কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার ছাড়াই আপনার পিসির বিস্তারিত ইনফর্মেশন জানুন

আমরা প্রায়ই বিভিন্ন ধরনের সফটওয়্যার দেখি যেগুলো পিসি সম্পর্কে বিস্তারিত ইনফর্মেশন দেয় যেমনঃ আপনার Ram, হার্ডডিস্ক, প্রসেসর এবং আরও বিভিন্ন বিষয় সম্পর্কে। কিন্তু আপনি ইচ্ছা হলে কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার না করেই এসব ইনফর্মেশন পেতে পারেন CMD এর মাধ্যমে। তাই আজকের বিষয় হচ্ছে কিভাবে কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার না করে শুধু মাত্র CMD ব্যাবহার করে আপনি আপনার পিসির সম্বন্ধে বিস্তারিত ইনফর্মেশন পেতে পারেন।

প্রথমে Start এ ক্লিক করে Run এ যেয়ে অথবা Search Box এ লিখুন cmd. তারপর cmd চালু করুন।

তারপর সেখানে টাইপ করুন 'systeminfo'. নিচের চিত্রে দেখুনঃ

তারপর Enter চাপুন। এবার Loading হতে কয়েক সেকেন্ড সময় নেবে। তারপর সেখানে আপনি আপনার পিসির বিস্তারিত সকল ইনফর্মেশন পেয়ে যাবেন।

এখানে আপনি যদি Error Message পান, তাহলে আপনাকে DCOM Server Process Launcher service Activate করতে হবে। এটা করতে, প্রথমে Start >> Control Panel >> System and Security >> Administrator Tools >> Services এ গিয়ে DCOM Server Process Launcher খুঁজে তারপর এটা Activate করে নিন। ব্যাস, হয়ে গেল।

আমার সামাজিক প্রোফাইলঃ

ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। 🙂

Level 0

dhonnobad

ফ্রি কোন pc cleaner software আছে নাকি ফুল ভার্সন ??

vai hard disk koto seta to dekhai nah

Level 0

Windows 7 এ System Information দেখতে Start এ system information টাইপ করুন এবং Enter চাপুন। তাহলেই Detail System Information দেখতে পাবেন। ধন্যবাদ 🙂

এটা তো ভাই My Computer এ Propertis এ ক্লিক করলেই দেখা যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য। 🙂

    Level 0

    @মেহেদী আল হাসান: ভাই কিছু মনে করবেন না। cmd তে Systeminfo লিখলে যে Information দেখায়, আর Start Menu তে System Information লিখে Enter করলে যে System Information দেখায় সেটার মধ্যে খুব একটা পার্থক্য নেই।এ ছাড়াও Computer Properties শুধু মাত্র Basic System Information দেখায়,(page এর সবার উপরে লিখা আছে “View basic information about your computer”) এবং System information Detailed Information দেখায়। প্রমান দেখতে চাইলে Start Menu তে System Information লিখলে System Information Program দেখতে পাবেন, সেটাতে Right Click করে Properties এ দেখতে পাবেন সবার নিচে Command Box এ লিখা আছে “Display detailed information about your computer”. আর যদি Computer Properties এ-ই সব কিছু দেওয়া থাকত! তাহলে আর এই Option আর থাকত না!… ধন্যবাদ 😐

    @মেহেদী আল হাসান: মেহেদী আল হাসান ভাই, SENAT1831 ভাইতো ঠিকই বলেছেন। My Computer এর Properties এ কখনও কি.. Details System Information দেখায়?