আপডেট করা হলো সাইডবার লগিন প্লাগিনটি

গত ১১ই মার্চ আমি টেকটিউনসে ওয়ার্ডপ্রেস প্লাগিন অনুবাদ শুরু করার মাধ্যমে আমার টেকটিউনস জীবন শুরু করি। আমার এই প্রজেক্টের দু মাস হয়ে গেল প্রায়। এরমধ্য সাইডবার লগিন প্লাগিনটির দুটো ভার্সন এসে পড়েছে। তাই আমিও বাংলা সাইডবার লগিন প্লাগিনটির আরেকটি ভার্সন তৈরি করলাম। নতুন ভার্সনে যে সব জিনিস আপডেট হয়েছেঃ

* প্লাগিনের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা করা হয়েছে অতএব আপনার ওয়ার্ডপ্রেস এর ল্যাঙ্গুয়েজ অন্য কোন ভাষা হলেও প্লাগিনটি বাংলা দেখা হবে।

* প্লাগিনটির ভার্সন "4.75" লিখা হয়েছে সেহেতু আপনাকে বারবার আপডেট করার নোটিফিকেশন দেখাবে না।

* যেহেতু প্লাগিনের জন্য স্ক্রীনশটের বিকল্প নেই, সেহেতু প্লাগিনটিতে বেশ কিছু স্ক্রীনশট দেওয়া হয়েছে।

* প্লাগিনটির বর্তমান ভার্সন "2.2.5" যা খুবই ভাল।

তাই দেরী না করে প্লাগিনটি ডাউনলোড করতে এই পোষ্টে যান

Level New

আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো। এগিয়ে যান।