চেইন টিউনের ঘোষণা গাইডলাইন

টেকটিউনস টিউনার হিসেবে চেইন টিউন প্রকাশ করতে বিশেষ ওয়ার্ক-ফ্লো রয়েছে।

টেকটিউনস টিউনার হিসেবে চেইন টিউন প্রকাশ করতে প্রথমত আপনাকে চেইন টিউনের সকল পর্বের 'টিউন সোর্স' সহ অ্যাসাইন করা হয়।

টেকটিউনস টিউনার হিসেবে চেইন টিউন প্রকাশ করতে ওয়ার্ক-ফ্লো এর প্রথম ধাপে আপনাকে সকল পর্বের টিউন সোর্স গুলো অবজার্ভ করতে হয় এবং চেইন টিউন এর ঘোষণা টিউনের আউটলাইন গাইডলাইন এর ফরমেটে চেইন টিউনের ঘোষণা তৈরি করতে হয়।

গাইডলাইনে যেমন ভাবে চেইন টিউনটিতে কী কী থাকবে? কেন থাকবে? এই চেইন টিউন থেকে টিউডার কী কী উপকার পাবে ইত্যাদি বর্ণণা করা হয়েছে ঠিক সে একই ভাবে আপনাকে অ্যাসাইন করা চেইন টিউনের সকল পর্বের টিউন সোর্স গুলো অবজার্ভ করতে হয় এবং চেইন টিউন এর ঘোষণা টিউনের আউটলাইন এর ফরমেটে চেইন টিউনের ঘোষণা তৈরি করতে হয়।

গাইডলাইনে যেমন ভাবে H2 হেডিং আকারে টিউনের বিষয়বস্তু গুলো ভাগ করে করা হয়েছে ঠিক সেভাবে H2 হেডিং দিয়ে ভাগ করে চেইন টিউনের ঘোষণা টিউনটি তৈরি করতে হয়।

গাইডলাইনে যেমন ভাবে প্রতিটি H2 হেডিং এর অধীনে প্রাসঙ্গিক ছবি রয়েছে। ঠিক সেভাবে প্রতিটি H2 হেডিং এর অধীনে টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইনটিউনে সঠিক রেজুলেশন ও সঠিক ডাইমেনশন এর ইমেইজ গাইডলাইন অনুযায়ী প্রাসঙ্গিক ছবি যোগ করতে হয়।

সেই সাথে টিউনে প্রাসঙ্গিক টিউন বিভাগ ও ৩ টি বাংলা ট্যাগ যোগ করতে হয়।