বায়োসের নিরাপত্তা ভাঙা গড়া (নতুনদের জন্য)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছিআবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আসুন শুরু করি…

পিসিটি যখন চালু করেন তখন কালো বা নীল যে স্ক্রীনটি চমকে উঠে সেটার নাম হল বায়োস মেনু। বায়োস এর পুর্ন অর্থ Basic Input Output System। ভার্চুয়ালি প্রতিটা পিসিতেই বিদ্যমান এটি, যার কাজ হল পিসির চিপগুলো বা বিভিন্ন হার্ডওয়ার যেমন হার্ড ডিস্ক ড্রাইভ সহ সকল পোর্ট থিক ভাবে কানেক্টেড কিনা বা কার্যক্ষম কিনা তা রিপর্ট করা বা নিশ্চিত করা। আমরা বায়োস মেনুকে পাশওয়ার্ড প্রটেক্টেড করে কিভাবে তা জানার চেষ্টা করবো।

যেভাবে সেট/পরিবর্তন করবেন বায়োসের মেনুর গোপন সংকেতঃ

বায়োস একটি পার্সোনাল কম্পিউটারের সকল লোকাল সেটিংস সংরক্ষন করে রাখে, এমনকি পাওয়ার অপশান বুট অপশান এবং মেমোরি অপশান। বায়োস মেনুর সাহায্যে আপনি পাশওয়ার্ড বা গোপন সংকেত স্থাপন বা পরিবর্তন করতে পারবেন। এডমিনিষ্ট্রেশান পাশওয়ার্ড সেট করার মাধ্যমে আপনি বিভিন্ন সুবিধা পেতে পারেন। যেমন পিসি এর অপ ব্যবহার রোধ বা বায়োস সেটিংস চেঞ্জ রোধে।

১. প্রথমে আপনার পিসি রিষ্টার্ট দিন।

২. F2 বা Del(একেক ব্যান্ডের জন্য একেকটা) কি চাপুন অপারেটিং সিষ্টেম লোড হবার আগে, এবং এটা আপনাকে বায়োস মেনুতে নিয়ে যাবে।

৩. এরো কি ব্যবহার করুন কি বোর্ড থেকে এবং সিকিউরিটি সেটিংস এ গিয়ে এন্টার মারুন।

৪. এডমিন পাশওয়ার্ড সেকশানে যান এবং এন্টার চাপুন

৫. এবার নতুন করে পাশওয়ার্ড সেট করতে হলে টাইপ করুন এবং এন্টার চেপে কাজ সমাধা করুন।

৬. Esc চেপে আগের মেনুতে মানে বায়োস মেনুতে ফিরে আসুন, এবং “Save and Exit” এর জন্য কি বোর্ড থেকে বাটন চেপে সংরক্ষন করে বেরিয়ে আসুন। সিষ্টেম রিষ্টার্ট নিবে আপনার সেটকৃত পাশওয়ার্ড সহ। এখন যে কেউ বায়োস মেনুতে ঢুকতে গেলে বা কোন সেটিংস পরিবর্তন করতে গেলেই পাশওয়ার্ড চাইবে।

৭. আর পাশওয়ার্ড মুছে ফেলতে চাইলে একই অপশানে গিয়ে ক্লিয়ার পাশওয়ার্ডে যেতে হবে।

গোপন সংকেত ভুলে গেলে যা করনীয়ঃ

বায়োস মেনু সেট করার পর দেখা গেল আপনি পাশওয়ার্ড ভুলে গিয়েছেন। কোন চিন্তা নেই নিচে পাশওয়ার্ড ভুলে গেলে করনীয় দেওয়া হল

অজানা পাশওয়ার্ড ভাঙ্গা বা ভুলে যাওয়া পাশওয়ার্ড ফিরে পাওয়াঃ

ধরুন আপনি বায়োসে প্রদত্ত পাশওয়ার্ড ভুলে গেছেন বা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ক্রয় করেছেন। এখন বায়োস সেটিংস চেঞ্জ করবেন, উপায় কি ???

কিছু সহজ উপায়েই আপনি ঘরে বসেই এটা করতে পারবেন।

১. প্রথমে পিসির পাওয়ার আন-প্লাগ বা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করুন

২. তারপর স্বযত্নে সিপিইউ এর কেসিং খুলুন

৩. ভিতরে খুব ভাল ভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে ভিতরে মাদার বোর্ডের মধ্যে একটা পাতলা সিলভার কালারের CmoS ব্যাটারি আছে।

 

সেখান থেকে সিমস ব্যাটারিটি খুলে আনুন, এবং ১৫-২৫ মিনিট এটাকে অন্যত্র রেখে দিন।

৪. এরপর আবার একই ভাবে সিমস ব্যাটারিটি আগের যায়গায় সেট করে দিন

৫. আশা করি আপনার বায়োসের পাশওয়ার্ড রিসেট হয়ে গেছে। যদি না হয় সেক্ষেত্রে এটাকে ২৪ ঘন্টা পর্যন্ত ও রাখাওতে হয় কোম্পানি ও কেইস ভেদে

আর যদি সিমোস খুলার পদ্ধতি কাজ নাকরে তাহলে আপনাকে আরো কিছু পদ্ধতি প্রয়োগ করতে হতে পারে। যেমন ম্যানুফ্যাকচার কোম্পানি প্রদত্ত মাষ্টার পাশওয়ার্ড।

 

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটি পড়ার জন্য! দেখা হবে আগামি টিউন এ। আল্লাহ হাফেজ..

আমার পোস্টটি যদি আপনাদের একটু ভাল লেগে থাকে তাহলে আমার ওয়েবসাইট এর একটু ঘুরে আসতে পারেন । আপনাদের ভাল লাগবে নিশ্চয় এখানে

 ফেসবুকে আমি এখানে

Level 0

আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। নতুনদের কাজে দেবে। এইটা আমিও জানি কিন্তু আরও একবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ্। সামনে আরও সুন্দর টিউন চাই্।

    @শহিদুল ইসলাম: আপনাকেও অনেক ধন্যবাদ আমার টিউন এর প্রথম মন্তব্য করেছেন । ভাল খাকবেন ।

Level 0

vaia,tumi khub e valo likheso,ami new user,amar onek kaje debe,erokom basic level er aro valo valo tune chai

Level 2

ধন্যবাদ । ভাই আপনি কি মোবাইল সিম ট্র্যাকিং জানেন ???

ভালো পোষ্ট ভাই, কিন্তু এটা কি ল্যাপটপেও কাজ করবে?
Windows Technical Support Free

chorom tricks…… ami frnd er pc te software install dite parina…. pass chai… any solution????????????????????????????????????????????????? 😀 😀 😀

কুব সুন্দর টিউন আশাকরি এরকম আরো টিউন পাব আপনার কাছ থেকে।