গল্পঃ সময় যেখানে থেমে যায়

টিউন বিভাগ জীবনী
প্রকাশিত

গল্পঃ সময় যেখানে থেমে যায়।

আপনারা যারা এও, বিলিভার ও গোজা এর গল্প পড়েছেন তাদের জানিয়ে দিচ্ছি যে, এও হচ্ছে বর্তমানের। বিলিভার এবং গোজা হচ্ছে অতিতের। এও এর কথা হয়েছিলো সময়ের বীরের সাথে। সে অনেক বছর আগে। তার কাছ থেকে সে আয়ত্ব করে নিয়েছিলো সময় ভ্রমনের কৌশল। সময়ের ভ্রমনের ওস্তাদ ছিলেন মিস্টার পিচ। এও একবার এক নদীর ধারে বসে তার বাবার কথা ভাবছিলো। হঠাৎ সে আকাশে দেখতে পায় ব্যতিক্রম ধর্মী কিছু। এও তার বাবার কথা আরো স্মরণ করে। এও এর সময় ভ্রমনের সকল কৌশল জানলেও তার রক্তের সম্পর্কের কারো সাথে দেখা করতে পারে না। তাছাড়া, ফেরাউন কে হারিয়ে দেয়ার তার ঘটনা পুর্বে লেখা হয়েছিলো। সে যাইহোক, এও খুজছে খাজা খিজির (অঃ) নামের এক ব্যক্তিকে। এও তার বাবার কাছে জানতে পেরেছিলো তার ক্ষমতা ও অমরত্বের কথা। এও তার সময় ভ্রমণ শুরু করে। সালটা ১৯৫২ এর ফেব্রুয়ারি মাস। নদীর চার পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। বর্তমান থেকে অতীতে এসে এও তার বাবার সাথে দেখা করার কৌশল জানতে চায় এও। এও এই যাত্রা একা সম্পন্ন করবে বলে মন স্থির করেছে। বিলিভার বা গোজা কারো সাথেই সে কোন যোগাযোগ করে না। সে যাইহোক, গভীর রাত। এও জানে, আকাশের মাঝে কিছু অন্যরকম ঘটনা ঘটবে যা সে বর্তমানে দেখে এসেছে। তারাদের মিছিল। এও অপেক্ষা করছে। প্রায় অনেক্ষন ধরে নদীর ধারে জঙ্গলের পাশে একটু ফাকা জায়গায় বসে এও আকাশের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষন কেটে যাওয়ার পর আকাশে তারার মিছিল শুরু হলো। এও খেয়াল করলো যে বেশ অনেক গুলো তারা খসে পড়ছে। এই তারাদের মিছিলের পথ ধরে এগোতে লাগলো এও।

সময়ের বীর এর সাথে এও এর দেখা হলো। এও তার মনের কথা জানালো যে, সে তার বাবার সাথে আবার দেখা করতে চায়। সময়ের বীর কিছুক্ষন চুপ থেকে একটা শান্তির নিঃশ্বাস নিলো। তাকে সন্ধান দিলো খাজা খিজির (আঃ) এর। এই জ্ঞান শুধু তার কাছেই আছে। তিনি দু দিনের জন্য খ্রিষ্টপুর্ব ৫০০ বছরেরও পুর্বে গিয়েছেন, ইশপ নামের এক কাফেরের চক্র ধংস করতে। কারণ, ইশপ ছিলো ইবলিসের কাছের এক গোলাম। ইশপের কাজ ছিলো ভালো প্রানীদের (হালাল নয়) ভিন্ন কৌশলে ইবলিসের জন্য কোরবানি দেয়া। ইবলিস তার কাছে সন্তষ্ট হয়ে হাজার হাজার বছর ঘুমিয়ে রেখেছে নোংরা সব প্রানীদের মাঝে। খাজা খিজির (আঃ) সকল প্রাণীকে ধ্বংস করেছে (যাদের মাঝে ঘুমিয়ে আছে ইশপ) শুধু মাত্র একটি ইদুর ব্যতিত। যা খ্রিষ্টপুর্ব ৫০০ বছরেরও পুর্বে আছে। তুমি তো জানো যে, তার সাথে দেখা করতে হলে কি করতে হবে। এও বললো, হ্যা জানি "প্রশ্ন করা যাবে না"। সময়ের বীর বললো, তাহলে চলে যাও সেখানে।

জঙ্গল ছাড়া কিছুই নেই। এখন ঠিক দুপুর। এও দেখলো যে জঙ্গলে একটা সিংহ ঘুমচ্ছে এবং একটি ইদুর সিংহ টাকে এমন ভাবে বিরক্ত করছে যাতে সিংহের ঘুম না ভাঙ্গে কিন্তু যাতে ঘুম ভালো না হয়। সিংহের প্রিয় হচ্ছে ঘুম। সিংহ অনেক সময় ধরে ঘুমায় এবং ঘুম থেকে উঠে শিকারে বের হয়। সে যাইহোক, এও এর বুঝতে অসুবিধা হলো না যে এটাই হচ্ছে সেই ইঁদুর। যার খোঁজে খাজা খিজির (আঃ) এসেছেন। এও কোন দেরি না করে ইদুর টাকে সাবধানে মেরে ফেলে।

এও, আমি জানতাম তুমিই আমার একটি কাজ করে দেবে এবং তুমি তা করেছো। চলো আমার সাথে। তাকে নিয়ে অজানা উদ্যেশ্যে রওনা দিলো খাজা খিজির (অঃ)। কোন সময় নষ্ট নয়, সরাসরি এক আদিবাসী এর কাছে পৌছলো তারা। তাদের মধ্যে থেকে এগিয়ে এলেন একজন বলিষ্ঠ মানুষ। যে তাদের প্রধান। বাকি সকলেই "আল্লাহু আকবার" বলতে লাগলো। জানতা পারলাম তার নাম আসাদ বা মিস্টার লায়ন। তিনি এসে খাজা খিজির (অঃ) ও এও কে সালাম দিলেন। সুন্দর ভাবে হাসি মুখে এগিয়ে এসে দাত ওয়ালা তালা জাতীয় কিছু একটা নিয়ে এও এর ঠোঁটের উপর দিয়ে এমন এক জোরে আঘাত করলেন, এও কিচ্ছু টের পেলনা। কিন্তু এও কোন প্রশ্ন করলো না।

খাজা খিজির (অঃ) হাসি মুখে এও কে বললো, এও তুমি বর্তমানে ফিরে যাও। তোমাকে.৮ বছর এমন এক জায়গায় অপেক্ষা করতে হবে, যেখানে তোমার বাবা এর সাথে তোমার ভালো স্মৃতি আছে। এছাড়াও তোমার ছোট ভাই এইম এর সকল ন্যায় অন্যায় মেনে নিতে হবে। এও খেয়াল করলো তার দাঁত এর সাথে কিছু হচ্ছে। এও কোন প্রশ্ন করলো না। এও এর বুঝতে বাকি থাকলো না যে, সিংহের ক্ষমতা আসলে দাঁতে। সে মিস্টার লায়নের কাছ থেকে সম্মানিত পুরষ্কার পেয়েছে। এও কৌশলে খাজা খিজির (আঃ) কে বললো "চলে যাওয়ার পুর্বে আমাকে একটি মাত্র উপদেশ দিন"। খাজা খিজির (আঃ) মুচকি দিয়ে হেসে বললেন, এই ৮ বছর তুমি কোন যুদ্ধে যাবে না। তবে, যুদ্ধটা হবে এরকম যে কোন এক যুদ্ধে তুমি শুধু তোমার প্রিয় মানুষদের বাঁচাতে কাজে লাগবে যা চলবে ৮ বছর।

এও কি পেরেছিলো তার বাবার সাথে সাক্ষাত করতে বা কোন এক যুদ্ধে ৮ বছর পেড়িয়ে তার সকল প্রিয় মানুষদের নিরাপদে দেখতে? তা জানবো এর পরের পর্বে।

সম্মানিত পাঠক, এও, বিলিভার ও গোজা পাঠের ৫ ম অংশ এটি। যারা পুর্বের লেখা পড়ে অপেক্ষা করছিলেন, তাদের নতুন লেখা দিলাম। আশাকরি ৬ষ্ঠ অংশ খুব শীঘ্রই আসবে।

Level 3

আমি মোহাম্মাদ আসাদুজ্জামান শুভ। Founder, Shanerhat.com, Rangpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস