৫ টি এমন টেলিগ্রাম বট যার মাধ্যমে আপনারা মোবাইল ব্যবহারের ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন!

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে পাঁচটি এমন টেলিগ্রাম বট যার মাধ্যমে আপনারা মোবাইল ব্যবহারের ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন নিয়ে নতুন আরো একটি টিউনে। আশাকরি আপনারা আমার আজকের আর্টিকেলটি পড়ে নতুন কিছু বিষয় সম্পর্কে নতুন কিছু জ্ঞান লাভ করতে পারবেন। আর আমার আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে এবং মনোযোগ সহকারে করলে আপনি ছোট ছোট কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন যা আপনার দৈনন্দিন মোবাইল ব্যবহারকে সহজ করে তুলবে। আজকের আর্টিকেলে আমরা ৫ টি এমন টেলিগ্রাম বট সম্পর্কে জানব যার মাধ্যমে আমরা ছোটখাটো কিছু কাজ খুব সহজেই করতে পারব।

আমার আজকের আর্টিকেলটি খুবই কোয়ালিটি ফুল হতে চলেছে। আশাকরি আমার আজকের আর্টিকেলটি থেকে আপনারা নতুন কিছু জানতে পারবেন। এছাড়াও আজকে আর্টিকেলে আপনাদেরকে আমি ভয়ংকর একটি টেলিকম বট সম্পর্কে জানাব। যার সম্পর্কে আপনাদের এবং পরিচিত সকল ব্যক্তিকে সতর্ক করবেন। এছাড়াও আপনারা এই আর্টিকেলটি শেষে এই পাঁচটি বটের লিংকটি পেয়ে যাবেন। এই লিংকগুলো থেকে ডাইরেক্ট আপনারা এই বোর্ডগুলোর ওপেন করে এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। পাঁচটি এমন টেলিগ্রাম বট যার মাধ্যমে আপনারা মোবাইল ব্যবহারের ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন।

1. Universal Search

এটি অত্যন্ত ভয়ংকর একটি টেলিগ্রাম বট। এটি একটি রাশিয়ান বট। তাই এখানে আপনি মেসেজ করতে চাইলে আপনাকে রাশিয়ান ভাষা জানতে হবে। আর আমাদের মধ্যে কেউই রাশিয়ান ভাষা জানে না এজন্য আমরা গুগল ট্রান্সলেট এর ব্যবহার করতে পারি। অর্থাৎ ঘর থেকে দেওয়া মেসেজগুলো কপি করে গুগল ট্রান্সলেটে গেলে google translate আপনাকে সেগুলোর ইংরেজি অথবা বাংলা ট্রান্সলেট করে দিবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে পথ আপনাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে। এখানে আপনি আপনার নাম্বার দিয়ে প্রথমে লগইন করে নিবেন। এরপর আপনি যদি আপনার জিমেইল অথবা ছবি এই বট কে সেন্ড করেন, তাহলে এই বট আপনার সকল ধরনের তথ্য অর্থাৎ আপনার নাম থেকে শুরু করে ঠিকানা এবং আপনার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পূর্ণ আপনাকে দিয়ে দিবে।

শুরুতেই বলা হয়েছে এটি অত্যন্ত ভয়ংকর একটি বট। তাই এই বটটি থেকে আপনি নিজে অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনার পরিচিত সকল ব্যক্তিকে এই বটটি থেকে সতর্ক থাকার জন্য নির্দেশ করবেন। আপনার অনলাইন জগতে থাকা সকল তথ্যগুলো এই বটের কাছে আছে। অর্থাৎ যে কোন অসৎ ব্যক্তি যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে খুব সহজেই এই বটের মাধ্যমে আপনার সকল তথ্য বের করে খুব সহজেই আপনার যেকোনো ধরনের ক্ষতি সাধন করতে সক্ষম হবে। এজন্য অবশ্যই এ ধরনের বটগুলো থেকে সব সময় নিজের তথ্যকে সতর্ক রাখবেন। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই ভোটের কাছে আপনার সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যন্ত আছে। যে কোন মানুষ চাইলে আপনার এসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্লিকেই বের করে ফেলতে পারে।

Universal Search

Official Bot @ Universal Search

2. Gpt4 Bot

এটিও আপনার জন্য অত্যন্ত মারাত্মক একটি বট। তবে এটির মাধ্যমে আপনারা কোন অসৎ বা খারাপ কাজ করতে পারবেন না। অসাধারণ একটি বট হয় এই বট এই বটটি এই লিস্টে জায়গা করে নিয়েছে। এই ভোটের মাধ্যমে আপনি মারাত্মক কঠিন কাজগুলো মাত্র এক ক্লিকার মাধ্যমে করে ফেলতে পারবেন। যেমন আপনি তাকে যদি বলেন একটি সুন্দর বাংলাদেশে মেয়ের ছবি দাও। তাহলে সে বাংলাদেশি মেয়েদের মতো করে একটি সুন্দর ছবি তার ভিতরে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তৈরি করা আপনাকে দিবে। ঠিক এমন ভাবে আপনি যে কোন ধরনের কঠিন কোডিং এর কাজগুলো এর মাধ্যমে করে নিতে পারবেন। অর্থাৎ একে আপনি সঠিক মত ইনস্ট্রাকশন দিতে পারলে সাথে সাথে সে আপনাকে কোডিং করে দিয়ে দিবে। আর এই কঠিন সঠিক জায়গা মত ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি সম্পন্ন করে ফেলতে পারবেন।

এছাড়াও এটির মাধ্যমে আপনি যেকোনো ধরনের তথ্য পেতে পারেন। এর ভিতর একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করায় আপনি তার থেকে যেকোনো ধরনের প্রশ্নের উত্তর নিতে পারবেন। এছাড়াও এটির কাছে সব সময় আপডেট আবহাওয়ার সংবাদ থাকে। অর্থাৎ কিছুক্ষণ পর আপনার এলাকায় কি আবহাওয়া হতে চলেছে তা আপনি এটি থেকে জেনে নিতে পারেন। এছাড়াও যে কোনো দেশের যে কোনো জায়গার নাম, জনপ্রিয় উৎসব, ভাষা এবং একটি দেশ সম্পর্কে সম্পূর্ণ তথ্য এর কাছে থাকায় আপনি একটি দেশ সম্পর্কে যথেষ্ট তথ্য এই বটের কাছ থেকে নিতে পারবেন। এভাবেই কিছু মারাত্মক কাজ আপনাকে এই বট খুব সহজেই করে দিবে। এইসব ছাড়াও এটি যেকোনো ধরনের অনেক বড় youtube ভিডিওকে সংক্ষিপ্ত করে দিতে পারে। এটি আপনার দেওয়া যেকোনো ধরনের বিশাল বড় youtube ভিডিওকে সামারাইজ বা সংক্ষিপ্তকরণ করে আপনাকে দিবে যাতে ভিডিও টির সম্পূর্ণ অংশ আপনাকে না দেখে বা না পড়েই সম্পূর্ণ ভিডিওটি দেখার সমান কাজ হয়ে যায়।

Gpt4 Bot

Official Bot @ Gpt4 Bot

3. Search Music

কখনো কখনো এমন হয় যে আমাদের মনে একটি গান সবসময় বাজতে থাকে, হয়তোবা তার দু একটা শব্দ আমাদের মনে থাকে কিন্তু গানের কোন লিরিক্স অথবা পুরো গান অথবা গানের নাম আমাদের মনে আসে না। সে ক্ষেত্রেও এই বট অনেক কাজে আসতে পারে। অর্থাৎ আপনার মনে আশা দু একটি শব্দ এই বটকে দিলে সে সম্পূর্ণ গানটি আপনাকে দিয়ে দিবে এবং এখান থেকে আপনি এই গানটি ডাউনলোড করে পরে শোনার জন্য রেখে দিতে পারবেন। এই ধরনের গানের সুর গুলো আপনি ভয়েস হিসাবে এই বট কে সেন্ড করে দিলে ও এই বট আপনাকে গানের নাম এবং গান দিয়ে দিবে।

এবার বটটি আপনার অনেক কাজে দিবে। এছাড়াও আপনি শিল্পীর নাম দিয়ে এখান থেকে গান খুঁজে বের করতে পারবেন। আপনি যদি প্রথমে শিল্পের নাম দিয়ে তারপরে আপনার মনে আসা দু একটি শব্দ এই বটটি কে সেন্ড করেন তাহলে এটি আপনাকে একটি কাঙ্ক্ষিত গানের লিস্ট দিবে। এখান থেকে গানগুলো শুনে আপনি খুঁজে নিতে পারবেন যে আপনার কোনো গানটি প্রয়োজন। এভাবে আপনি আপনার পছন্দের কিন্তু নাম মনে না হওয়া গানটি খুব সহজেই এই বটের মাধ্যমে খুঁজে বের করতে পারেন।

Search Music

Official Bot @ Search Music

4. Giphy Bot

এখান থেকে আপনি আপনার পছন্দমতো যে কোন ধরনের ইমোজি খুঁজে নিতে পারেন। আসলে ইমোজি বললে ভুল হবে এটি আসলে একটি এক সেকেন্ড থেকে ২ সেকেন্ডের শর্ট ভিডিও। এখান থেকে আপনি যেকোনো ধরনের ভিডিও পেতে পারেন। ধরুন আপনার প্রয়োজন একটি দুঃখিত বিড়াল, তাহলে আপনি এই বটকে মেসেজ করবেন এইভাবে @gif sad cat, অথবা আপনার যদি একজন খুশি মানুষের ইমোজি প্রয়োজন হয় তাহলে আপনি এই বটকে মেসেজ করতে পারেন এইভাবে, @gif happy man, ঠিক এইভাবে আপনি আপনার মনে আশা যে কোন ধরনের ইমোজি এই বট থেকে খুঁজে বের করতে পারেন।

এই বটটিতে আছে কোটি কোটি ইমোজির বিশাল সমাহার। এই ইমোজি গুলো আপনি যেকোনো জায়গায় যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করলে আপনার যেকোনো ধরনের লেখা বা মেসেজ অত্যন্ত আকর্ষণীয় দেখাবে। এই আকর্ষণের মেসেজগুলো বন্ধুদের মধ্যে আপনাকে আকর্ষণীয় করে তুলবে। এজন্য শুরু করে দিন আজ থেকেই এই বটটির ব্যবহার। আশাকরি এই বট টি আপনাদের অনেক কাজে আসবে। অন্তত মজাদার একটি বট এটি। এটির মাধ্যমে খুব সহজেই আপনি কোটি কোটি ইমোজি খুঁজে বের করতে পারবেন।

Giphy Bot

Official Bot @ Giphy Bot

5. Mr. Robot

অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের এই লিস্টের সবচাইতে মজাদার এবং সব থেকে উন্নত মানের একটি বট। এই বট আপনারা নিয়মিত ব্যবহার করলে অত্যন্ত মজা পাবেন মোবাইল ব্যবহার করে। বলতো এটি একটি টেক্সট গেম ভিত্তিক বট। এই বটের মধ্যে কয়েকটি অত্যন্ত মজাদার গেম রয়েছে। এর মধ্যে একটি গেম হল এমন, এখানে আপনাকে একটি বড় ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হবে এবং বিভিন্ন ধাঁধার উত্তর দেওয়ার মাধ্যমে আপনার একটি একটি করে গেট পার হয়ে ঘরটি থেকে বেরিয়ে আসতে হবে। এ ধরনের ধারার উত্তর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসো অত্যন্ত মজাদার এবং এই গেমটি শিশুদের জন্য আরো মজাদার হয়ে ওঠে এই ধাঁধার উত্তর দেওয়ার জন্য।

এছাড়াও এসব ধাঁধার উত্তর দেওয়ার মাধ্যমে শিশুদের মস্তিষ্কের বিকাশ ভালো হয়। এছাড়াও এই বটে আরো কয়েকটি টেক্সট ভিত্তিক গেম রয়েছে। আপনি যদি যেকোনো ধরনের সমস্যায় এই গেমটি খেলতে খেলতে আটকে যান তাহলে আপনি এই বটে থাকা হেল্পের মাধ্যমে সাহায্য নিয়ে গেমগুলো আবার সমাধান করতে সক্ষম হবেন। এভাবে বটি ব্যবহার করে আপনি অত্যন্ত মজা পাবেন এবং এই খেলাগুলোতে থাকা ধাঁধার উত্তর দিয়ে আপনি কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। এছাড়াও আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে তাদেরকে এই গেমটি খেলতে দিয়ে আপনি দেখতে পাবেন যে তারা ছোট ছোট ধাঁধার উত্তর দিয়ে অত্যন্ত ভালো ভালো জ্ঞান অর্জন করছে এবং এই গেম গুলো খেলে তারা অত্যন্ত মজা পাচ্ছে।

আপনারা যদি এই বাড়তি পূর্বে ব্যবহার করে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন এখানকার গেম গুলো কত মজাদার। আপনারা জেনে অবাক হবেন, এই পথটি আমি নিজেই নিয়মিত ব্যবহার করছি এবং আমার বাসায় থাকা বাচ্চাদের দিয়ে নিয়মিত ব্যবহার করাচ্ছি। এইবারটি ব্যবহারের মাধ্যমে আমি অত্যন্ত সুন্দর সুফল অর্জন করছি। তাই আপনারা আজ থেকে শুরু করে দিন এই বটের ব্যবহার।

Mr. Robot

Official Bot @ Mr. Robot

এভাবেই আমাদের লিস্টে থাকা পাঁচটি বট ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইল ব্যবহারকে সহজ করে তুলতে পারেন। এছাড়াও আমাদের আজকের আর্টিকেলে এই বোর্ডগুলো সম্পর্কে যে-সব সতর্কতা বানিয়ে দেওয়া হয়েছে এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের মোবাইলে আপনাদের অনলাইনে তথ্য গুলো কোন অসৎ ব্যক্তির হাতে পড়ার সম্ভাবনা থাকবে না। তাই আশাকরি আমার কথাগুলো অর্থাৎ আমার আর্টিকেলের লেখাগুলো আপনারা মেনে থাকবেন। এছাড়াও আমার আজকের আর্টিকেলে টেলিগ্রাম বট গুলো আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না। আজকের এই আর্টিকেলে শেষে আমি সবগুলো টেলিগ্রাম বটের লিংক দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি আজকের আর্টিকেল থেকে এই টেলিগ্রাম বট গুলো এক ক্লিকের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

আশাকরি আমার আজকের আর্টিকেলের এই পাঁচটি বট আপনাদের কাছে সম্পূর্ণ নতুন। এই ৫টি বট সম্পর্কে আপনারা আগে কোথাও কোন আর্টিকেল পড়েননি। তাই যদি আপনাদের কাছে এই ৫ টি টেলিগ্রাম বট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জোস করবেন এবং মন্তব্য করে জানাবেন। আশাকরি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আজকের আর্টিকেলে আলোচনা করা বটগুলো থেকে আপনি সবসময় চেষ্টা করবেন নিজের প্রাইভেসি বজায় রাখার। এছাড়াও আপনি আপনার প্রতিদিনের অনেক বেশি সময় লাগা কাজগুলো আজকের টিউনে আলোচনা করা বটগুলো দ্বারা খুব সহজেই সম্পূর্ণ করে নিতে পারবেন।

আজকের টিউনে আলোচনা করা বটগুলোর আরো অনেক ফিচার রয়েছে৷ সবগুলো ফিচার একটি মাত্র টিউনে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আপনি যদি নিয়মিত এই বটগুলো ব্যবহার করেন তাহলে আপনি নিজেই সেই সকল ফিচার সম্পর্কে আপনা আপনি অবগত হয়ে যাবেন। এছাড়াও আজকের টিউনে আলোচনা করা বটগুলো নিয়ে আপনার মনে কোনো মন্তব্য থেকে থাকলে তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আপনার করা মন্তব্যটি গঠনমূলক হলে তা অবশ্যই আমি আমার টিউনে যুক্ত করে নিবো।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, পাঁচটি এমন টেলিগ্রাম বট যার মাধ্যমে আপনারা মোবাইল ব্যবহারের ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস