AutoCad এর মাধ্যেমে 3D Wall তৈরি করুন খুব সহজেই

কেমন আছেন সবাই?

আশাকরি আমার টপিকটি বুঝে গেছেন আমি আজকে আপনারদের একটি ভিডিও শেয়ার করবো এই ভিডিওটি বিশেষ করে নতুন সিভিল/আর্কিটেকচার নিয়ে যারা পড়াশুনা করছেন এবং অটোক্যাড শিখছেন তাদের কাজে লাগবে।

বর্তমানে সিভিল এবং আর্কিটেকচারের প্রচুর চাহিদা আছে কিন্তু আপনার যদি কোন প্রকার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার কোন মূল্য নাই এবং চাকুরিও কেউ দিতে চাইবেনা। আমার এই ভিডিওটির মাধ্যেমে হয়তো তেমন কিছুই শিখতে পারবেননা।

 

তবে আমি অটো ক্যাড এর ‍ উপর একটি পুনাঙ্গ টিউটোরিয়াল বানাচ্ছি। যেটা খুব শিগ্রই শেয়ার করবো আপনাদের মাঝে।

অনেকে বিভিন্ন ট্রেনিং সেন্টার এ শিখতে যান যেখানে আপনি পরিপূর্ন ভাবে শিখতে পারেন না কারন এই সব ট্রেনিং সেন্টার এ আপনাকে অটোক্যাড বেসিক শিখাবে। এরপর কিছু ডিজাইন সেন্স শিখাবে কিন্তু একটি বিল্ডিং এর ডিজাইন করার পর এটার সেকশন এলিভেশন খুব গুরুত্বপূর্ন যা না করলে কোন প্ল্যান পাশ হয় না। আমি ৩টি আর্কিটেক ফার্ম থেকে কোর্চ করেছি কিন্তু পরিপূর্ন ভাবে শিখতে পারিনি কারন কেউ সব শিখায় না।আমি অনেক সমস্যার সম্মুখিন হয়েছি। এমনকি অনেক টিউটোরিয়াল ও কিনেছি ঐ গুলোতে ও পরিপূর্ন ভাবে কিছু পাইনি। তাই নতুনদের কথা ভেবে তাদের উজ্জল ক্যারিয়ার এর কথা চিন্তা করে একটি পরিপূর্ন টিউটোরিয়াল তৈরি করছি। আশা করি অনেকের কাজে আসবে।

সময় না থাকার কারনে বিস্তারিত লিখতে পারলামনা। এবং ভাল ভাবে উপস্থাপন করতে পারলাম না এই জন্য আমি দু:খিত। আশাকরছি পরবর্তি টিউন এ বিস্তারিত বলবো।

 

নিচে ভিডিও লিংকটি দিচ্ছি:

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=xTqBIhMe-Ac

 

Level New

আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস