আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে সেরা ৫ টি Chat GPT অলটারনেটিভ নিয়ে নতুন আরো একটি টিউনে। আজকের পোস্টটি আমরা যারা যারা দেখছি হয়ত তারা সকলেই জানি Chat GPT কি? তাই আজকের এই টিউনে Chat GPT কি? Chat GPT দ্বারা কী করা হয়? এসব নিয়ে কোনো কথা বলবো না। আমরা সকলেই জানি Chat GPT সর্ববৃহৎ ভাষা মডেল Open Ai এর তৈরি একটি স্বয়ংক্রিয় অটোবট। বর্তমানে সারা বিশ্বে এই Chat GPT অনেক বেশি চাহিদা রয়েছে। ক। কারণ এটি মুহূর্তে অনেক কঠিন কঠিন কাজগুলো সম্পন্ন করতে সক্ষম যেমনঃ
এই সমস্ত জটিল কাজগুলো Chat GPT দিয়ে খুব সহজেই করে নিতে পারবেন। তবে আজকের টিউনে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমরা Chat GPT এর সেরা ৫টি অল্টারনেটিভ সম্পর্কে জানব। এবার আপনারা অনেকেই বলতে পারেন কেন Chat GPT এর অল্টারনেটিভ ব্যবহার করব? এটিই তো ভালো ছিল। হ্যাঁ, এটিও ভালো আপনি যদি একজন সাধারণ ইউজার হয়ে থাকেন তাহলে এই Chat GPT আপনার জন্য ভালো। আর আপনি যদি অনেক হাই লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে Chat GPT অল্টারনেটিভ খুঁজে নিতে হবে কারণ হলঃ
এই সমস্ত সমস্যাগুলোর দিকে বিবেচনা করলে আমি মনে করি, যারা এই জটিল কাজগুলো করে থাকেন তাদের অবশ্যই Chat GPT পাশাপাশি এর অল্টারনেটিভ চ্যাট বটগুলোও ব্যবহার করা উচিত। এতে আপনাদের প্রতিদিনের কাজগুলো আরো অনেক বেশি সহজ হবে। তো আপনি যেহেতু আজকে আমাদের এই পোস্টটি পড়ছেন, তাহলে আমরা ধরে নেব আপনি Chat GPT অল্টারনেটিভ খুঁজছেন। তবে আপনি জানলে অবাক হবেন যে বর্তমান সময়ের Chat GPT দুর্দান্ত কার্যকরী অনেক অল্টারনেটিভ রয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন, সেরা ৫ টি Chat GPT অলটারনেটিভ - এবার প্রশ্ন হবে মজায় মজায়।
আমাদের লিস্টের শুরুতেই প্রথম অবস্থানে থাকছে গুগলের অফিসিয়াল ভাবে তৈরি Google Bird AI ওয়েবসাইট। গুগল কি এ বিষয়ে আমরা সকলেই জানি। সেই সাথে গুগলের প্রতিটি সার্ভিস কতটা জনপ্রিয় এ সম্পর্কে আশাকরি আপনাদের আলাদা করে কিছু বলতে হবে না। তবে আপনি জানলে অবাক হবেন যে, সম্প্রতি google তাদের অফিসিয়াল ভাবে নিজস্ব একটি Ai টুলস অথবা ওয়েবসাইট গুগলে পাবলিশ করেছেন। অন্য সকল Ai গুলোর থেকেও অনেক বেশি সুবিধা সম্পন্ন Ai হলো এই Google Bird AI. এবার আপনি ভাবতে থাকুন, এই গুগল দ্বারা করতে পারবেন না এমন কোন কাজ হয়ত আপনার জানা নেই।
হ্যাঁ বন্ধুরা, অনলাইন থেকে অফলাইন, এছাড়াও প্রয়োজনীয় সকল পরামর্শ নিতে পারবেন এই Google Bird AI দ্বারা। সবচেয়ে মজার বিষয় হলো এই Google Bird AI অনেক সুন্দরভাবে যেকোনো ইমেজকে বিশ্লেষণ করতে পারে। হ্যাঁ, যেহেতু গুগলের নিজস্ব একটি সার্ভিস এই Google Bird AI সেহেতু ভিন্ন ধরনের কিছু চমক তো থাকতেই হবে। ঠিক এরকমই একটি চমক দিচ্ছে আমাদের Google Bird AI টুলস। অন্য সকল Ai টুলস ব্যবহার করলে তাদের মাঝে ইমেজ বিশ্লেষণ করার ফিচারটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। সেখানেই গুগলের Google Bird AI টুলসটি দ্বারা আপনি ফ্রিতেই যে কোনো ইমেজকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে নিতে পারবেন।
এছাড়াও আপনার যদি একটি ওয়েবসাইট অথবা ভিডিও মেকিং ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলেও আপনি এই Google Bird AI দ্বারা অনেক সুন্দর সুন্দর SEO ফ্রেন্ডলি কনটেন্ট বানিয়ে নিতে পারবেন। এই সার্ভিসটির জন্যেও আপনাকে আলাদা করে কোনো অর্থ প্রদান করতে হবে না। Google Bird AI দ্বারা কন্টেন্ট রাইটিং এর সার্ভিসটিও একদম ফ্রিতেই নিতে পারবেন। এছাড়াও অনেক জটিল প্রশ্নের সমাধান দেওয়া তো থাকছেই। জনপ্রিয় এই গুগলের এআই টুলসটি দ্বারা রহস্য সমাধান থেকে শুরু করে বিজ্ঞানভিত্তিক যেকোনো সমস্যার সমাধান নিতে পারবেন মুহূর্তেই।
Google Bird AI সবচেয়ে জনপ্রিয় আরো একটি ফিচার হলো এর কোডিং দক্ষতা। এই টুলস দ্বারা আপনি Python, JavaScript, Java, C+ এর মত অনেক জটিল কোডিংগুলো সহজেই করে নিতে পারবেন। এছাড়াও আপনার কোডিং এর মাঝে যদি কোন ভুল হয়ে থাকে সেই ভুলগুলো সহজেই খুঁজে বের করে নিতে এবং সেই ভুলগুলোকে সেখানে সমাধান করে নিতে পারবেন। এছাড়াও আপনি এই Google Bird AI দ্বারা নিত্যনতুন ফিচারে ভরপুর বিভিন্ন মোবাইল অথবা কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এই সবগুলো ফিচার আপনি একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। মূলত এই সমস্ত কারণগুলোর জন্যই অল্টারনেটিভ হিসেবে Google Bird AI ব্যবহার করা উচিত।
Official Ai @ Google Gemini AI
আমাদের লিস্টে দুই নাম্বারে থাকছে জনপ্রিয় সার্চ ইঞ্জিল প্রতিষ্ঠাতা Bing এর অফিসিয়াল ভাবে তৈরি Bing Ai ওয়েবসাইট অথবা টুলস। এই Bing Ai আপনি একদম ফ্রিতেই আপনার প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এটি জনপ্রিয় Microsoft কোম্পানির অফিসিয়াল ভাবে তৈরি একটি Ai টুলস। Bing Ai কে আপনি সহজ ভাবে কোন প্রশ্ন করলে সেই প্রশ্নের অনেক বিশ্লেষণ এবং তথ্য সম্পন্ন উত্তর দিতে সক্ষম এই Bing Ai টুলসটি। সব থেকে মজার ব্যাপার হলো এই Bing Ai জনপ্রিয় পাওয়ার অন্যতম একটি কারণ এটি সহজেই অনেক জটিল প্রশ্নগুলো বুঝতে পারে এবং সেই জটিল প্রশ্নের ভিত্তিতে অনেক সহজ ভাবে উত্তর প্রদান করতে সক্ষম।
এছাড়াও Bing Ai এর মাঝে অন্য সকল Ai এর মতোই সকল ফিচার দ্বারা ভরপুর করার রয়েছে। Bing Ai দ্বারা আপনি গল্প, কবিতা, কোডিং, আর্টিকেল লেখা সহ সকল কাজ করতে পারবেন। এই টুলসটি ব্যবহার করে লেখা আর্টিকেলগুলো অনেক সুন্দর আর বিস্তারিত সকল তথ্য উপস্থাপন করা থাকে। এছাড়াও আপনি এই Bing Ai দ্বারা বিশ্বের প্রায় ১০০টির বেশি ভাষায় লেখালেখির কাজ করতে পারবেন। এছাড়াও আপনি এই ভাষা মডেলগুলো ব্যবহার করে নিজের প্রয়োজন অনুযায়ী একটি ভাষাকে মাল্টিপল ভাষায় রূপান্তর করে নিতে পারবেন।
অন্যান্য সকল এআই ওয়েবসাইটগুলোর মতই Bing Ai দ্বারা আপনি অনেক জটিল কোডিং কাজগুলো সম্পন্ন করতে পারবেন। জটিল কোডিং ভাষাগুলো হল Python, JavaScript, Java, C+ ইত্যাদি সহ জনপ্রিয় আরো অনেক ভাষায় কোডিং কাজগুলো করতে পারবেন। এখানেও সবচেয়ে বড় সুবিধা হল Bing Ai টুলসটি ব্যবহার করার জন্য আপনাকে কোন প্রকার অর্থ প্রদান করতে হবে না। এছাড়াও এখানেই কোডিং করতে অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নেই। কোডিং করার জন্য মোটামুটি, জ্ঞান থাকলেই Bing Ai ব্যবহার করে অনেক বড়ো আর কঠিন কোডিং এর কাজ সম্পূর্ণ করা সম্ভব। জনপ্রিয় এই সমস্ত ফিচারের কারণেই আমি মনে করি, Chat GPT অল্টারনেটিভ হিসেবে আপনার Bing Ai ব্যবহার করা উচিত।
Official Ai @ Bing Ai
বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট হলো এই Bloom Ai ওয়েবসাইট। এর এত বেশি জনপ্রিয় পাওয়ার কারণ হলো এই Ai ওয়েবসাইটটি একই সঙ্গে অনেকগুলো কাজ করতে পারে। লেখালেখি থেকে শুরু করে অনুবাদ, তথ্য সংগ্রহ, রহস্যময় জিনিসের সমাধান করা সহ প্রায় সকল কাজই করতে পারে এই Bloom Ai টুলসটি। এই সমস্ত কাজগুলো করার জন্য আপনাকে আলাদা করে অনেক বেশি পরিশ্রম করতে হবে না। প্রথম অবস্থায় আপনাকে Bloom Ai ব্যবহার করার জন্য একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে হবে। তারপর সেই অ্যাকাউন্ট ব্যবহার করে সব সময় কাজ করতে পারবেন।
তবে আপনি জানলে অবাক হবেন যে, জনপ্রিয় এই Bloom Ai টুলসটি ব্যবহার করার জন্য কোন প্রকার অর্থ প্রদান করার প্রয়োজন নেই। মুহূর্তের মধ্যে অনেক কঠিন প্রশ্নের সমাধান দেওয়া, জটিল জটিল কোডিং কার্ড গুলো সম্পন্ন করা, রহস্যময় সমস্যাগুলোর সমাধান করা সহ জনপ্রিয় এই সকল কাজগুলোই একদম ফ্রিতেই করতে পারবেন। Bloom Ai টুলসটিকে আপনি আপনার প্রতিদিনের নিয়মিত কাজের একজন আদর্শ সহকারী হিসেবে মেনে নিতে পারেন। এছাড়াও আপনি নিয়মিত এই Bloom Ai ব্যবহার করলে নতুন নতুন আরো অনেক কিছু জানতেও শিখতে পারবেন।
Bloom Ai জনপ্রিয়তা পাওয়ার আরো একটি কারণ হল এটিকে আপনি বন্ধুর মত চ্যাটিং বট হিসেবেও ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকে হয়ত ফেসবুকে বিভিন্ন চ্যাটিং বট দেখেছেন। আবার অনেকেই ইতিমধ্যে সেগুলো ব্যবহারও করেছেন। তারা হয়ত খুব ভালোভাবেই জানেন যে, সেই সমস্ত বটগুলোর সাথে বন্ধুর মত চ্যাটিং করে কথা বলা যায়। তাদেরকে আন্তরিকভাবে যে কথা বলা হয় তারা সেই কথার উপর ভিত্তি করে বন্ধুর মতই সুন্দর সুন্দর আর মজাদার উত্তর প্রদান করে থাকে। যা অনেকটাই বন্ধুদের সাথে কাটানো সময় মতোই ফিল করা যায়। Bloom Ai দ্বারাও ঠিক একই ভাবে আপনি বন্ধুর মত চ্যাটিং করে আপনার বোরিং সময়গুলো কাটাতে পারবেন।
Official Ai @ Bloom Ai
বর্তমান সময়ে ফেসবুক চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছে। তবে আমার মনে হয় ফেসবুক নাম শোনেননি এমন মানুষ হয়ত এখন আর পাওয়া যাবে না। হ্যাঁ, জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া অথবা মেসেজিং প্লাটফর্ম বর্তমান সময়ে বিভিন্ন Ai টুলগুলোর সাথে পাল্লা দিতে নিজেও নিয়ে এসেছে Facebook BlenderBot নামে চমৎকার একটি Ai টুলস। জনপ্রিয় একটি Ai প্রতিষ্ঠান FAIR 2013 সালে প্রথম Facebook BlenderBot Ai Tools টি বানানোর উদ্দেশ্যে কাজ শুরু করে। তবে বর্তমান সময় ২০২৪ সালে এটি বেশ ভালোভাবেই কার্যক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছে।
Facebook BlenderBot অনেক SEO ফ্রেন্ডলি ইউনিক আর্টিকেল লিখতে পারে। বিশ্বের প্রায় সবগুলো ভাষা দিয়েই আর্টিকেল লিখতে সক্ষম এই Ai ওয়েবসাইটটি। এছাড়াও আপনি চাইলে Facebook BlenderBot Ai দ্বারা অনেক সুন্দর সুন্দর গান এবং কবিতা লিখতে পারবেন। এছাড়াও এই টুলসটির আরো একটি ভালো গুন হচ্ছে আপনার বানানো সুন্দর সুন্দর কবিতা ও গানগুলোও ডিফল্টভাবে গেয়ে শোনাতে সক্ষম এই Facebook BlenderBot Ai টুলস। যা দ্বারা পরবর্তীতে আপনার কবিতা অথবা গানগুলোর জন্য সুর খুঁজতে অনেক বেশি সমস্যা বা কষ্ট হবে না। কারণ এই টুলসটি আপনার কবিতা বা গানের জন্য সুন্দর সুর বাছাই করে দিবেন।
Facebook BlenderBot জনপ্রিয় পাওয়ার সবচেয়ে বড় এবং অন্যতম কারণ হলো, এটি আপনার জন্য আপনার ইচ্ছামতো নির্দিষ্ট সময়সূচি তৈরি এবং তা আপনার ইচ্ছামতোই স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে সক্ষম। এছাড়াও আপনার চাহিদা অনুযায়ী টু-ডু তালিকা তৈরি করা এবং তার নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে সক্ষম এই Facebook BlenderBot টুলস। এছাড়াও এই Ai টুলসটি ই-মেইল ট্রাক করাসহ বার্তা পরিচালনার কাজেও আপনাকে সাহায্য করতে পারবেন। এছাড়াও এই Facebook BlenderBot এর কথা বলার ধরন অনেক আকর্ষণীয় যা আপনাকে একদম মুগ্ধ করে ফেলবে।
Official Ai @ Facebook BlenderBot
আমাদের লিস্টের সর্বশেষ এবং Chat GPT অল্টারনেটিভ জনপ্রিয় আরেকটি টুলস হল DialoGPT Ai টুলস। এটিও বর্তমান সময়ে গুগলের তৈরি বেশ জনপ্রিয় একটি Ai ওয়েবসাইট। আমরা সবাই জানি গুগলের প্রতিটি জিনিস মানেই স্পেশাল ফিচার। হ্যাঁ, এখানের সেরকম চমক রেখেছে গুগল। জনপ্রিয় এই DialoGPT দ্বারা আমি আপনার প্রতিদিনের সবগুলো কাজ খুব ভালো ভাবে করতে পারবেন৷ এই টুলসটি মূলত অনলাইনের কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তাই আপনি এখানে অফলাইনের কাজগুলোর সুবিধা বেশি পাবেন না। তবে এইটা তেমন কোনো সমস্যা করবে না। কারণ আমরা বেশিরভাগ ইউজার অনলাইনের কাজের জন্য Ai টুলগুলো ব্যবহার করে থাকি।
অন্যান্য সকল Ai ওয়েবসাইট অথবা Ai টুলগুলোর মতো অনেক ভালোভাবে এবং নিখুঁতভাবেই সবগুলো সার্ভিস প্রদান করতে পারে। জনপ্রিয় এই DialoGPT Ai টুলসটির কিছু ফিচার হলোঃ কন্টেন্ট লেখা, যেকোনো জটিল প্রশ্নের সহজ সমাধান দেওয়া ইত্যাদি। এছাড়াও মজার একটি বিষয় হলো আপনার যখন ভালো লাগবে না তখন আপনি এই DialoGPT Ai ওয়েবসাইট ব্যবহার করে এর সাথে বন্ধুর মতো মেসেজ চ্যাটিং অথবা আড্ডা করতে পারবেন। নিজের পারসোনাল লাইফের ভালো মন্দ পরামর্শ গুলো সহজেই নিতে পারবেন এই DialoGPT টুলসটি থেকে। এছাড়াও কোডিং এর মতো কঠিন কাজগুলো এখান থেকে শিখে নিতে পারবেন।
তবে সবচেয়ে মজার ব্যাপার হলো DialoGPT Ai টুলসটির এতো সকল জনপ্রিয় ফিচার ব্যবহার করা সত্ত্বেও আপনাকে এখানে কোনো অর্থ অথবা ফি প্রদান করতে হবে না। DialoGPT Ai টুলসটি আপনি একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এর কোডিং করার সিস্টেমটি বেশ আলোচিত। এখানে আপনি কোডিং করার সময় উক্ত Ai আপনাকে সেই কোডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিবে৷ যার ফলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সেখানে কোন ফাংশনটি কেনো ব্যবহার করা হয়েছে। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। মূলত এসব ফিচারের জন্য DialoGPT Ai ওয়েবসাইটটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি Ai টুলস।
Official Ai @ DialoGPT
আজকের টিউনে আলোচনা করা Chat GPT অলটারনেটিভ সেরা ৫ টি Ai ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশাকরি আজকের টিউনে আলোচনা করা Ai ওয়েবসাইটগুলো আপনার অনেক কাজে লাগবে। কারণ আজকের টিউনে আলোচনা করা Ai ওয়েবসাইটগুলো ব্যবহার করার জন্য আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না। এখানে যে ৫ টি Ai টুলস আলোচনা করা হয়েছে সেগুলো নিঃসন্দেহে অনেক ভালো ভালো ফিচার দিয়ে ভরপুর। অন্যদিকে আপনি আজকের আলোচনা করা ফিচারগুলো আলাদা আলাদা Ai টুলস থেকে ফ্রিতে উপভোগ করতে পারবেন না। কারণ বর্তমান সময়ে এতসব জনপ্রিয় ফিচার নিয়ে কোনো Ai প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাতে পারবেন না।
আপনি আবার ভাববেন না যে, এই সমস্ত টুলগুলো খারাপ জন্য ফ্রি সার্ভিস প্রদান করে। না, মোটেও না কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে, আজকের টিউনে আলোচনা করা Ai টুলগুলো কোনো কোনো বড়ো বড়ো প্রতিষ্ঠান দ্বারা ফ্রিতে পরিচালনা করা হচ্ছে। ফ্রি দেওয়ার কারণ হচ্ছে তাদের অডিয়েন্স ধরে রাখা। বর্তমান সময়ে Google, Bing, FaceBook, Microsoft অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান। সেগুলো আমি অথবা আপনি কেউই অস্বীকার করতে পারবো না। মূলত অনেক বড়ো কোম্পানি হওয়ার কারণে তাদের এসব সার্ভিস ফ্রিতে দেওয়াই কোনো লস হচ্ছে না। উলটে অডিয়েন্স ধরে রাখছে এটাই তাদের অনেক লাভ। আশাকরি আপনিও এই সমস্ত ফ্রি Ai টুলস ব্যবহার করে অনেক উপকৃত হবেন।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, সেরা ৫ টি Chat GPT অলটারনেটিভ - এবার প্রশ্ন হবে মজায় মজায়। আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।