দেখে নিন আপনার পিসির জন্য কোনটি নিবেন? 32 না 64 বিট

অপারেটিং সিস্টেম নিয়ে টেকটিউনসে আগেও একটি টিউন করেছিলাম। এবার গুগলে সার্চ করে 32 ও 64 বিট সম্পর্কে কিছু তথ্য পেয়েছি সে গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি।

1। 64 বিট হলো 32 বিটের তুলনায় অত্যধিক ওয়াইড এবং কার্যকরী। 32 বিট অপারেটিং সিস্টেম দিয়ে আপনি সব্বোচ্চ 4 গিগাবাইট র‌্যাম হ্যান্ডেল করাতে পারবেন। তবে কোন কোন সময় তিন, সাড়ে তিন গিগার বেশি র‌্যাম হ্যান্ডেল করানো যায় না। আর 64 বিট দিয়ে 128 গিগাবাইট র‌্যাম হ্যান্ডেল করানো যাবে যা এখনো প্রায় কল্পনার বাহিরে।

2। যেহেতু 32 বিট অপারেটিং সিস্টেমের ক্ষমতা 4 গিগাবাইটের ভেতরে সীমাবদ্ধ তাই এর পরিচালন ক্ষমতা ও অনেক কম। তাই আপনার পিসি যতই উন্নত কনফিগারেশনের হোক না কেন, বড় কোন প্রোগ্রাম যেমন ফটোশপ ও ভিডিও এডিটর এগুলো ভালভাবে কাজ করবে না এবং যখন তখন ক্রাশ হয়ে ও যেতে পারে।

3। 64 বিট অপারেটিং সিস্টেম 32 বিটের চেয়ে অধিক সুরক্ষিত এবং এতে কোন ড্রাইভার ইন্সটল করতে হলে মাইক্রোসফট এর দেয়া ডিজিটাল সাইন ব্যবহার করতে হয়। যদি ওই ড্রাইভারে ডিজিটাল সাইন না থাকে তাহলে ইন্সটল করার সময় ওয়ার্নিং দেখবে।

4। অধিক ওয়াইড হওয়ার কারণে 64 বিট অপারেটিং সিস্টেম ইচ্ছেমত বড় মনিটরে হাই রেজুলেশনে ব্যবহার করতে পারবেন কিন্তু 32 বিটে রেজুলেশন যতই বেশি হবে স্পীড তত কম হবে।

5। 64 বিট অত্যধিক ওয়াইড এজন্য এই অপারেটিং সিস্টেম কিংবা এর প্রোগ্রামগুলো খুব ফাস্ট এবং দ্রুততার সাথে কাজ করে। যেহেতু প্রতিটি প্রোগ্রাম ইচ্ছেমত সিপিইউ ও র‌্যাম ব্যবহার করার সুযোগ পায় তাই বড় ধরণের কোন কাজ করলেও প্রোগ্রাম ক্রাশ হবার সম্ভাবনা অনেক কম।

6। প্রতিটি সফটওয়্যার রান করাতে হলে দুটি জিনিষের প্রয়োজন হয়। প্রসেসর ও অপারেটিং সিস্টেম। প্রসেসর হলো মেশিন আর অপারেটিং সিস্টেম হল সেই মেশিনের অপারেটর। তাই এই মেশিন ও অপারেটর এর ক্ষমতার চেয়ে বড় কিছু তারা করতে পারবে না। তাই আপনি 64 বিট সফটওয়্যার 32 বিটের অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন না।


আপনার র‌্যাম 8 গিগাবাইট এবং অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয় তাহলে আপনার 4 গিগাবাইটের বেশি র‌্যাম নিঃসন্দেহে অকার্যকর অবস্থায় পড়ে আছে। আপনি যত বড় এবং যত বেশি সফটওয়্যার একসাথে রান করান না কেন কোনভাইবেই বাকি 4 গিগাবাইট কার্যকর করতে পারবেন না 64 বিট ব্যবহার ছাড়া।

64 বিটের (মানে বড় ধরণের) কোন প্রোগ্রাম 32 বিট (সঙ্কীর্ণ ) অপারেটিং সিস্টেমে রান করাতে পারবেন না তাই Adobe Creative Suite CS6 Master Collection বা এ ধরণের প্রোগ্রামগুলো ব্যবহার করার ইচ্ছা আপনাকে বাতিল করতে হবে। কিন্তু 32 বিট প্রোগ্রামগুলো 64 বিটে ইচ্ছেমত রান করাতে পারবেন কোন সমস্যা ছাড়া। তাই বর্তমান সময়ের অধিকাংশ প্রোগ্রামগুলো 32 বিটের।

64 বিট অপারেটিং সিস্টেমের জন্য সর্বনিম্ন 1 গিগা মেমরি এবং 64 বিট প্রসেসর থাকতে হয় তাই 32 বিট প্রসেসর কিংবা 1 গিগাবাইট এর কম র‌্যম হলে 64 বিট ব্যবহার করতে পারবেন না।

আপনার কম্পিউটারটি যদি নেটবুক হয় তাহলে 32 বিটই ব্যবহার করুন। কারণ নেটবুকের মনিটর ছোট এবং এর হার্ডওয়্যারগুলোর ক্ষমতা অত্যন্ত কম। তাই 64 বিট ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়তে পারেন।

প্রসেসর যদি 64 বিট হয় তাহলে 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। কারণ যথেষ্ট ক্ষমতা আছে কিন্তু কেন কাজে লাগাতে যাবেন না।

আজ এখানেই। ভালো-মন্দ কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।

আমাকে ফেসবুকে পেতে হলে http://facebook.com/sbinashiq

Level 0

আমি Saifur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Onek kichu janlam.thanks.

Level New

ধন্যবাদ । কিন্তু আমি । আরো বিস্তারিত জানতে চাই ।তা কিভাবে সম্ভব ।

Level 0

ভাইয়া এই সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ । আমি আমার ডেক্সটপ এ 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করি । কিন্তু আমার ল্যাপটপ এ কোনটা চালাবো বুঝতে পারতেছিনা। আমার ল্যাপটপের স্পেসিফিকেশন টা দিলাম , আমার ল্যাপটপ এর জন্য কোনটা ভালো হবে একটু বলবেন ।
Notebook: Acer Aspire 4253-E352G50Mnkk
Processor: AMD E-Series E-350(64 bit supported)
Ram: 2GB DDR3
Graphics Adapter: AMD Radeon HD 6310

    @shaonsr:
    Windows 7/8 64 বিট দিতে পারেন। তবে এসার এর ওয়েবসাইটে গিয়ে দেখে নিলে ভাল হয় তারা কোন অপারেটিং সিস্টেম Recommend করে।

    Level New

    @shaonsr: 64 bit

চমৎকার

Level 0

khub valo tune. onek kisu janlam……thanks bro

operating system 32 na 64 use korsi ata bujhbo kivabe? jodi 32 bit hoy tahole 64 bit ar OS collect korbo kivabe?
low configuration ar pc te ki 64 bit OS chalano jabe?
Ex. processor: intel celeron 1.7 GHz
ram: 512
graphics: nvidia 64 bit

Saifur Rahman -ভাই … আমি যদি ৬৪ বিট ব্যবহার করি তাহলে কী যেকোন ৩২ বিট এর সফটওয়্যার ব্যবহার করতে পারবো …. ১০০% নিশ্চিত হয়ে বলবেন প্লিজ…….

আমার কম্পিউটার এর কনফিগারেশন
Processor: Intel(R) Pentium(R) CPU G620 @2.60GHZ 2.60 GHz
Installed memory (RAM): 3.00 GB (2.72 GB usable)
System type: 32-bit Operating System, x64-based processor

আমি কি ৬৪ বিট অপারেটিং সিস্টেম ব্যাবহার করতে পারব ???

সুন্দর ! সুন্দর ! সুন্দর !!!!অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

আমার ল্যাপটপ এর কনফিগারশন নিম্নরুপ। আমার জন্য কোনটি ভালো হবে। দয়া করে advice দিবেন।
Processor : Celeron(R) Dual-Core CPU
T3000 @ 1.80GHz 1.79 GHz
Installed memory (RAM): 2 GB

Thank you for good thinks for us.

Level 0

porcessor কত বিটের এই রিডিং কোথায় পাব?ইন্টেল core 2 duo e7400 _2.80 GHz?

    @S Rahman:
    রানে গিয়ে cmd লিখে এন্টার দিন। তারপর কালো উইন্ডোতে systeminfo লিখে এন্টার দিন। কম্পিউটারের বিস্তারিত তথ্য হাজির হয়ে যাবে।

Level 0

64/32 bit processor kivabe bujhbo???? amr processor core 2 due 2.4 ghz eita ki 64 bit??????

Level 0

ami kivabe bujbo, amar processor koto bit er?

    @rahat_slm:
    রানে গিয়ে cmd লিখে এন্টার দিন। তারপর কালো উইন্ডোতে systeminfo লিখে এন্টার দিন। কম্পিউটারের বিস্তারিত তথ্য হাজির হয়ে যাবে। সম্পুর্ণ পড়লে দেখতে পারবেন। অথবা সার্চে লিখুন system information তারপর দেখেন অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয়, তাহলে x64 based processor দেখাবে। আর যদি অপারেটিং সিস্টেম 64 বিট হয় তাহলে আর জানার কোন প্রয়োজন নাই, কারণ আপনার প্রসেসর 64 বিট

Level 0

ধন্যবাদ আপানর টিউনের জন্য । আমার pc দেখাচ্ছে system type : X86-based pc. এটি কি ৩২ বিট? একটু জানাবন ।

    Level 0

    @nejacinize: জি ভাই, X86 -based ই হল = ৩২ বিট।

ভালো লাগলো . চালিয়ে যান।

Level 0

আমিও ৬৪ বিট ব্যবহার করি। ৩২ বিটের প্রায় সব সফটওয়্যার গুলো ৬৪ বিটে রান করে। তবে ৬৪ বিটের ব্লাক স্ক্রিন এর ব্যাপার একটু কষ্ট দেয়।

    @laabib: আমার জানামতে শুধু উইন্ডোজ 8 এ ব্লাক স্ক্রীন আসে। 7 এ নয়।

      Level 0

      @Saifur Rahman: windows -7 এ ৬৪ বিটে শুধু মাত্র ব্ল্যাক স্ক্রীনের সমস্যা করে। আপনি গুগল সার্চ করে দেখতে পারেন।

প্রসেসর ৩২ বিট না ৬৪ বিট বুঝবো কিভাবে ? আর আমি উইন্ডোজ ৮ ব্যবহার করি ৩২ বিট। ৬৪ বিট ব্যবহার করলে ব্ল্যাক স্কীন আসে এই কথাটা বুঝলাম না।
আমার ২জিবি র‍্যাম। এবং ডুয়াল কোর ২.৭০ প্রসেসর।
ব্যবহার করলে কোন সমস্যা হবে ?
আপনার উত্তরের ভিত্তিতে ৬৪ বিট ইউজ করবো।

    @এম,এইচ সজিব: রানে গিয়ে cmd লিখে এন্টার দিন। তারপর কালো উইন্ডোতে systeminfo লিখে এন্টার দিন। কম্পিউটারের বিস্তারিত তথ্য হাজির হয়ে যাবে। সম্পুর্ণ পড়লে দেখতে পারবেন। অথবা সার্চে লিখুন system information তারপর দেখেন অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয়, তাহলে x64 based processor দেখাবে। আর যদি অপারেটিং সিস্টেম 64 বিট হয় তাহলে আর জানার কোন প্রয়োজন নাই, কারণ আপনার প্রসেসর 64 বিট। 64 বিট ব্যবহার করলে কোন সমস্যা হবে না আশা করি।

    Level New

    @এম,এইচ সজিব:
    Open Performance Information and Tools by clicking the Start button , clicking Control Panel, clicking System and Maintenance, and then clicking Performance Information and Tools.

    Click View and print details.

    In the System section, you can see what type of operating system you’re currently running under System type. Under 64-bit capable, you can see whether you can run a 64-bit version of Windows. (If your computer is already running a 64-bit version of Windows, you won’t see the 64-bit capable listing.)

Saifur Rahman & Saif Precio:
ধন্যবাদ ভাই। আপনাদের কমেন্ট এর জন্য। আমার প্রসেসর ৬৪ বিটের।
আমাকে দয়া করে বলবেন ব্ল্যাক স্কিন কি? এটা কি ৬৪ বিট ইউজ করলে নিশ্চিত আসবেই।

    Level 0

    @এম,এইচ সজিব: ব্ল্যাক স্কীন হল ডেস্কটপ এ ওয়ালপেপার পরিবর্তন হয়ে শুধু কালো হয়ে যায়। তবে আপনি ওয়ালপেপার সেট করলে আবার ঠিক হয়ে যাবে।

      Level 0

      @laabib: কপি রাইট করা গুলো অর্থাৎ জেনুইন উইন্ডোস না হলে এমন টি হয়।আমি কয়েকটি ভার্সন ব্যবহার করে এমন সমস্যায় পরেছি। ব্ল্যাক স্কীন সমস্যার কারণে কম্পিউটার কাজের বা স্পিড এর কোনো হেরফের হয়না।

Level 2

32 ke kivabe 64 bit kora jai

    @Tarek: যায় না। ড্রাইভ ফরম্যাট করে নতূন করে 64 বিট ইন্সটল করতে হয়।

Level 2

thanks

আমি উইন্ডোজ ৮ প্রো ৬৪ বিট ব্যাবহার করছি । কিন্তু এখন সমস্যা হল , মাঝে মাঝে
ব্লু স্ক্রীন এ wathdog-violation দেখায় এবং কম্পিউটার রিস্টার্ট করে , এই সমস্যা থেকে মুক্তির উপায় কারও জানা আছে?
তাহলে অবশ্যই জানাবেন , খুবই উপকৃত হব…।

Level 0

ওয়ালটন প্রিমোতে Jellybean 4.1.1 install করতে চান ? তাহলে এখানে যান :
http://forum.xda-developers.com/showthread.php?t=1788936
আছে আরও অনেক custom rom collection.

64 bit opareting use korle obossoi 2gb ram taktei hobe,,na hole pc hang korbe.

Level 0

ভাই windos xp তে কি 64 আছে না নাই ।আমার কম্পিউটার এ আমি 32 বিট ব্যবহার করি আমি কি আমার কম্পিউটার এ xp দেওয়ার ম্যাধমে 64 বিট পারব ।অথবা কিভাবে আমি আমার কম্পিউটার এ 64 বিট করব দয়া করে কেউ বলবেন কি?

আমার processor টা AMD FX 4100 @3.60Ghz,12mb cahce,
system info তে গেলে x64 Family 21 model 1 stepping 2 AuthenticAMD এটা দেখায়
আমার process কি ৬৪ বিট processor

Thanks for share

informative tune.keep it up

Thanks much much much……..

Level 2

ভাল লাগল

Level New

ধন্যবাদ !! অনেক তথ্যবহুল একটি টিউন করলেন। এইরকম টিউন আজকাল কম দেখা যায়। গ্রাফিক্স এর ক্ষেত্রে বা লো/হাই রেজুলেসান ছবির উপর কাজ করার ক্ষেত্রে ৩২ আর ৬২ বিট এর কোনো প্রভাব আছে কিনা বা ছবির কোনো তারতম্য ঘটেকিনা দয়াকরে জানাবেন।