সবচে সহজ পদ্ধতিতে যে কোন ছবিকে কনভার্ট করুন যে কোন সাইজে !

আমরা সবাইই ছবিকে এডিট করে আকর্ষণীয় রুপে সাজাতে পছন্দ করি। ফটো এডিটিং করার অনেক সফটওয়্যার ও ওয়েবসাইটই আছে। যার মাধ্যমে আপনি আপনার ছবিকে আকর্ষণীয় রুপে ডিজাইন করতে পারবেন। কিন্তু যদি আমরা ছবি Width এবং Height ঠিকমত Adjust না করি তাহলে অনেক সময় ধরুন ফেসবুকের কভার ফটোতে ঠিকমত Adjust করে না। এটা হয়ত অনেকেই ভাল লাগে না। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা ওয়েবসাইট, যেখানে আপনি অনলাইনেই ফটো রিসাইজ করার কাজ করতে পারবেন সবচে সহজ পদ্ধতিতে।

  • ওয়েবসাইটটিতে যেতে প্রথমে এখানে ক্লিক করুন।
  • তারপর নিচের Upload Your Image লেখায় ক্লিক করে একটা ছবি Upload করুন।

  • একটা ছবি Upload হল। এবার আপনার ইচ্ছামত সাইজ বাছাই করুন। এখানে বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে। অথবা আপনি Width এবং Height লেখাটায় ক্লিক করে নিজের ইচ্ছামত Custom Size করতে পারবেন। আরেকটা কথা আপনি এখানে একাধিক সাইজ একসাথে বাছাই করতে পারবেন। তারপর Crop Your Images এ ক্লিক করুন। আমি তিনটা সাইজ Select করলাম।

  • তারপর আপনি আপনার ছবির যতগুলো সাইজ Select করেছেন ডানপাশে ততগুলো সাইজের ছবি আসবে। আমি তিনটা সাইজ Select করেছিলাম তাই তিনটা সাইজ এসেছে।

  • এখানে আপনি যেকোনো ছবির উপর Edit এ ক্লিক করে  আপনি আপনার ছবি Crop করে ঠিকমত Adjust করে তারপর Confirm এ ক্লিক করুন।
  • সবশেষে Download All Cropps এ ক্লিক করে ডাউনলোড করুন। ব্যাস, কাজ শেষ। আমার মনে হয় যে কোন ছবিকে যে কোন সাইজে কনভার্ট করার এটাই সবচে সহজ পদ্ধতি। 😮

 

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই কাজ গুলো ফটোশ দিয়ে করা যায়@ ফটোশপ ছাড়া কাজ গুলো করা যায় দেখে ভালো লাগল। অনেক সময় কাজে আসবে। ধন্যবাদ আমাদের মাঝে টিপসটি শেয়ার করার জন্য।

Level 0

Bhalo Post.
FILEminimizer suite offline a je kono pic k sab cheye bhalo compress kore.

ধন্যবাদ