রিভিউঃ ইন্টেল কোর আই ৩ , আই ৫, আই ৭ এদের মধ্যে পার্থক্য কি?

আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারাকাতু।  সবাই কেমন আছেন,

এখনকার প্রায় সকল ডেক্সটপ ও ল্যাপটপের মধ্যে রয়েছে ইন্টেলের কোর আই ৩ , ৫, ৭ এর প্রসেসর। কোর আই ৩ , ৫, ৭ এদের মধ্যে ডেক্সটপ ও মোবাইল প্রসেসর রয়েছে ( ল্যাপটপের জন্য)। আমারা অনেকেই এদের সম্পর্কে জানি আবার বেশিরভাগ এদের সম্পর্কে জানি না, আবার অনেকের মধ্যে কিছু ভুল ধারনা রয়েছে এই প্রসেসর সমন্ধে তাই আজকে এদের পার্থক্য সমন্ধে আলোচনা করব।

  •  প্রসেসরগুলোকে এদের ক্লক স্পীড, ক্যাচ সাইজ, হাইপার থ্রেডিং ও টার্বোবুস্ট টেকনোলজি হিসেব করে রেটিং এবং নাম্বার দেওয়া হয়েছে।
  • অনেকের মনে হতে পারে কোর আই ৭ এ সাতটি কোর, আই ৫ এ পাঁচটি কোর এবং কোর আই ৩ তে তিনটি কোর, আসলে এই নাম্বারগুলো বোঝানো হয়েছে তাদের প্রোসেসিং পাওয়ার এর জন্য।
  • ইন্টেল প্রসেসরগুলোকে চিনহিত করা হয়েছে স্টার রেটিং এর মাধ্যমে যেমন কোর আই ৩ তিন স্টার, কোর আই ৫ চার স্টার, এবং কোর আই ৭ পাঁচ স্টার, এবং সেলেরন ও অন্যান্য এন্ট্রিলেভেল প্রসেসরগুলোকে দুই স্টার দেওয়া হয়েছে।

ডেস্কটপ ও ল্যাপটপ প্রসেসরের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে

ডেস্কটপ প্রসেসরঃ

আপনারা যদি জানতে চান যে ওভারল পারফমেন্সে কে এগিয়ে, তবে একেবারে সিম্পল উত্তর হল, কোর আই ৭ সবচেয়ে এগিয়ে, কোর আই তারপর ৫ এবং কোর আই ৩। কোর আই ৭ প্রসেসর গুলোতে চার থেকে ছয়টি কোর থাকে, কোর আই ৫ এ চারটি কোর থাকে এবং কিছু প্রসেসর ডুয়াল কোরের হয়ে থাকে, এবং কোর আই ৩ প্রসেসর গুলো ডুয়াল কোরের হয়ে থাকে।

এদের ক্যাচ এর মধ্যে অনেক ভিন্নতা রয়েছে, যেমন কোর আই ৩ এর ক্ষেত্রে ৪এমবি, কোর আই ৫ এর ক্ষেত্রে ৪-৮এমবি, এবং কোর আই সেভেন এর ক্ষেত্রে ৮-১২এমবি ক্যাচ মেমরি থাকে।

ল্যাপটপ প্রসেসরঃ

ল্যাপটপের বেলাও কোর আই ৭ সবচেয়ে এগিয়ে, কোর আই ৫ এবং কোর আই ৩।

আবার কোর আই ৭ এর অনেক মডেল রয়েছে যেগুলো ডুয়াল কোরের (এগুলো বেশি ব্যাবহৃত হয় আলট্রাবুক গুলোতে)। তাই এগুলোর পারফমেন্স অনেক কম। প্রায় কোর আই ৫ ও ৩ এর কাছাকাছি।

ল্যাপটপের কোর আই ৫ প্রসেসর গুলো হল ডুয়াল কোরের, অনেকে মনে করে যে ডেস্কটপ ও ল্যাপটপের প্রসেসর পারফমেন্স প্রায় সমান, কিন্তু এখানে জানা দরকার যে ডেস্কটপের প্রসেসরগুলো হল কোয়াড কোরের, (কিছু মডেল রয়েছে ডুয়াল কোরের) তাই ওভারল পারফমেন্স ডেস্কটপ প্রসেসরগুলো এগিয়ে রয়েছে। তাই যদি মনে করেন আপনি ল্যাপটপে একই পারফমেন্স পাবেন তবে আপনার ধারনা ভুল। এদের পারফমেন্স প্রায় কোর আই ৩ সমান, শুধু টার্বোবুস্ট টেকনোলজির কারনে এগুলো কোর আই ৩ কিছুটা এগিয়ে রয়েছে, বাকি অভারল পারফমেন্স প্রায় একই। এদের দামও প্রায় একই।

আপনারা প্রসেসর সম্পর্কে আরও তথ্য জানতে ক্লিক করুন।

https://www.facebook.com/easines (my profile)

https://www.facebook.com/onlytrue.es (like this page)

https://www.facebook.com/groups/Unemployeds.shop (fun group)

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

দারুন , ধন্যবাদ

বুঝলাম ।
ধন্যবাদ ।

Ohhh…great…go on…bro… 🙂

marattok tnkzzzzz,,,

very nice tune.

সুন্দর টিউন। টারবু বুস্ট টেকনোলোজি নিয়ে আরো বিস্তারিত লিখলে ভালো হতো। আর Core i সিরিজের প্রসেসর গুলোর প্রধান বৈশিষ্ট্য হল বিল্ট ইন গ্রাফিক্স। Gen. অনুযায়ী গ্রাফিক্সের পার্থক্য বুঝিয়ে বললে আরো বেশি উপকার হতো। অনেক ধন্যবাদ।

Level 0

thank u@মুহাম্মদ ইয়াসিন ইসলাম. all fo ur tunes are enjoyable.