উইনডোজ ৮ এর সুবিধা সমুহ

এপল এর ইউজার রা বেশ মজা পান ইউজ করে। কারন এপল সবসময় ই বেশ ক্রিয়েটিভ আর মজার। মাইক্রোসফট এখন সেই কাজ টাই করেছে উইন ডোজ ৮ এ। তাই এখন ট্যাবলেট স্টাইল ইন্টারফেস ।

আমি এখানে প্রধান কিছু সুবিধার  কথা তুলে ধরছি।

আপ্লিকেশন্স এর নতুন ভুবনঃ

আপনি হাজারো ট্যাবলেট স্টাইল আপ্লিকেশনস এর এক্সেস পাবেন, যার অনেক গুলোই ফ্রি। এই আপ্লিকেশনস গুলো ফুল স্ক্রিন, টাচ ফ্রেন্ডলি আর ওয়েব কানেকটেড।

দ্রুত স্টার্ট আপঃ 

খুব দ্রত স্টার্ট নেয়,( এমন কি যদি তুলনা করা হয়, এপল এর নতুন ডেস্কটপ অপারেটিং সিস্টেম এর চেয়েও দ্রুত)  পিসি আগের চেয়েও দ্রত চলবে এবং ব্যাটারি লাইফ সেইভ করবে।

স্কাই ড্রাইভ ইনটেগ্রেশনঃ

মাইক্রসফট এর ক্লাউড সার্ভিস এখন অনেক উন্নত। স্কাই ড্রাইভ কে এখন লোকাল ড্রাইভ এর মত ব্যাবহার করা যাবে। এটা পিসি সেটিংস এর বেক আপ রাখবে।

 উন্নত সিকিউরিটিঃ

অপারেটিং সিস্টেম লোড হওয়া বন্ধ করবে যদি পাবলিশার (যেমন মাইক্রোসফট) দ্বারা সাইন করা না থাকে।

আরো আছে প্রথম শ্রেণীর টাচ ইনপুট, অনেক ক্ষেত্রে এপল এর আই পেড চেয়েও ভালো।

যারা এই মেট্রো স্টাইল এর উইনডোজ ৮ আপগ্রেড করে ফেলেছেন - আপনাদের মতামত দিন। এর ফলে যারা এখনো চিন্তা ভাবনা করছেন, একটি সিদ্ধান্ত নিতে পারবেন। কারন উইনডোজ ৮ ব্যাবহার এর লাভ যেমন অনেকেই আমরা শুনছি , তেমনি এর সাইড ইফেক্ট বা প্রবলেম গুলির কথাও ( যার অনেক টুকু ই হয়তো গুজব)। তবে প্রধান একটি অসুবিধা হলো স্টার্ট আপ স্ক্রিন এ "টাচ ডিজাইন সিস্টেম" এর ব্যাবহার। অভ্যস্ত হতে কিছু দিন সময় লাগতে পারে। তবে কি বোর্ড মাউস এ থাকা যাবে আগের মত।

সবাই কে ধন্যবাদ।

ভালো থাকবেন।

Level 0

আমি Hassan Tanvir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি oDesk এ কাজ করি। Next Future নামে outsourcing এর নিজের একটা ছোট ফার্ম আছে চট্টগ্রাম এর খুলশি তে। আমি একজন Net person+ Tech person.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া আমার ল্যাপটপ এ যদি windows8 দেই তাহলেকি ল্যাপটপ এর মাদারবোর্ড এর সফটওয়্যার ইন্সটল করতে হবে।

    Level 0

    @mhasan31: na windows8 a kono মাদারবোর্ড সফটওয়্যার ইন্সটল করতে হবে na ..khale akbar update daben bas ho a jabe

ভালোই লাগছে জানালা এইট এ । খালি এভাস্ট চালাতে পারছি না বলে দুঃখ হচ্ছে 🙁

ভালোতো আমারও লাগছে জানালা৮ কিন্তু কিছু কিছু সাইট থেকে (মুভি/গান) ডাউনলোড করা যাচ্ছে না অথচ জানালা৭ এ ঠিকই যেত সমস্যাটি কি একটু কি কেউ সাহায্য করবেন।

Vai amar windows 8 Pro version er Kti valo Activator lagbe . Just Activator kaj korchhe na bolei ami Windows 8 e laf dite partesi na . Apnar kachhe jodi activator thake tobe plz share korben .
Facebook : https://www.facebook.com/arifhossainmunna01

Level 0

windows 8 Pro version er Kti valo Activator এখান থেকে ডাউনলোড করতে পারবেন।http://free-soft24.blogspot.com/।আমি ওখান থেকে ডাউনলোড করে windows 8 Pro ‍n active করেছি ।সকল ফাংশন active রয়েছে।ভালো থাকবেন।

আচ্ছা, আমার প্রসেসর পেন্টিয়াম ৪, র‍্যাম ২জিবি। এক্সপি ইউজার।
জানালা সেভেন দিলে কিছুটা স্লো হয়ে যায়। প্রশ্ন হল, জানালা ৮ ব্যবহার করলেও কি একই সমস্যা হবে?

Level 0

দয়া করে আমাকে সাহায্য করুন…আমি আমার SYMPHONY W10 দিয়ে PC তে ইন্টারনেট সংযোগ করতে পারছিনা । PC SUITE দিয়েও কাজ হচ্চেনা।

Level 0

দয়া করে আমাকে সাহায্য করুন…আমি আমার SYMPHONY W10 দিয়ে PC তে ইন্টারনেট সংযোগ করতে পারছিনা । PC SUITE দিয়েও কাজ হচ্ছেনা ।

নীলাকাশ (আপনি কি আরিফ নাকি?) কিছুটা স্লো হবেই। ৪ এর জন্য এক্স পি ঠিক আছে।

    @হাসান তানভীর: জ্বি ভাই, আমি আরিফ।
    আর, উইন্ডোজের নতুন লুক দেখেতো এক্সপি ভাল্লাগেনা। এবার প্রসেসরটাই বুঝি চেঞ্জ করতে হবে 🙁

খালিদ ভাই কি বাশি তে সুর দিচ্ছেন নাকি?? কোন সাইট থেকে হচ্ছে না?? হবার তো কথা।

হুম জানালা ৮ আসলেই ভাল একটি অপারেটিং সিষ্টেম কিছু দিন ইউজ করেছিলাম।
আপনাকে স্বাগতম টিটির টিউন পরিবারে এবং টিউনের জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আতাউর ভাই। হ্যাঁ। যোগ দিয়ে দিলাম আপনাদের সাথে। আচ্ছা আপনি ইউজ করা বন্ধ করলন কেনো? কোন সমস্যা হয়েছিলো? শেয়ার করবেন।

সামিম ভাই আপনি আপনার অপারেটর এর সাথে কথা বলুন। আশা করি হয়ে যাবে।

৮ নং জানালা খোলা হল। হারাধন (মাইক্রোসফট) এর আর জানালা কয়টা বাকি কে জানে…:P

আমার কাছে খুবই ভাল লাগছে Windows-8। আপনি যে গুলো লিখেছেন খুবই সামান্ন। আরো অনেক গুলো সুবিধা আছে সময় ও সাহস করতে পারছি না নতুবা একটি টিউন করার ইচ্ছা ছিল।

হুম জানালা ৮ ব্যাবহার করে ভাল আছি । আমি এতে ESET অ্যান্টিভাইরাস ও ব্যাবহার করছি । কিন্তু উপরে একজন বললেন এতে অ্যান্টিভাইরাস লাগে না । আসলেই কি সত্যি ? জানালা ৮ এর এই বিষয় টা নিয়ে একটু চিন্তিত । অ্যান্টিভাইরাস ছাড়া ভয় লাগে । ভাইগন একটু বুঝিয়ে বলবেন কি ?

সময়ের অভাবেই বড় করে করতে পারিনি। যাই হোক এখানে তো অন্তত কিছু – ২/৩ সুবিধার কথা বলতে পারেন রুহুল আমিন। আশা করি এর জন্য সময় বের করতে পারবেন।

ধন্যবাদ

Level 0

8 really rocks…………….ami akta activator diye active koreci……..but amar ak fnd er pc te active korte .net framework 3.5 ask kore………kew ki amake akta working activator dite parben???plz………………

BeingSajal – আপনি এই লিঙ্ক থেকে চেক করতে পারেন। তবে রেজ। করতে হবে।

BeingSajal – আপনি এই লিঙ্ক থেকে চেক করতে পারেন। তবে রেজ। করতে হবে। http://7pmtech.com/topic/2189-activate-win8-via-kms-working-12-12-2012-updatedsupportprowmc-permanent-activation-added/

Anti Virus – include করা হয়েছে windows 8 এ। তবে চাইলে অন্য Anti Virus use করা যাবে।

tnks..for post , valo laglo
kintu vai ami windows 7 niyeai satisfied

You are wel come avijitsarkar. হ্যাঁ। আসলে যারা সেভেন ইউজ করে – তারা কিন্তু বেশ সেটিস্ফাইড। সেকারনেই পোস্ট টি দেয়া – যে আমাদের এইট এ যাওয়া উচিত কিনা – ভালো/মন্দ ইত্যাদি। যেমন অনেকের পি সি স্টার্ট কুইক লি নেবে – এটা অনেকের জন্য একটা বড় সুবিধা।

একটা প্রব্লেম হল – skype (যখন আপনি microfost এর সাথে integratjion করবেন skype ac) তে file transfer করতে পারবেন না। তার জন্য skype desktop থেকে ই ব্যাবহার করতে হবে।

Level New

W8 er Major Update Lagbe ta na holey Return korsi na W8 a. W7 Ultimate x64 SP1 superb chole. Graphics er kisu problem kore W8 a. Tobe design khub valo:)

Thanks……..

আমি বেশ কিছু দিন ধরে জানালা ৮ প্রো ব্যাবহার করছি ।। অনেক মজা লাগে ।। বিশেষ করে স্টাট মেনু এবং লক স্কিন স্টাটআপ স্কিন