অভ্র ফোনেটিকের মত সহজে বাংলা লিখুন গুগলের বাংলা ইনপুটের সাহায্যে! একদম অফলাইনে !!!

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আবার বিরক্ত করতে এসে পড়লাম আপনাদের |

আমরা সাধারনত বাংলায় লিখি অভ্র দিয়ে আর অনেকে বিজয়ে | অন্যান্য লে-আউট ব্যবহার করিনা বললেই চলে| আজকে একটা পুরোনো উপায়ে বাংলা লেখাত নতুন রিলিজ হওয়া সফটওয়্যার নিয়ে লিখছি। তা হল গুগল বাংলা ট্রান্সলিটারেশন।

এর আগে বলে নেই:

  • এখন অনেকে অভ্রের ওই সহজ ফোনেটিক লে-আউটেও লিখতে অসুবিধায় পড়েন | কারণ হলো shift  এর ব্যবহার. যেমন আমাকে 'তোমার' লিখতে হ'লে লিখতে হবে 'tOmar' | লক্ষ্য করুন এখানে 'tomar' লিখলে তোমার আসবে না বরং তমার আসবে যা খুবই বিরক্তিকর মনে হতে পারে নতুনদের| ফলে সঠিক শব্দটি পেতে হলে আপনাকে টিপতে হবে 't+<shift>o+m+a+r'
  • আবার মনে করুন আমরা কোনো আন-অফিসিয়াল কোনো বাংলা- যেমন আপনি না বলে আপনে বললেন তখন কি হয়? অভ্র আমাদের দেখায় আপ্নে| এটা কি আসল বানান? অবশ্যই না|
  • এখন আরো দেখি আপনি লিখতে চান 'মনচায়' কিন্তু moncay লিখলে অভ্র দেখায় মঞ্চায়| যা ব্যবহার করে আলতু ফালতু ব্লগাররা ভুল বাংলার  ফুলঝুরি ছোটায় কিছু কিছু আজে বাজে ব্লগে|
  • অনেকে j দিয়ে লিখে অভ্যস্ত বলে z দিয়ে যে অভ্রে লিখতে হয় সেটাও জানেন না | জানতেও চান না|

অভ্র এরকম অনেক কিছু আপাত দৃষ্টিতে ভুল দেখায় যা সমাধান করা যায় গুগল বাংলা ইনপুটের মাধ্যমে| বাংলা লেখা যে কত সোজা হতে পারে এই গুগল বাংলা ইনপুট ব্যবহার করলেই বোঝা যাবে|

  • এটি অটোমেটিক আপনার বানান কে শুদ্ধ ত করেই পাশাপাশি আপনাকে কয়েকটি সাজেশন দেখিয়ে দেবে ফলে বানান অর্র্ধেক লিখেই আপনি হয়ত পুরো একটি শব্দ শেষ করতে পারবেন|

  • সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটি আপনার করে দেয়া ওয়ার্ড চয়েজ মনে রাখে। ধরে নেই আপনি লিখতে চান কড়চা| ভুল করে আপনাকে প্রথমে দেখালো করচা| এখন যদি আপনি TAB Button চেপে কড়চা সিলেক্ট করে দেন,তাহলে পরের বার কিন্তু আর প্রথমে করচা দেখাবে না বরং কড়চা দেখাবে| মনে হয় যেনো একান্ত বাধ্যগত কোনো ছাত্র যে তার শিক্ষকের সব কথা মনে রাখে|

এখান থেকে সফটওয়ারটির ইনস্টলার ফাইলটা ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিন আর ইনস্টলের পরে রান করুন| মাত্র ১/২ মেগাবাইট ডাউনলোড হবে হয়ে গেলে আপনার উইন্ডোজ পিসির টাস্কবারে দেখবেন ল্যাঙ্গুয়েজ বাটন এসেছে| এখন left alt + shift চাপলেই বাংলা, আবার চাপলে ইংলিশ কি বোর্ড পাওয়া যাবে| এই কি-প্রেস নিজের মোট করে কাস্টমাইজও করে নেয়া যাবে|

  • বলে রাখা ভাল এটা দিয়ে আপনি ইন্টারনেট না থাকলেও নোটপ্যাড বা MS word এ বাংলা লিখতে পারবেন আর ওয়েবে তো বটেই| তবে ইন্সটলের সময় ইন্টারনেট থাকবে।আর যারা টেটি তে আস্তে পারেন তাদের তো আশা করি নেট আছেই।

পরিশেষে বলি অভ্র আমাদের বাংলা লেখার জগতে একটা বিপ্লব নিয়ে এসেছে| এই লেখার উদ্দেশ্য অভ্র কে বাদ দিতে উৎসাহ দেয়া নয় বরং যারা একদমই কাচা তাদেরকে সহজে বাংলায় লেখার প্রতি আগ্রহী করে তোলা|

আর গুগলের আজ পর্যন্ত যত মজার মজার লোগো বের হয়েছে দেখতে ব্রাউজ করুন এখানে

টেকটিউনস এর স্লো-স্পিড আর যখন তখন বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোন পোস্ট করবনা এখানে। সবকিছু ঠিক হলে হয়ত আসব। এডমিনদের কাজ কর্মের প্রতি আমার এই প্রতিবাদ।

ভালো থাকুন|

প্রতিশ্রুতি মত অভ্রের নির্মাতা ও প্রোগ্রামার মেহদি ভাই নতুন রিলিজ হওয়া অভ্রে উপরোক্ত সব সুবিধাই রেখেছেন।

আর তাই নিচে নতুন অভ্রের ঠিকানা দিয়ে দিলাম ৯ মেগাবাইট ডাউনলোড করে নিন এক্ষুনি !!

ডাউনলোড অভ্র ৫.০.৫ বেটা

Level 2

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেআউট হিসেবে প্রভাতই ভাল লাগে। হাফ ফিক্সড, হাফ ফনেটিক।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    এখন এটা অভ্রতেও হয়। অভ্র এর নতুন ভার্সন Avro Keyboard 5.0.5 (Public Beta 1 )

    http://bit.ly/93FPGj

    গুগল দিয়ে লিখতে পারবো বলে আমার খুব ভালো লেগেছে।

    কিন্তু এখন এটা অভ্রতেও হয়। অভ্র এর নতুন ভার্সন Avro Keyboard 5.0.5 (Public Beta 1 )
    http://bit.ly/93FPGj

    অভ্রতে হলে তো খুব ভাল কেননা আমি এই টিউনটি করেছি বটে গুগল দিয়ে কিন্তু অভ্র ছাড়িনি। এইমাত্র অভ্র নতুনটা ডাউনলোড করলাম আর এক কথায় অপুর্ব লাগছে।
    মেহেদি ভাই বেস্ট। আর তার অভ্রকে ওপেন সোর্স করে ফেলার সিদ্ধান্তকে জানাই সালাম। কতটা উদার আর মহৎ হৃদয়ের মানুষ হলে এরকম করা সম্ভব হয়!
    অভ্রকে ওপেন সোর্স করার মধ্যদিয়ে এটা প্রমাণিত হল যে এদেশের মানুষ ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে আর স্বার্থকে গৌণ করে লোভকে হেলায় ঠেলে সরিয়ে দিতে পারে।
    এক কথায় অপুর্ব হয়েছে নতুন অভ্র।
    দরকারি সবকিছু আছে।
    গুগলের টিউনটা কাজে না লাগায় বরং আমিই খুশি হয়েছি।
    তবে আরো খুশি হতাম যদি SCIM এর উপরে নির্ভর না করে অভ্রের একটা পূর্ণাঙ্গ এডিশন বের হত লিনাক্সের জন্য।

“””টেকটিউনস এর স্লো-স্পিড আর যখন তখন বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোন পোস্ট করবনা এখানে। সবকিছু ঠিক হলে হয়ত আসব। এডমিনদের কাজ কর্মের প্রতি আমার এই প্রতিবাদ।””””
========== সহমত=========

“””টেকটিউনস এর স্লো-স্পিড আর যখন তখন বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোন পোস্ট করবনা এখানে। সবকিছু ঠিক হলে হয়ত আসব। এডমিনদের কাজ কর্মের প্রতি আমার এই প্রতিবাদ।””””

আমারও আপনার মতো একটু অভিমান আছে। তাই আমিও টিউন করছি না। এডমিন প্যানেল থেকে যতদিন টিউন না আসে ততোদিন আমিও টিউন করবো না।

আপনার টিউন বরাবরের মত ভাল হয়েছে।

thnx for sharing

Level 0

ভাই এইটা ৬৪ বিট এ চল এ না ।।কি করব ?

খুবেই সুন্দর ও গুছিয়ে লিখার জন্য অসংখ্য ধন্যবাদ।

দিহান ভাই অভ্রু তে ” কিন্তুর” ু কার কিভাবে লিখতে হয়

    আউয়াল ভাই এইটা অভ্রের সমস্যা না এইটা হল ফন্টের সমস্যা। যেমন ভ্রিন্দা ফন্ট এ দেখবেন কিন্তু লেখলে হ্রস্ব-উ-কার টা ‘জরুরী’ শব্দের ‘র’ এ যেরকম হ্রস্ব-উ-কার আসে এরকম হয়ে যায়। আর সোলায়মান লিপিতে ‘কিন্তু’ এরকম আসে। এক কাজ করেন,
    http://www.omicronlab.com/news/free-handwriting-bangla-font.html এই সাইট থেকে অন্যান্য বাংলা ফন্ট নামিয়ে এর পরে http://www.vistaarc.com/downloads/font-fixer সাইট থেকে ফন্ট ফিক্সার নামিয়ে এটি দিয়ে পছন্দসই ফন্ট সেট করে নিন পিসির জন্যে। আমার মনে হয় কোনো না কোনোটায় কাজ করবেই। কিন্তু দু:খের বিষয় হল তা শুধু আপনারই কাজে দেবে অন্যেরা তো আর আপনার মতই একই ফন্ট ব্যবহার করবেনা। বেশিরভাগ মানুষ একটু দেখেও না কিভাবে একটা সমস্যার সমাধান করা যায়।

অভ্র ছেড়েছি অনেক আগেই, গুগল বাংলা ইনপুট আসার পর থেকেই……………….তবে অভ্র আন্দোলনের সাথে পুরোটাই ছিলাম ……..এখনো আছি।
গুগল বাংলা ইনপুটের একটা মাত্র সমস্যা – দাড়ি (।) চিহ্ন দেয়া যায়না ।

    হ্যা তা ঠিক কিন্তু অভ্র কি করেছিল?

    ভাই ডিজিটাল যুগ তাই দাড়ি দিয়ে দাড় করিয়ে রেখে তারা আপনার মুল্যবান সময় নষ্ট করতে চায় না
    কারন তারা আপনার সময়ের মুল্য বুঝে ।

ভাই যতকিছুই বলেন না কেন, অভ্রুর বদনাম কেঊ করা ঠিক হবে না । কারন এই অভ্রু বাংলা লিখার ক্ষেত্রে বিপ্লব ঘটায়। আর গুগল বাংলা ইনপুট এবং
অভ্রুর সিস্টেম প্রায় একই। যাহারা একেবারে বাংলা লিখার ক্ষেত্রে নতুন, তাদের জন্য গুগল বাংলা ইনপুট বেশী কাজ়ে দিবে।

    আমি নিজেও অভ্র ছাড়া আর কিছু বুঝিনা কিন্তু এই সফটয়্যারটির সাইজ কম ও ঐরকম সাজেশন করত বলে এটা দিয়েছিলাম । কিন্তু এখন দেখছি নতুন অভ্র এর চে অনেক ভাল

গুগল বাংলা ইনপুট আমি ব্যাবহার করেছিলাম খারাপনা কিন্তু আমি অভ্রকেই প্রথম পছন্দের তালিকায় রাখি এবং অভ্রই ব্যাবহার করি।
টিউনটি সুন্দর ও খুবই ভাল হইছে আপনিযে একজন ভাল টিউনার আবারো ইহার প্রমান দিলেন ধন্যবাদ টিউনের জন্য।

    আমিও অভ্রই ব্যবহার করি। শাব্দিক নামে একটা সফটওয়্যার ব্যবহার করেছিলাম। কিন্তু তবুও অভ্রে ফিরে এসেছি। অভ্রই বেস্ট।
    সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ

Level 0

জয় বাংলা জয় অভ্র

ধন্যবাদ

ভাইয়া, এটা উবুন্টুতে কিভাবে চালানো যায়….???

    উবুন্টু তে এইটা চালানোর জন্যে কোন আলাদা ভার্সন আছে কিনা চেক করি নি তবে আপনি এটার ওয়েব ভার্সন দিয়ে লিখতে পারবেন। ফায়ারফক্স এ

ubuntu setup dia reke diasi…fully use korte parsi na…