কাজে লাগলে কমেন্ট করতে ভুলবেন না, আগ্রহ পাই।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা নিয়ে আগে কয়েকটা টিউন হয়েছিল।

asobe valo speed ar paina. ar onkgulo resume o support korena

free account e 1gb besi file download hoy na. premium account cookies jana aache?

Level 0

এ বিষয় নিয়ে এর আগে টিটি তে না হলে ও ১৫/২০ টিউন হইছে

দুঃখিত, আমার জানা ছিলো না, টরেন্টের ক্ষেত্রে আমি নতুন তো। নতুন কিছু দিতে চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে

১ জিবি’র এর বেশি বড় হলে মাগনা ডাউনলোড হয় না। মাগনা যদি ১ জিবি’র চেয়ে বড় ফাইল নামানোর বিদ্যা থাকে তবে জনালে বড়ই্ উপকৃত হবে। আমি যেখানে কাজ করি সেখানে টরেন্ট বন্ধ করে দেয়া আছে তাই ও পথে হাঁটতে পারি না!