আপনার মুখ দেখিয়ে লগইন করুন পিসিতে

ভাই আমি নতুন টিউনার আমি টিউন করতে জানিনা তবুও চেষ্টা করলাম একটা টিউন করতে উপহাস করবেন না বরং শিখতে চাই কিভাবে টিউন করা যায়। তবুও আগে ক্ষমা চেয়ে নিলাম।

আমি আজকে যে সফটওয়্যারটির নাম বলব তা হচ্ছে rohos face logon, এটি দিয়ে আপনি আপনার ফেইস দেখিয়ে লগইন করতে পারবেন।

*অব্শ্যই ওয়েবক্যাম থাকতে হবে।

কিভাবে কাজ করে তা অনেক সহজ কোন কিছুর প্রয়োজন নেই । প্রথমে এই লিংক থেকে http://www.rohos.com/rohos_face_logon_free.exe ডাউনলোট করে নিন। তার পর ইন্সটল করুন। সফট ওয়্যাটি লাঞ্চ করুন rohos face logon নামে একটি উইনডো আসবে সেখান থেকে রেজিষ্টার ইউর ফেইজ সিলেক্ট করুন। আপনার কম্পিউটারের পাসওয়ার্ড দিন যেটা দিয়ে আপনি লগইন করেন এবার ওয়েব ক্যামেরা চালু হয়ে যাবে সেখানে আপনার ফেইজের কতগুলো ছবি তুলবে অটোমেটিক, ভালো ফলাফলের জন্য আলোর ব্যবস্থা রাখুন তারপর সাকসেসফুল ম্যাসেজ আসেলে সেভ করে ওকে দিন ব্যাস হলে গেল আপনার ফেইস রেজিষ্টার এবার ফেইস রেজিষ্টার এর ক্লিক করুন দেখুন অনেকগুলো ছবি পাওয়া যাবে সেখান খেকে ব্যাকগ্রাউন্ড ছবিগুলো সিলেক্ট করে রিমোভ করুন (বলা বাহুল্ল ব্যাকগ্রাউন্ড থাকলে ওটা দিয়েই খুলে যাবে তাই রিমোভ করতে বললাম) কেনসেল দিয়ে rohos face logon উইনডোজটি বন্ধ করুন এবার  উইনজোজ কী + এল চাপুন এবার দেখুন আপনার ওয়েবক্যাম চালু হয়েছে আপনার ফেইস ডিটেক্ট করছে যদি মিলে যায় তা হলে লগইন হবে। তা না হলে সমস্যা নাই আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ও লগইন হতে পারবেন ধন্যবাদ। আমি  উইডোজ 7 এ চালাই। এক্সপিতে ও হবে।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া এসব ফালতু জিনিস. আমি ১ বসর আগে ব্যবহার করেছিলাম. আমি সেভ করে ছবি দিয়েছিলাম কিন্তি একটু দাড়ি গজাতেই আমাকে আর চিনতে পারছে না তাই লাপটপ ও অন হচ্ছিলো না! কি মস্কিল ই পরেছিলাম পরে আবার ৭ দিয়ে ঠিক করেছিলাম. তবে টিউন টা সুন্দর হয়েছে.

Level 0

মনে আফসোস নাই কারন একটা কমেন্ট তো পেলাম আপনার কাছ থেকে ধন্যবাদ। উৎসাহ দেওয়ার জন্য।

টিউন টা খারাপ না।

Level 0

chalie jan nice tune..

Level 0

ধন্যবাদ দেওয়া যায় ।

Level 0

সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

ভাই ব্যাকগ্রাউন্ড ছবিগুলা কিভাবে রিমুভ করব?

Level 2

চালিয়ে যান সাথে আছি