১০০% ‘পোর্টেবল’ উপায়ে ওয়েবে বাংলা লেখার ট্রিক, কোনো সফটওয়্যার ছাড়াই

আমরা অনেকেই জানি গুগল ট্রান্সলিটারেশনের মাধ্যমে বাংলা লেখা যায় ওয়েব ব্রাউজার থেকেই। যারা আগে জানতেন না, কিংবা ট্রাই করে দেখা হয়ে ওঠেনি তাদের জন্যেই এই টিপসটি দিয়ে দিলাম।

১। প্রথমে আপনার ফায়ারফক্স ব্রাউজার খুলুন।
২। নতুন বুকমার্ক বানাতে হবে। তার জন্যে মেনু থেকে বুকমার্ক মেনু ওপেন করুন, রাইট ক্লিক করুন। নিউ বুকমার্ক এ ক্লিক করুন। Name এর জায়গায় লিখুন Google Trans অথবা যা খুশি। Location এর জায়গায় পেস্ট করুন নিচের অংশটুকু:

javascript:(t13nb=window.t13nb||function(l){var%20t=t13nb,d=document,o=d.body,c=”createElement”,a=”appendChild”,w=”clientWidth”,i=d(”span”),s=i.style,x=o[a](d(”script”));if(o){if(!t.l){t.l=x.id=”t13ns”;o[a](i).id=”t13n”;i.innerHTML=”Loading%20Transliteration”;s.cssText=”z-index:99;font-size:18px;background:#FFF1A8;top:0″;s.position=d.all?”absolute”:”fixed”;s.left=((o[w]-i[w])/2)+”px”;x.src=”http://t13n.googlecode.com/svn/trunk/blet/rt13n.js?l=”+l}}else%20setTimeout(t,500)})(’bn’)

৩। এবার সেভ ক্লিক করুন।

৪। যে সাইটে বাংলা লিখবেন(যেমন: ফেসবুক) সাইট ওপেন করুন। যে স্থানে লিখবেন তাতে ক্লিক করুন। এবার একটু আগে বানানো বুকমার্কটিতে ক্লিক করুন। সামান্য অপেক্ষা করুন (প্রায় ৫-১০ সেকেন্ড, আপনার ইন্টারনেট স্পিডের ওপর নির্ভর করে)।
৫। এবার লোড হয়ে গেলে দেখবেন লেখার স্থানে একটি 'অ' চিহ্ন চলে এসেছে !
৬। এবার ফনেটিকে লিখতে থাকুন বাংলায়, কোনো সফটওয়্যার ছাড়াই!
৭। আরো সহজে ওপেন করতে ফায়ারফক্সের view > toolbar > bookmark toolbar টি এনাবল করে তার পর বুকমার্ক বার-এ রাইট ক্লিক করে new bookmark খুলে ২ ও ৩ নাম্বার স্টেপ দুটো অনুসরন করুন। তাহলে এক ক্লিকেই বুকমার্ক বার থেকে জাভাস্ক্রিপ্টটি এনাবল করা যাবে।

লেখার পদ্ধতি:
আমার কাছে কখনো কখনো এটিকে অভ্র থেকেও সহজ মনে হয়েছে এর কারেক্টশন অপশনটির ইউজার ফ্রেন্ডলিনেস এর কারনে। এটি অভ্র থেকে এক জায়গায় আলাদা, আর তা হল অভ্রে আমরা 'amar' ইংলিশে লেখা সাথে সাথে বাংলায় আমার হয়ে দেখায়। কিন্তু এটিতে হয় লেখা শেষে, স্পেস(space) দেবার পরে। অর্থাৎ 'amar' লেখা শেষে আপনি যখন স্পেস দেবেন পরের শব্দটি লেখার জন্যে, তখনি দেখবেন 'amar'লেখাটি 'আমার' হয়ে গেছে। জাস্ট কয়েক মিলিসেকেন্ড সময় লাগে আর তা লাগে আপনার পিসি থেকে গুগলের কাছে ডাটাটি পাঠাতে আর আবার রিসিভ করতে।
আরো যেটা নতুন ইউজারদের জন্য সবচে উপকারি তা হল অভ্রে আমরা দেখি 'ট' আনতে গেলে 'shift + t' দেয়া লাগে, 'ঠ' আনতে 'shift + th' দেয়া লাগে, যা অনেকের কাছে বিরক্তিকর। এছাড়াও অভ্রে যুক্তবর্ণ হওয়া এড়াতে ' ` ' (টিল্ড) চাপা লাগে। (যারা উবুন্টুতে/মিন্টে(লিনাক্স) অভ্র দিয়ে লেখেন, অটো কারেক্ট অপশন না থাকায় তাদের তো জান বের হয়ে যায়। তার উপর আছে gedit থেকে বাংলা লেখাটি কপি পেস্ট করার ঝামেলা। উইন্ডসে আবার বেশ স্বাচ্ছন্দ্যময় :P)

বানান শুদ্ধ করা(খুবই কার্যকর):
লিখতে গিয়েছিলেন 'আশ্চর্য' অর্থাৎ আপনাকে 'ascorrzo' টাইপ করতে হবে(অভ্র) ইংলিশে। কিন্তু মোবাইল এস.এম.এস. সংস্কৃতির স্টাইলে লিখে বসলেন 'aschorjo', এখন কি হবে? অভ্রে দেখবেন লেখা এসেছে 'আসছরজ'(উইন্ডসে অভ্রের অটো কারেক্ট অপশন আপনাকে 'আশ্চর্য' করে দিতে পারে), কিন্তু আপনি যদি গুগলের জাভাস্ক্রিপ্টটি দিয়ে লেখেন, দেখবেন ঠিক ঠিক 'আশ্চর্য' ই লেখা হয়েছে।
তার পরেও বানান ভুল হয়েছে? কোনো ব্যাপার না। ভুল বানানটিতে ক্লিক করুন, দেখুন ড্রপ ডাউন মেনু ওপেন হয়েছে যাতে আপনার দেয়া বানানটির আরো কয়েকটি রূপ দেয়া আছে, শুদ্ধটি সিলেক্ট করে নিন চোখের নিমিষেই।
1 layer bkmark

2nd selecting

 

 

 

 

3rd step

4the save

Drop down menu

5th step

 

 

 

 

সীমাবদ্ধতা:
বোঝাই যাচ্ছে, এই জাভাস্ক্রিপ্টটি ইন্টারনেট ছাড়া কাজ করেনা। এটি দিয়ে শুধু ওয়েবেই বাংলা লেখা যাবে, অন্য কোনো টেক্সট এডিটরে নয়।

এই পোস্টে কিছু সমস্যা ছিল, ঠিক করে দিয়েছি।

**কমেন্ট করলে ভালো লাগবে, খারাপ লাগলে বকাবকি না করে বুঝিয়ে বললে আরো ভালো লাগবে। **

Level 2

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে।

জটিল হইছে মিয়া। আরে ভয় পান কেন? সামনে এগিয়ে যান। কোন চিন্তা নাই আমরা তো আছিই।

    আপনারা সাহস দেন বলেই ত বেঁচে আছি।

    দেরি করে উত্তর দেবার জন্যে খুব দু:খিত।

আরো মজা দেখতে চান?
মাইক্রোসফ্ট বাংলা ইনপুট ল্যাঙ্গুয়েজ টুল এর টা বুকমার্ক হিসেবে এড করে জাস্ট ক্লিক করুন। তাহলেই হবে।
মাইক্রোসফ্ট বাংলা ইনপুট ল্যাঙ্গুয়েজ টুল সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে।

    আপনে ত ভাই বস মানুষ। ধন্যবাদ অনেক।

    দেরি করে উত্তর দেবার জন্যে খুব দু:খিত।

আরেকটা কথা হল ড্রপডাউন লিস্টটা আগে গুগলে ছিল না…মাইক্রোসফ্ট ইলিট থেকে আইডিয়া/নকল করে বানাইছে! lol!

বদ্দা দারুন অইয়ে, চালাই য- আরা আছি…

Level 0

ধন্যবাদ দিহান ভাই অনেক ভাল হয়েছে ।

সুন্দর টিউন। ধন্যবাদ।

সুন্দর

দারুন জিনিসতো।
বুকমার্ক আপলোড করে রাখতে হবে। তহলে বন্ধুদের পিসিতে (যাদের অভ্র নেই) সাচ্ছন্দে বাংলা লিখতে পারবো।
অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর টিপসটি শেয়ার করার জন্য।

    ট্রাই করলাম হচ্ছে না, অভ্র ইনেস্টল থাকায় সমস্যা আছে কি?
    আপনার স্ক্রিন শট ফেসবুকের তাই ফেসবুকেও ট্রাই করলাম কিন্তু হচ্ছে না।
    অন্য পিসিতে দেখা যাক।

    কি বলেন ভাইয়া, আমিত নিজে এভাবে করলাম, আমি কোনো কম্পিউটার গিক ও না।

    দেরি করে উত্তর দেবার জন্যে খুব দু:খিত।

    makeyourblogsite.blogspot.com সাইটে যান। ওখানে দেয়া আছে।

niceeeeeee tune………………..

Level 0

এখন প্রিয়তে রাখলাম, পরে কাজে লাগতে পারে। ধন্যবাদ আপনাকে।

আমি ফায়ারফক্স দিয়ে ফেসবুকে অনেকক্ষন ট্রেই করলাম, কিন্তু সাকসেস হতে পারলাম 🙁

সুন্দর টিউন।

I also tried several times but it didn’t work…..

এক কাজ করুন: makeyourblogsite.com এ যেয়ে ডান পাশে দেখবেন আমার দেয়া টুল-বার টির একটা অপশন আছে। অই লেখাটা ড্র্যাগ করে এনে বুকমার্ক বারে ছেড়ে দেন। এবার হবে।

ভাল কথা অই সাইট টা কিন্তু আমাদের সবার প্রিয় জামাল ভাই এর। সে আমার বন্ধু।

এক কাজ করুন: makeyourblogsite.blogspot.com এ যেয়ে ডান পাশে দেখবেন আমার দেয়া টুল-বার টির একটা অপশন আছে। অই লেখাটা ড্র্যাগ করে এনে বুকমার্ক বারে ছেড়ে দেন। এবার হবে।

ভাল কথা অই সাইট টা কিন্তু আমাদের সবার প্রিয় জামাল ভাই এর। সে আমার বন্ধু।

কেমন যানি একটু জটিল জটিল মনে হল কিন্তু আপনি সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।