আসুন জানি – বায়োগ্রাফি ও ফিল্মোগ্রাফি

শুরু করছি আমার বাংলা ব্লগিং-এ নতুন একটি অধ্যায়। অধ্যায় এই জন্যই, আমি মিশ্রপ্রকারের পোষ্ট দিয়ে থাকি। যখন যেটার ইচ্ছে হয়, তখন সেটাই দিই। ইদানিং হালকা এট্টু-আট্টু টেকি পোষ্ট দিচ্ছি। আজ শুরু করছি নতুন আরেকটি ধারাবাহিক, যদি আপনাদের পছন্দ হয়। আমার প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে "বায়োগ্রাফি & ফিল্মোগ্রাফি।" অভিনেত্রীর চাইতে বোধহয় আমি অভিনেতাদেরকে নিয়েই বেশি পোষ্ট দিব। কারণ, আমার নিজের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের সংখ্যা অনেএএএক কম। অভিনেত্রী মাত্র একজন। অভিনেতা আছেন মাত্র কয়েকজন।

আমি জানি, যে কথাগুলো আমি লেখব, সেগুলো অনেকেরই হয়তো জানা আছে। তারপরও লিখছি। এই মূহুর্তে লেখার মত কিছু খুঁজে পাচ্ছিলাম না। মাথাটা কয়েকদিন ধরে অন্যরকম কাজ করছে। কেমন কেমন যেন... তাই যদি এই ধারাবাহিকটি আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনারা বললে আমি এটি আর প্রকাশ করব না। তাহলে শুধুমাত্র একটি পর্বেই শেষ হবে। আর যদি আপনাদের কোন সমস্যা না হয়, তাহলে আমি চালু রাখতে পারি।

শুরুটা করলাম আমার একজন প্রিয় অভিনেতাকে দিয়ে। অবশ্যই হলিউডি। প্রিয় অভিনেতাদের মাঝে আমার সবচাইতে প্রিয় অভিনেতা হলেন ইনি। প্রিয়'র মাঝে প্রিয়। কেন প্রিয়, সেটা বলতে গেলে অনেক কিছুই বলা লাগে। তাই, ওসবের ধারেকাছে দিয়েও যাচ্ছি না। তাঁর নাম হল, "শন কনোরি"। একজন স্কটিশ অভিনেতা।

পূর্ণ নাম: স্যার থমাস শন কনোরি
জন্মতারিখ: ২৫ আগষ্ট, ১৯৩০এডিনবরা, স্কটল্যান্ড
উচ্চতা: ১.৮৯ মিটার(৬ ফুট ২½ ইঞ্চি)
ডাকনাম: বিগ টাম(ছোটবেলায় তাঁর উচ্চতার কারণে তাঁকে এই নামে ডাকা হতবয়স অনুপাতে ছোটবেলা থেকেই তিনি উচ্চতায় বেশি।)

শন কনোরি উঠে এসেছিলেন স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা'র ফাউন্টেইন ব্রিজ নামক স্থানের একটি নিম্নবিত্ত পরিবার থেকে। তাঁর পিতা, "জোসেফ কনোরি" ছিলেন একজন ট্রাক ড্রাইভার এবং ফ্যাক্টরির শ্রমিক। এবং তাঁর মাতা, "ইউফামিয়া সি. ম্যাকলিন" ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। শন কনোরির একজন ভাই ছিল। নাম, "নিল কনোরি"। নিল এডিনবরায় একজন রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন।
শন কনোরি অভিনয় জগতে আসার পূর্বে অনেক ধরনের কাজ করেছেন। সে সময়ে তিনি ছিলেন লরি ড্রাইভার, শ্রমিক, দুধওয়ালা। কফিনও পালিশ করতেন তিনি। আরও আছে!! তিনি ছিলেন একজন বডিবিল্ডার! সেই সাথে , "এডিনবরা কলেজ অব আর্টস" এ গিয়ে তিনি ছবি আঁকতেন!! "এডিনবরা কলেজ অব আর্টস" এর মডেলটি তৈরির পিছনেও শনের অসামান্য অবদান আছে। সবকিছু তিনি একই সাথে করেছেন। তারপর তিনি রয়্যাল নেভীতে যোগদান করেন। কিন্তু, মেডিকেল টেষ্টে আলসার ধরা পড়ায় বাদ পড়ে যান। এরপর তিনি এডিনবরার "কিং'স থিয়েটার"এ কাজ নেন। পর্দার পেছনের কাজ, সামনের নয়। তবে, সেখান থেকেই অভিনয়ের প্রতি তাঁর আকর্ষণ।

বডিবিল্ডিং ছিল তাঁর একটি শখ। ১৯৫০ সালে "মি. ইউনিভার্স" প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান লাভ করেন।

একইসাথে শন কনোরি ছিলেন একজন তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন ফুটবল খেলোয়াড়। ১৯৫৩ সালে তিনি খেলতেন "বনিরিজ রোজ অ্যাথলেটিক এফসি" নামক ফুটবল ক্লাবে। সেখান থেকে তিনি "ইষ্ট ফাইফ এফসি"তে ধারে খেলতে গিয়েছিলেন। ইষ্ট ফাইফের সাথে সাউথ প্যাসিফিক ট্যুরে তিনি ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে একটি ম্যাচ খেলেন। সে সময় ম্যানইউ'র কোচ ছিলেন বিখ্যাত "ম্যাট বাসবি"। তিনি কনোরির খেলা দেখে মুগ্ধ হয়ে ম্যাচটি শেষ হওয়া মাত্রই কনোরিকে সপ্তাহে ২৫ পাউন্ড ষ্টারলিং'এ বিনিময়ে ম্যানইউতে খেলার আমন্ত্রণ জানান। কনোরি তাৎক্ষণিকভাবে রাজি হন। কিন্তু তার কিছুক্ষণ পরই কনোরি ভাবলেন এবং বললেন, "আমি ভেবে দেখলাম, একজন উঁচুমানের ফুটবলার খেলতে পারে তার বয়সসীমা যখন ৩০ অতিক্রম করে, তখন পর্যন্ত। আমি বর্তমানে ২৩ এ অবস্থান করছি। তাহলে? পরবর্তীতে কি হবে?" এই কথা বলে উনি আর ম্যানইউতে যাননি। এবং, সেখানেই ফুটবল খেলা ছেড়ে দিলেন। সেই সাথে সিদ্ধান্ত নিলেন, উনি অভিনয় করবেন।
এরপর থেকেই অভিনয়জগতে তাঁর পদার্পণ।

"নো রোড ব্যাক(১৯৫৭)" ছিল তাঁর প্রথম মুভি, প্রধান চরিত্রে। এরপর থেকেই তিনি বিভিন্ন টিভি সিরিজ-মুভিতে অভিনয় করেন। উল্লেখযোগ্যগুলো হল "অ্যানা ক্রিষ্টি(১৯৫৭)(টিভি-সিরিজ), ম্যাকবেথ(১৯৬১)(টিভি-সিরিজ), অ্যানা ক্যারেনিনা(১৯৫৭)(টিভি-সিরিজ), হেল ড্রাইভারস(১৯৫৭), অ্যানাদার টাইম, অ্যানাদার প্লেস(১৯৫৮), দ্য ফ্রাইটেন্ড সিটি(১৯৬১)। এবং ১৯৬২ সালে "দ্য লংগেষ্ট ডে"তে বিভিন্ন তারকা অভিনেতা-অভিনেত্রীদের সাথে অভিনয় করেন তিনি।

তবে, তাঁর সবচাইতে বড় ব্রেকথ্রু-টা এল, ১৯৬২ সালে যখন তিনি বিশ্বখ্যাত "জেমস বন্ড" চরিত্রের মাধ্যমে "ড. নো" মুভিটির মাধ্যমে আগমন করলেন, তখন। পরবর্তীতে জেমস বন্ড চরিত্রে তিনি আরও ৫টি মুভিতে অভিনয় করেন। সেগুলো হল.... "ফ্রম রাশিয়া উইথ লাভ(১৯৬৩), গোল্ডফিঙ্গার(১৯৬৪), থান্ডারবল(১৯৬৫), ইউ অনলি লিভ টোয়াইস(১৯৬৭) এবং "ডায়মন্ডস আর ফরএভার(১৯৭১)। এবং তিনি আরও একটি মুভিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন। সেটি ছিল "থান্ডারবল(১৯৬৫)" এর আনঅফিশিয়াল রিমেক, "নেভার সে সেভার অ্যাগেইন(১৯৮৩)"।

"জেমস বন্ড" হিসেবে সফলভাবে শেষ করার পর তিনি আরও অনেক মুভিতে অভিনয় করেছেন। সবকিছুর মাঝে "মার্নি(১৯৬৪), দ্য হিল(১৯৬৫), মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস(১৯৭৪), দ্য ম্যান হু উড বি কিং(১৯৭৫), টাইম ব্যান্ডিটস(১৯৮১), হাইল্যান্ডার(১৯৮৬), দ্য আনটাচেবলস(১৯৮৭)(এই মুভিটিতে সাপোর্টিং রোলে অভিনয় করার জন্য তিনি অস্কার পেয়েছিলেন), ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাষ্ট ক্রুসেড(১৯৮৯), দ্য হান্ট ফর রেড অক্টোবর(১৯৯০), রাইজিং সান(১৯৯৩), দ্য রক(১৯৯৬) এবং ফাইন্ডিং ফরেষ্টার(২০০০)" হল উল্লেখযোগ্য।

ব্যক্তিগত জীবনে শন কনোরি প্রথমবার বিয়ে করেন ১৯৬২ সালে, তৎকালীন অষ্ট্রেলিয়ান অভিনেত্রী "ডায়ান কিলেন্টো"কে।

তাঁদের বিবাহিত জীবনে একটি ছেলে জন্ম গ্রহণ করেছিল, ১১ জানুয়ারী, ১৯৬৩ সালে। যাঁর নাম রাখা হয়েছিল "জ্যাসন কনোরি"। জ্যাসনও তাঁর পিতার পথ ধরেই অভিনয়জগতে প্রবেশ করেন।

:- জ্যাসন কনোরি

:- শন কনোরি, ছোট্ট জ্যাসন এবং ডায়ান কিলেন্টো, ১৯৬৬ সালে

তবে, ডায়ান কিলেন্টোর সাথে শন কনোরির বিবাহিত জীবন স্থায়ী ছিল প্রায় ১১ বছর(৬ ডিসেম্বর, ১৯৬২ -- ৬ সেপ্টেম্বর, ১৯৭৩)। ১৯৭৩ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়।

১৯৭৫ সালে কনোরি বিয়ে করেন "মিশেলিন রোকব্রুন"কে। তাঁদের এই বিবাহিত জীবন এখনও চলছে(মিশেলিনের সাথের বিবাহিত জীবনে কোন সন্তান নেই)......

স্কটল্যান্ডের স্বাধীনতা ও রাজনীতিতে অবদান রাখায় এবং দেশপ্রেমের জন্য গ্রেট ব্রিটেনের রানী এলিজাবেথ(দ্বিতীয়) ২০০০ সালের জুলাই মাসে শন কনোরিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব "নাইটহুড" উপাধিতে ভূষিত করেন

অভিনয় জীবনে শন কনোরি ১টি অস্কার সহ ৩০টি অ্যাওয়ার্ড জয় করেছেন। নমিনেশন পেয়েছিলেন আরও ১৪টির।
১৯৮৮ সালে "দ্য আনটাচেবলস" মুভিতে সেরা সাপোর্টিং রোলে অভিনয় করে অস্কার জেতেন।
১৯৮৮ সালের বাফটা অ্যাওয়ার্ডে জেতেন সেরা অভিনেতার অ্যাওয়ার্ড।
১৯৮৫ সালে জয় করেন বামবি অ্যাওয়ার্ড।
১৯৯৭ সালে "দ্য রক" মুভির জন্য জয় করেন ব্লকবাষ্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড, সেরা এবং প্রিয় সাপোর্টিং রোল।
১৯৯৯ সালে ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে জয় করেন, "এনট্রাপমেন্ট" মুভির জন্য অডিয়েন্স অ্যাওয়ার্ড।
১৯৮৮ সালে "দ্য আনটাচেবলস" মুভির জন্য জয় করেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।
(৩০টির মাঝে মাত্র ৬টি অ্যাওয়ার্ডের বর্ণনা দিলাম। শুধুমাত্র "দ্য আনটাচেবলস"এর জন্যই জয় করেছেন ৬টি অ্যাওয়ার্ড। "দ্য রক" মুভির জন্য পেয়েছেন ২টি অ্যাওয়ার্ড। এছাড়া, জেমস বন্ড চরিত্রের জন্য এবং আরও অন্যান্য চরিত্রের জন্য তো আরও অনেক অ্যাওয়ার্ড আছেই!!! সবগুলো দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন। )

Level 0

আমি জর্জ অলড্রিন ঘোষ (তুষার)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম,ভাল হয়েছে,চালিয়ে যান

Level 0

vai আপনার ফেসবুক গ্রুপে যত খুশি তত বন্ধু যোগ করুন নিমষেই tune er ctrl+shift+k pore j code past korte hobe ta kindly diben…plz plz plz