এসো অটোক্যাড শিখি পর্ব – ১

 

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "মাহফুজ বিশ্বাস"। আমি 8 মাস 1 সপ্তাহ আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোস্যাল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি।ব্যস্ততার কারণে কোন টিউন করা হয়ে ওঠেনি।টেকটিউনস এ অনেকেই আছেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। পুরকৌশল,যন্ত্র কৌশল,তড়িৎ কৌশল এর ছাত্রসহ আছে আরো অনেকে আছে যারা টেকটিউনস এ নিয়মিত আসে প্রযুক্তি নিজের কাজে লাগাতে। ইঞ্জিনিয়ারিং পেশায় পেশাদার হতে বর্তমানে প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।আপনার পেশায় উন্নতি করতে হলে দরকার হবে অন্যদের থেকে কিছু আলাদা জ্ঞান। সবার জ্ঞান এক হলে ইঞ্জিঃ জামিলুর রেজা চৌধুরী আর আমার মাঝে কোন পার্থক্য ই তো থাকল না।প্রকৌশলী পেশায় পেশাদার হতে আপনাকে অবশ্যই কিছু সফটওয়্যার সম্পর্কে ন্যুনতম জ্ঞান থাকা জরুরী। এতে বাড়বে আপনার কাজের গতি,বাচবে মূল্যবান সময়,কাজ হবে ত্রুটিমুক্ত,বাড়বে আপনার নিজস্ব সৃজনশীলতা।বেশ কিছু সফটওয়্যার এর কথা বলব আজ যা না জানলেই নয়।এই সফটওয়্যার গুলোর ওপর যথেষ্ট জ্ঞান থাকলে আশাকরি চাকরীর বাজারে আপনাকে ঘুরে ঘুরে আর জুতা ক্ষয় করতে হবে না।আপনার দক্ষতাই আপনাকে নিয়ে যাবে ওপরে।চাকরী যদি সোনার হরিণ হয় তাকে শিকার করতে অবশ্যই থাকতে হবে সেই মানের তীর-ধনুক আর হতে হবে সেই মানে শিকারী। #AUTOCAD নামের প্রচলিত একটা শব্দ শুনেন নি এমন প্রকৌশলী খুজে পাওয়া দুষ্কর। সকল ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার টির কম বেশী ব্যবহার আছে।সিভিল,মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো #AUTOCAD জানা প্রায় বাধ্যতামূলক।এটি 2D+3D (দ্বিমাত্রিক+ত্রিমাত্রিক) কাজের জন্য নিঃসন্দেহে প্রথম শেণীর একটি ভালমানের সফটওয়্যার।খুব সহজে ব্যবহার করা যায়।এটী অটোডেস্ক কোম্পানীর একটি প্রোডাক্ট।বিভিন্ন ড্রাফটিং প্লান,ভিউ,ডিজাইন করতে এ সফটওয়ারের জুরি নেই।এককথায় অসাধারন।অনেকেই আছে যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে অটোক্যাড এ কাজ পারে না।ফলশ্রুতিতে চাকরীর বাজারে পরে বিপাকে।অনেকেই দেখা যায় বলে পড়াশুনা বাদ দিয়া অটোক্যাড শিখে লাভ কি???তাদের জন্য বলি ভাইজান,লবণ দিয়েও তো ভাত খাওয়া যায় তাহলে তাতে তরকারী দিয়ে খাবার কি দরকার আছে???আশা করি আপনার জবাব পেয়ে গেছেন।আমি চাই টেকটিউনস এর সকল প্রকৌশলী হয়ে উঠূক এক একটি কৌশলী। একটু সময় নষ্ট করুন এখন শিখতে,ভবিষ্যতের অনেক সময়ের জন্য এই ফল পাবেন।

আমি আপনাদের অটোক্যাড #AUTOCAD এর ওপর টিউন করতে চাচ্ছি। নিজে শিখুন,আর শেখান এই নীতিতে বিশ্বাস করতে শিখুন।আমি চাই আপনারাও হয়ে উঠুন অটোক্যাড এক্সপার্ট।সবাই শিখুন খুব সহজে।আমি অটোক্যাড এর ওপর ধারাবাহিক টিউন করার চেষ্টা করব।পাঠকের মতামত আশা করছি।আপনাদের উদ্দীপনায় হয়ত সামনে টিউন করতে আমাকে সাহায্য করবে। যারা ইতোমধ্যে অটোক্যাড শিখেছেন তারাও নতুন করে শিখতে পারেন।হয়ত শেখার মাঝে ফাক থাকতেই পারে,আবার সাজেশন ও দিতে পারেন,হয়ত আমার কাজে লাগবে।পড়তে থাকুন আর শিখতে থাকুন।অটোক্যাড আপনাকে শিখিয়েই ছাড়ব।শুধু দরকার হবে আপনাদের উৎসাহ,আর শেখার আগ্রহ।অনেক কিছু লিখলাম।ভুল হলে মাফ করবেন।আজ এ পর্যন্ত ই,সামনে ইনশাআল্লাহ অটোক্যাড এর বিস্তারিত আলোচনা করব। আশাকরছি অবশ্যই টিউমেন্টে আপনার মূল্যাবান মতামত জানাবেন…

Level 0

আমি Mahfuz Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চলিয়ে যাবেন আশা করি !!!

ইনশাআল্লাহ চেষ্টা করব অটোক্যাড নিয়ে নিয়মিত লেখার।আশা করছি আপনাদের সবাই কে সাথে পাব@Ashikur Rahman Tomal