noteCounter একটা কাজের সফটওয়ার- ডাউনলোড লিংকসহ !

ধরেন, আপনার কাছে ১০০০, ৫০০, ১০০ সহ বিভিন্ন মানের টাকার বান্ডিল আছে। এখন আপনি হিসাব করতে চাচ্ছেন যে আপনার কাছে মোট কত টাকা আছে। সাধারণ ক্ষেত্রে যা করতে হয় তা হলো আপনাকে বিভিন্ন মানের নোটগুলো গুনে মোট নোট সংখ্যার সাথে নোটের মান গুন করে ক্যালকুলেটরে যোগ করতে হবে যাতে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং এটাতে অনেকটা সময় ব্যয় করতে হবে।

কিন্তু NoteCounter নামের software টি আপনাকে সাহায্য করতে পারে খুব দ্রুত মোট টাকার পরিমাণ বের করতে। আপনার ১০০০ টাকার নোট কতটি আছে্ তা ১০০০ টাকার বক্সে input দিন, ৫০০ টাকার কতটি আছে তা ৫০০ টাকার বক্সে input দিন এভাবে প্রয়োজন মত input দেন। তারপর calculate button এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাছে মোট কত টাকা আছে! এছাড়া আপনি মোট টাকার সাথে আরো amount যোগ, বিয়োগ, গুন, ভাগ করতে পারবেন।

এটি আপনি আপনার নিজের কাজে, অফিস, ব্যাংক এবং সহ সব ধরনের দোকানে ব্যাবহার করতে পারবেন যেখানে  কম্পিউটার আছে।

এটা আমার তৈরী একটা সফটওয়ার। ডাউনলোড করতে এই লিংকে যান :

http://www.mediafire.com/?psluiacs0ht7r7r

যোগাযোগ করতে হলেঃ

ইমেইলঃ [email protected]

Level 0

আমি ফেরদৌস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

good………

KAJER JINISH………..DHONNOBAD

aoto taka nai.

    @mr.simpleman:
    বলা তো যায়না, দেখা গেল আপনি লোটারিতে ১ কোটি টাকা পেয়ে গেলেন! তখন তো টাকাগুলো গুনতে হবে তাই না। কিছু মনে করবেন না মজা করলাম। যারা ব্যবসা করে বা ব্যাংকে, সুপার মার্কেটে এটা খুব কাজের হতে পারে।

Level 0

eto taka koi pabo????

    @saifa liza:
    দেখা গেল আপনি লোটারিতে ১ কোটি টাকা পেয়ে গেলেন! তখন এটা কাজে লাগতে পারে। কিছু মনে করবেন না মজা করলাম। যারা ব্যবসা করে বা ব্যাংকে, সুপার মার্কেটে এটা খুব কাজের হতে পারে।

ধন্যবাদ শেয়ার করার জন্য

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। এটা আমার কাজে লাগবে। 🙂 🙂

কাজের জিনিশ। ধন্যবাদ।

Level 0

ভাল জিনিস।

No work in Windows7 os 64 bit.

Level 0

প্রিয় বন্ধু, আপনি কাজের টিউন শেয়ার করেছেন……………..আরও এই ধরনের টিউন আশা করি…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 2

vhi ata to kaj kore na????????????..link valo kore din…………

Level 0

ভাইয়া আমার আই soft টা অনেক বেশী দরকার ছিল কিন্তু আমি xp 64 bit এ কাজ করছে না…।
আমে NET 4.0 install করছে।।but কাজ করা না…waiting for updet..
best of luck

    @Soykot:
    ভাই দুঃখিত, এইটার setup file এখনও তৈরী করা হয়নি। আপনি কয়েকদিন অপেক্ষা করুন। ধন্যবাদ ।

দুঃখিত, যাদের ক্ষেত্রে সফটওয়ারটা কাজ করছেনা তাদের বলছি, আপনি যদি windows7 ব্যবহার করেন তাহলে এই সফটওয়ারটা চালাতে .NET Framework Version 4.0 এই সফটওয়ারটা install এর প্রয়োজন হতে পারে ।
আসলে আমি এইটা windows8 এর জন্য করেছি। আমি এইটা নিয়ে আরো কাজ করছি যাতে Windows7, Xp সহ সব Operating System এ এইটা চলে কোনো additional soft installing ছাড়া।update পাওয়ার জন্য সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।