
সবাইকে সালাম এবং শুভেচ্ছা । আশাকরি সবাই ভাল আছেন । আজকে আপনাদের একটি মজার সফটওয়্যার দিব । আশাকরি বেশ মজা হবে | ধরুন কিছু তেলাপোকা বা মাছি কিংবা লেডিবাগ জাতীয় পতঙ্গকে আপনার ডেস্কটপের মধ্যে ঘুরঘুর করতে দেখলেন । এগুলো আপনার মনিটরের মধ্যে অনবরত চলাফেরা করছে , খাবার তুলে খাচ্ছে । এসব দেখে অবাক হবার কিছু নেই । আপনি সত্যিই আপনার কম্পিউটারের মধ্যে এসব পতঙ্গের আনাগোনা সৃষ্টি করতে পারবেন । এসব সম্ভব কিছু সফটওয়্যারের মাধ্যমে । সেসব সফটওয়্যারগুলোই আজ আপনাদের সামনে উপস্থাপন করব ।
Fly on desktop এমন একটি সফটওয়্যার যা রান করলে আপনার মনিটরে মাছি চলাফেরা করবে । মাছিগুলো দেখতে বাস্তবের মত দেখতে । তবে সফটওয়্যারটির মাছিগুলো উড়ে বেড়ায় না । এটি আমাকে নিরাশ করেছে । স্ক্রিনশট দেখে নিন :
সফটওয়্যারটি প্রায় একই রকম কাজের । শুধু মাছির জায়গায় তেলাপোকা চলাচল করবে । (এটি দিয়ে ছোটদের কিংবা মেয়েদের বেশ ভয় দেখানো যাবে । যেহেতু তেলাপোকা দেখে সাধারণত এরাই শেী ভয় পায় ।)
এবার আসুন লেডিবাগের জগতে । সফটওয়্যারটি রান করালে নানা রঙের লেডিবাগের আনাগোনা দেখা যাবে মনিটরের ভেতরে ।
আমি হাসনাত আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পর্কে বলার কিছু নাই। আমি সাদামাটা মানুষ, ডাল ভাত খাই আর সোজা পথে চলি...।।
আসলে স্কিন সর্ট দেয়ার ইছাছা ছিল। কিন্তু নেটের যা স্পিড। তাতে ইচ্ছা থলেও সম্ভব হল না। সটওয়্যার গুলোর সাইজ খুব ছোটো। আর মজার……।।