প্রাণহানী ছাড়াই কম্পিউটার ধ্বংস করবে মিসাইল!

যাত্রীবাহী আমেরিকান প্লেন নির্মাতা বোয়িংয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন বিস্তীর্ণ এলাকার কম্পিউটার নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম মিসাইল। মিসাইলটি হতাহতের ঘটনা না ঘটালেও উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভের দ্বারা নির্ধারিত এলাকায় কম্পিউটারগুলো নষ্ট করে দেবে। এতে সেখানকার কম্পিউটারের সব তথ্য নষ্ট হয়ে যাবে; এমনকি ক্যামেরার ভিডিও ফুটেজও কাজ করবে না। খবর ইয়াহু নিউজ-এর।

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের মরুভ‚মিতে বিজ্ঞানীরা এ নিয়ে সফল গবেষণা করেছেন। স্থানটিতে হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভ অ্যাডভান্সড মিসাইল প্রজেক্ট (চ্যাম্প) নিয়ে গবেষণা করা হয়। রকেটটির মাইক্রোওয়েভের ফলে নিকটবর্তী কম্পিউটারগুলো স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। এমনটি ক্যামেরায় রেকর্ডিংও বন্ধ হয়ে যায়।

চ্যাম্প প্রোগ্রাম ম্যানেজার কিথ কোলিম্যান বলেছেন, এ প্রযুক্তি আধুনিক যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হবে।

ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহারে শত্রু পক্ষের ঘরের ভেতর থাকা কম্পিউটারের তথ্য ব্যবস্থা নিষ্ক্রিয় করা সম্ভব হবে। তবে বোয়িং পরীক্ষামূলক গবেষণাটি সম্পর্কে তথ্য প্রকাশ করলেও মিসাইলটি তৈরির প্রযুক্তি গোপন রাখা হয়েছে।

২৪ মিলিয়ন পাউন্ড ব্যয়ে মিসাইলটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

সুত্রঃ http://tech.bdnews24.com/details.php?shownewsid=4504

Level 0

আমি babul_worldnet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Khub valo lalo. 1t informative post. Thanks.
http://techquakes.tk