Bangla.IM : মাতৃভাষা বাংলাতে সর্বপ্রথম একই সাথে বাংলা ই-মেইল, বাংলা চ্যাটিং, ভিডিও চ্যাটিং ও ছোট বাংলা সামাজিক নেটওয়ার্ক এর ওয়েবসাইট

আমার ভাষা বাংলা ভাষা, বাংলা আমার মাতৃভাষা । ভালোই লাগে যখন দেখি ইংরেজি ভাষার পাশাপাশি আমাদের বাংলা ভাষাতেও ওয়েবসাইট, ব্লগ, ফোরাম ইত্যাদি ।কিন্তু বাংলাতে ই-মেইল ও বাংলাতে চ্যাটিং করার ভালো কোন ওয়েবসাইট আমাদের নাই । তাই অনেক দিন থেকেই আমার ইচ্ছা, বাংলাতে ই-মেইল ও চ্যাটিং করার একটা সহজ সাইত বানানো যেখানে একই সাথে পপুলার সকল অপশন থাকবে । এবং এই চিন্তাধারা থেকেই বাংলা.IM এর সৃষ্টি ।

Bangla.IM এমন এক ওয়েব সাইট যেখানে আপনি নিজের নামে একটা সুন্দর ও ছোট ই-মেইল একাউন্ট পাবেন । এবং এই ই-মেইল একাউন্ট ব্যবহার করে আপনারা একই সাথে বাংলা ই-মেইল পাঠাতে ও গ্রহন করতে পারবেন । পাশাপাশি আপনারা একে অন্যের সাথে বাংলাতে চ্যাটিং করতে পারবেন । বাংলা.IM এ কোন বন্ধু হবার জন্য প্রস্তাব পাঠতে হয় না । এখানে সবাই সবার বন্ধু । কারণ আমারা বাঙালি আমাদের ভাষা এক এবং আমরা সবাই সবার বন্ধু ।

বাংলা ই-মেইল ও চ্যাটিং এর পাশাপাশি আপনারা বন্ধুদের সাথে গেম ও খেলতে পারবেন । এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনি আপনার বন্ধুর সাথে অনেক সহজেই ভিডিও চ্যাট করতে পারবেন ।

নতুন আরেকটি ফিচার যুক্ত করা হয়েছে, "আমার কথা" - ছোট সামাজিক নেটওয়ার্ক । এখানে আপনারা আপনাদের মনের কথা একে অন্যের সাথে শেয়ার করতে পারবেন । এবং অন্যের কথার মতামত দিতে পারবেন । এতে আপনারা একে অন্যের মধ্যের বন্ধুত্ব আরো বাড়াতে পারবেন ।

সর্বশেষে এক নজরে দেখে নেই বাংলা.IM এ আমারা কি কি ফিচার উপভোগ করতে পারবো ..

  • বাংলা ই-মেইল
  • বাংলা টেক্সট চ্যাট
  • ভিডিও চ্যাট
  • গেম
  • ছোট সামাজিক নেটওয়ার্ক

আশা করি আপনারা বাংলা.IM নিয়মিত ব্যবহার করবেন এবং আমাদের বাংলা ভাষাকে আরো প্রতিষ্ঠিত করবেন

আজই ভিজিট করুন http://www.Bangla.IM

Level 0

আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি লিঙ্ক খুজে পাইনি। দেওয়া যাবে?

    ভাই লিঙ্কটি পোষ্টের সব নিচে আছে ভাল করে দেখলে হয়তো পেতেন।
    বাংলা.IM এর লিঙ্ক
    http://www.Bangla.IM

খুবই ভাল লাগল সাইটটিকে। অনেক সুন্দর একটা কাজ করেছেন। অনেক ধন্যবাদ।

Information Leaks হবে না কি ? কি রকম নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন জানান নি। accounts hacking হবে না তো !!!

    আশা করি হ্যাক হবে না । আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারেন । তবে পাসওয়ার্ড শক্ত করে দিয়েন । না হলে পরে কিছু হলে আবার আমাকে ধরবেন । (হা হা হা)

মেহদী ভাই রেজীষ্টেশন করা য়ায়না লেখা আসে ছবির কোড ভুল হয়েছে।

    ছবির কোড কি ঠিক মত দিয়েছেন ?

    আরেকটা কথা, বাংলা-লায়ন ইন্টারনেট ব্যবহারকারীরা অনেক সমস্যাতে পড়ছে ব্যবহার করতে । জানি না আপনি কি ব্যবহার করেন । শুনলাম তারা নাকি লগিন করলে অটো লগআউট হয়ে যায় । আজব সমস্যা । মনে হয় সেশন এ সমস্যা হয় ।

    আপনারা যারা বাংলা-লায়ন ব্যবহার করেন তারা অভিযোগ করুন বাংলা-লায়নে ।

Level 0

খুব সুন্দর মেহেদী ভাই,
মনে হচ্ছে সব কিছু আমার মন মত করা

Level 0

মেহেদি ভাই, চ্যাট করার সময় লিখতে সমস্যা হচ্ছে

    কি রকম সমস্যা জানালে উপকার হত ভাইয়া, আমরা সমাধান করার চেষ্ঠা করতাম ।

খুই সুন্দর হয়েছে মেহেদী ভাই।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমি এখনই রেজিষ্ট্রেশন করে আসলাম। আমি কিন্তু মেহেদী ভাইয়ের বাংলার কবি.কম -এ অনেক আগে রেজিষ্ট্রেশন করে অনলাইন কবির খাতায় নাম লেখালাম।

Level 0

মেহেদী ভাই, চ্যাট করার সময় কিভাবে লিখব ?
লিখতে গেলে লেখা উল্টা পাল্টা আসে

    ভাইয়া আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন ? আমরা তো ঠিক লিখতে পারছি । ডিফল্টে ফনেটিক বাংলা আছে । টেক্সট বক্সে ডাবল ক্লিক করলে ল্যাঙগুয়েজ অপশন পাবেন ।

দেখি ব্যবহার করে… আশা করি ভাল হবে…

আমি তো অনেক আগেই রেজিস্ট্রাসন করেছি। কিন্তু আমার তো একটা সমস্যা যেখানে চ্যাট করা যেত সেখানে আমি কোন ভাবেই প্রবেশ করতে পারছি না কারনটা কি? টা বুঝে পাচ্ছি না।
নিচের লিঙ্কে চিত্র টা দিলাম
http://3.bp.blogspot.com/_umj4uGNOrs8/TTPR_Q7IpKI/AAAAAAAAAxc/HWZms1CDZQw/s1600/Bangla.im.jpg

    ভাইয়া আপনি অন্য কোন দিয়ে ব্যবহার করছেন ? আর আগে কি চ্যাট করা যেতো ?

    প্রথম দিন করেছি এবং পরে দুইবার করেছি।

    [ভাইয়া আপনি অন্য কোন দিয়ে ব্যবহার করছেন ?] এই কথাটা বুঝলাম না

    মানে কোন ব্রাউজার ব্যবহার করে করেছেন ? দেখেন তো ক্যাশ ক্লিয়ার করে কাজ করে কিনা ।

ফায়ারফক্স ৩.৬.১৩ ওয়েব ব্রাউজার ব্যবহার করছি

    IE8 এ থিক আছে!

    তাহলে তো কোন সমস্যা হবার কথা না । ক্যাশ ক্লিয়ার করে দেখেন তো , অথবা ইন্টারনেট এক্সপ্লোরার এ দেখেন কাজ করে কিনা ।

ধন্যবাদ………..

অনেক ধন্যবাদ

ভাই আপনাদের সাইট টি খুব ই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ । কিন্তু আপনাদের মূল পাতার মেটা ট্যাগে index no follow দেয়া কেন? সার্চ ইঞ্জিন তো index করতে পারবে না। আশা করছি সমস্যা টি সমাধান করে ফেলবেন। আবারও বলি খুবই সুন্দর হয়েছে

    ধব্যবাদ ভাইয়া, আসলে নো-ফলো, এবং আরো কিছু কাজ করা আছে যেনো কারো ইনফো গুগল সার্চে না আছে, আপনি “bangla.im” দিয়ে সার্চ করলেও কিছুই পাবেন না । শুধু ওয়েব সাইটের ঠিকানা পাবেন । তা না হলে কিছু হ্যাকিং নিয়মে হ্যাক হবার সম্ভাবনা আছে, আমি আরো কিছু সিকিউরিটির ব্যবস্থা করছি তার পর এই সব লক খুলে দিবো ।

    ধন্যবাদ আপনাকে ।

ভাল উদ্যোগ ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমি এখনই রেজিষ্ট্রেশন করে আসলাম