Auto CAD নিয়ে টিউন করতে চাই ।।

সবাইকে সলাম।  আশা করি সবই ভাল আছেন । আমি অনেক দিন থেকে Techtunes এ নিয়মিত আসি  ।কিন্তু কোন দিন tune করি নাই। তাই আজকে আমি tune করতে বস্লাম। যে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি Auto CAD এর টিউটোরিয়াল  লিখতে চাই। টেকটিউনস এ Auto CAD নিয়ে tune হলেও তা কয়েকটি tune দেওয়ার পর  tune করা বন্ধ হয়ে জায়।তাই আমি Auto CAD এর tune করতে চাই ।

আপনাদের মতামত জানতে চাই।

Level 0

আমি হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান ,এই auto cad জিনিস টা কি সেইটাই ত জানি না

    @Technology Pagol: CAD এর মানে হল Computer Aided Design/Drafting

    auto cad হল একটি softwer ।যার সাহায্য প্রায় সব ধরনের 2D Design করা যায়।

আমার লাগবে।

আর winda cad হলে আরো ভালো হতো

    @সারিকুল বাসার: sorry ভাই আমি winda cadজানি না । তাই winda cad নিয়ে কোন help করতে পারব না। আমি সুধু Auto cad এর বিষয় সাহায্য করতে পারব।

ভাই অধির আগ্রহে অপেক্ষা করছি। আপনি শুরু করেন

    @সৈ্যদ আফিয়াত রহমান: আশা করি প্রতি শুক্রবার করে নতুন tune দাওর চেষ্টা করব।

মাঝপথে শেষ হবে না তো ?

এক ভাই Auto Cad নিয়ে টিউন করে ছিল বলল শেষ করবে কিন্তু ২/১ টিউন করে আর খুজে পাওয়া যাচ্ছে না! ইনশাআল্লাহ আপনি চালিয়ে যান আর মাঝ পথে হারিয়ে যাবেন না আমাদের ছেড়ে এভাবে অনেকে শিখার আগ্রহ হারিয়ে ফেলে। @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: ভাই দোয়া করেন যেন মাঝ পথে হারিয়ে না যাই।

Vai, Ami kintu akdom haa kore thakchi akhon theke, ami amar computer a akbar Corel Cad Install korechilam, kintu kichu bujhini. Amar khub sekhar eccha. Accha Auto Cad r Corel Cad ki akrakom na alada? Jodi alada hoy tale auto cad er downlod link o deben. R please aktu details a korben tune gulo. Thnk you…

    @SAHEB BISWAS: একি রকম।জদিও আমি Corel Cad ব্যবহার করি নাই।net থাকে যা জানতে পরলাম।

    ধন্যবাদ।

Level 2

ভাই আপনাকেই তো খুজতেছি, তারাতারি শুরু করেন। আর সবার মত আমিও বলছি “দয়াকরে মাঝপথে হারিয়ে যাবেন না”। শুভকামনা রইল।

হেল্প লাগলে বলবেন । আর আপনার এই উদ্যোগ প্রশংসনীয় এবং অনেক দরকারি । তবে একটাই কথা মাঝ পথে ছেড়ে দিবেন না । শুরু করে দিন বিসমিল্লাহ বলে 😀