আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় সারা জাগানো একটি বিষয় AI ওয়েবসাইট। যার দ্বারা আপনি অনেক কঠিন, অনেক সময় সাপেক্ষে কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। অনলাইনে অনেক প্রতিষ্ঠান নিদিষ্ট কাজের জন্য নিদিষ্ট AI ওয়েবসাইট অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট তৈরি করে রেখেছে৷ সেগুলোর সার্ভিস আমরা ফ্রি অথবা টাকা দিয়ে উপভোগ করে থাকি। থার্ড পাট্টি এই প্রতিষ্ঠানগুলো এখনো অনেক বড়ো বড়ো AI ওয়েবসাইট বানিয়ে সার্ভিস প্রদান করছে। সেখানে গুগল কেনো বসে থাকবে। আপনি হয়ত এতক্ষণে ধারণা পেয়ে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা গুগলের বানানো নিজস্ব AI নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
গুগলের অফিসিয়াল AI ওয়েবসাইটের নাম হলো Gemini AI ওয়েবসাইট। অন্যান্য সকল AI ওয়েবসাইট এর মতো এটিও সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ AI ওয়েবসাইট। তবে অন্যান্য সকল AI ওয়েবসাইট থেকে বেশ ভালোই উন্নত। তবে জানার জন্য শুরুতেই বলে নেওয়া ভালো Open AI বানানো Chat GPT এর সাথে তুলনা করলে Chat GPT অনেক বেশি এগিয়ে থাকবে। গুগলের তৈরি Gemini AI টুলস দিয়ে আপনি প্রায় সকল কাজগুলোই করতে পারবেন। তবে এখানে আপনি যখন কোডিং করতে যাবেন তখন একটি বিপত্তি হবে। কারণ Gemini AI সরাসরি কোডিং না করে ইউটিউব থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে সোর্চ দিয়ে থাজে৷ যা একপ্রকার নিম্ন মানের ফিচারিং মনে হয়েছে। তো আজকে যেহেতু আমরা গুগলে Gemini AI টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই এখানেই সব কথা বলবো না। ধাপে ধাপে আস্তে আস্তে সব আলোচনা করবো যাবে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। টিউন শেষে আলোচনা করবো গুগলের Gemini AI VS Chat GPT কোনটি সেরা! তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন গুগলের তৈরি Gemini AI জানুন খুঁটিনাটি বিস্তারিত!
Gemini AI গুগলের তৈরি এক অসাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল। যা দ্বারা আপনি সহজেই আপনার যেকোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনলাইনে কেনাকাটার জন্য সবচেয়ে ভালো পরামর্শ নিতে পারবেন এই Gemini AI দ্বারা। আপনি অনলাইনে অথবা অফলাইনে করা যায় এমন সকল কাজের সাহায্য আপনি এই সমস্ত AI ব্যবহার করেই নিতে পারবেন। অন্য সকল AI গুলো ব্যবহার করতে অর্থ প্রদান করতে হয়। তবে আপনি গুগলের এই অফিসিয়াল Gemini AI টুল ব্যবহার করতে কোন অর্থ প্রদান করতে হবে না। আপনার অনলাইন থেকে অফলাইন প্রায় সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম এই গুগল Gemini AI. আপনি এখানে শুধুমাত্র আপনার সমস্যার নিয়ে একটু লিখলে অথবা প্রশ্ন করলেই সম্ভাব্য উত্তর টি আপনি পেয়ে যাবেন। গুগলের তৈরি Gemini AI অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি স্বয়ংক্রিয় মেসেজিং টুলস যা আপনার সমস্যাগুলোর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করতে সক্ষম।
Official Website @ Bard AI / Gemini AI
Gemini AI হলো অনলাইন অথবা অফলাইন সমস্যা সমাধানের একটি স্বয়ংক্রিয় টুলস। যা শুধুমাত্র ছোট একটি কমান্ড প্রদানের মাধ্যমে পরিচালনা করা সম্ভব। গুগলের তৈরি এই Gemini AI ওয়েবসাইট আপনি আপনার ইচ্ছামতো যেকোনো ভাষায় ব্যবহার করতে পারবেন। এটি একটি কৃত্রিম মেশিন লার্নিং সিস্টেম হওয়ার বিশ্বের প্রায় সবগুলো ভাষায় কথা বলতে বা সাহায্য করতে পারে। Gemini AI শক্তিশালী কম্পিউটার প্রোগামিং ব্যবহার করে তৈরি করা হয়েছে। যার কারণে খুব অল্প সময়ে বিস্তারিত আলোচনা করতে পারে। Google Gemini AI করতে পারে এমন কিছু সাধারণ কাজ হলোঃ
Gemini AI অনলাইন অথবা অফলাইন সকল বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিতে সক্ষম। বিশ্বের সকল ভাষার প্রশ্ন Gemini AI বুঝতে পারে। যার ফলে আপনার প্রশ্নের উপর ভিত্তি করে সম্ভাব্য সঠিক উত্তর প্রদান করে থাকে।
Gemini AI শক্তিশালী কম্পিউটার প্রোগামিং অথবা কম্পিউটার মেশিন লার্নিং সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে। যার কারণে Gemini AI বিশ্বের সকল ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা অথবা শিক্ষা দিতে সক্ষম। আপনি যদি আপনার দেশ ব্যতীত অন্য কোনো দেশের ভাষা শিখতে আগ্রহী হয়ে উঠেন তাহলে Gemini AI ব্যবহার করে খুব সহজেই ভাষা শিক্ষা গ্রহণ করতে পারবেন।
Gemini AI অনলাইন অথবা অফলাইনে সকল বিষয়ে পরামর্শ প্রদান করতে সক্ষম। আপনি যদি কোনো সমস্যায় পরে থাকেন তাহলে উক্ত সমস্যা নিয়ে Gemini AI কে প্রশ্ন করতে পারে " কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?" Gemini AI আপনাকে যথেষ্ট ভালো পরামর্শ দিবেন। যার ফলে আপনি আপনার সমস্যাগুলো সমাধানের একটি উপায় পেতে পারেন।
Gemini AI কেনাকাটার জন্য অথবা কোনো পণ্য বিষয়ক পরামর্শ প্রদানে বেশ জনপ্রিয়তা লাভ করে। আপনি অনলাইন থেকে নতুন কোনো পণ্য কিনতে আগ্রহী হয়ে উঠলে উক্ত পণ্য সম্পর্কে ভালো, খারাপ সকল বিষয়ে বিস্তারিত তথ্য Bard Ai থেকে নিতে পারেন। অথবা উক্ত পণ্য MRP দেওয়া মূল্যে কিনতে লাভ বা ক্ষতি হওয়ার সম্ভবনা কেমন তাও আপনি Bard Ai দ্বারা জানতে পারবেন।
গুগলের অফিসিয়াল এই Gemini AI এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। কারণ গুগল তাদের ইউজারদের ইউজার এক্সপেরিয়েন্স আরো বেশি বৃদ্ধি করার লক্ষ্যে Gemini AI টুলসে আরো নতুন নতুন ফিচার যুক্ত করে দিচ্ছে। যার কারণে Gemini AI বর্তমানে আরো বেশি বিশ্লেষণ করে উত্তর প্রদান করতে সক্ষম হয়েছে। তথ্য বিশ্লেষণ আর সেই সাথে তথ্যের ধারা বজায় রাখার জন্য গুগল তাদের Gemini AI এর সাথে তথ্য খোঁজার ফিচার যুক্ত করে দিয়েছেন। যার মাধ্যমে আমরা অনলাইন থেকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য খুঁজে পেতে পারি। Gemini AI দ্বারা তথ্য খুঁজতে পারবেন এমন কিছু বিষয় হলোঃ
আপনি Bard Ai দ্বারা যেকোনো দেশের বর্তমান জরিপ নিয়ে যেকোনো বিষয়ক তথ্য দেখে নিতে পারেন। যেমন "বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?" অথবা আপনি দেখতে পারবেন "বাংলাদেশে কতোটি গ্রাম বা শহর রয়েছে?" ইত্যাদি।
গুগলের তৈরি জনপ্রিয় এই Bard Ai টুল দ্বারা আপনি আমার লেখা যেকোনো ভাষাকে আপনার পছন্দের ভাষা অনুযায়ী অনুবাদ করতে পারবেন। যেমন আপনি বাংলা ভাষা জানেন, বাংলায় বললেন "আমি ভালো আছি" এই কথাটি আপনি আপনার ইচ্ছামতো যেকোনো দেশের ভাষায় অনুবাদ করতে পারবেন।
Bard Ai দ্বারা আপনি বিশেষ বিষয়ে যেকোনো তথ্য সন্ধান করতে পারবেন। বিশেষ বিষয়গুলোর মধ্য বই, চলচ্চিত্র, সংগীত, খেলাধুলা, পর্যটন, স্বাস্থ্য, বিজ্ঞান, ইত্যাদি যেকোনো ভাষায় তথ্য সংগ্রহ করতে পারবেন।
কোডিং এর জন্য Gemini AI এর তেমন বেশি ভালো না। আমার এখানেই একটি বেশি খারাপ লেগেছে। কারণ Gemini AIদ্বারা কোডিং শুরু করতে একটু বেশিই ঝামেলা করতে হয়। গুগলের নিজস্ব এই Gemini AI দ্বারা আপনি শুরুতেই কোডিং করতে পারবেন না, এখানে কোডিং করতে হলে আপনাকে কোডিং প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য Gemini AI টুলসে আপনার যাবতীয় সকল ইনফরমেশন দিয়ে Sing Up করে নিতে হবে। তারপর সেখানে কোডিং করার জন্য প্রজেক্ট তৈরি করতে হবে। তারপর সেই প্রজেক্ট সঠিকভাবে সেটয়াপ করতে হবে। এই প্রজেক্ট সম্পূর্ণ হলে তবেই আপনি একটি Api কোড পেয়ে যাবেন যা পরে ব্যবহার করে কোডিং লাইব্রেরি তৈরি করতে পারবেন।
Gemini AI দিয়ে কোডিং করার জন্য সেটয়াপ প্রসেসটি অনেক লম্বা প্রসেস হওয়ায় এখানে সম্পূর্ণ দেখাতে পারলাম না। তারপরেও আপনারা যদি Gemini AI দিয়ে কোডিং করতে চান তাহলে টিউমেন্ট করে জানবেন। আমি পরবর্তী Gemini AI ফুল সেটয়াপ করা নিয়ে টিউন আনবো ইনশাআল্লাহ। তবে আমার পারসোনাল মতামত জানতে চাইলে বলবো, কোডিং করার জন্য সেরা AI টুল হলো Open AI এর ওপেন সোর্স দ্বারা বানানো Chat GPT টুল। যা কোডিং এর জন্য Gemini AI এর থেকেও অনেক বেশি উন্নত।
Gemini AI গুগলের তৈরি এক অসাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল। যা দ্বারা আপনি আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন। আপনি এখানে আপনার সমস্যাগুলো লিখে অথবা ছবি তুলে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। Gemini AI ব্যবহারে সবচেয়ে ভালো একটি সুবিধা হলো এটি ব্যবহার করতে আপনাকে কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না। গুগলের তৈরি জনপ্রিয় এই মেশিন লার্নিং কম্পিউটার প্রোগামিং AI একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। Gemini AI ব্যবহার করে যেকোনো প্রশ্নের উত্তর আপনার প্রয়োজন অথবা ইচ্ছামতো যেকোনো ভাষায় অনুবাদ করে নিতে পারবেন। গুগলের তৈরি এই Gemini AI ব্যবহারের সুবিধাগুলি নিম্নরূপ:
তবে, Gemini AI টুলের এতো এতো সুবিধার মধ্য কিছু অসুবিধাও রয়েছে৷ যেগুলো আমাদের জানা উচিত। অসুবিধা গুলো জানতে সুবিধাগুলো ভোগ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলুন এবার জেনে নেই Gemini AI ব্যবহারে অসুবিধাগুলো কী কী?
Gemini AI ব্যবহার করার কারণে দিন দিন আমাদের মাঝে অলসতা তৈরি হতে পারে। অন্যদের উপর নির্ভরশীলতা বেশি হতে পারে। আপনি কখনো কাজ করতে ধরলে মনে মনে ভাববেন হয়ত এই কাজটা আমি একা পারবো না। AI দ্বারা নিয়মিত কাজ করার ফলে দৃর্ঘ্য সময় কাজ করার পরেও আপনার কাজের স্কিলের কোন পরিবর্তন আসবে না। যার ফলে ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন না।
আপনি যখন আপনার মনে থাকা কোনো প্রশ্ন Gemini AI টুলটিকে করবেন তখন Gemini AI আপনার সেই প্রশ্নের উপর ভিত্তি করে গুগল থেকে তথ্য সংগ্রহ করে তা উত্তর হিসাবে আপনার সামনে উপস্থাপন করবেন। এতে অনেক সময় আপনার প্রশ্নের উত্তরে কিছু ভুল থাকতে পারে। তাই প্রশ্নের উত্তরগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপর ব্যবহার করাই উত্তম।
Gemini AI গুগলের তৈরি একটি শক্তিশালী কম্পিউটার প্রোগামিং সিস্টেম। যা স্বয়ংক্রিয়ভাবে আপনার সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম। তবে অনেক সময় আপনি কি বলছেন অথবা কি উত্তর চাচ্ছেন তা Gemini AI টুলটির বুঝতে সমস্যা হতে পারে। যার কারণে আপনার প্রশ্নের সাথে মিল নেই এমন উত্তর অথবা ভুল উত্তর প্রদান করতে পারে।
Gemini AI পৃথিবীর প্রায় সকল ভাষায় প্রশ্ন অথবা উত্তর দিতে সক্ষম। এটি কৃত্রিমভাবেই ভাষা মডেল ব্যবহার করে প্রশ্ন অথবা উত্তর প্রদান করে থাকে। তবে আপনি যখন কোনো প্রশ্ন করবেন আর আপনার ইচ্ছামতো ভাষায় উত্তর চাইবেন তখন Gemini AI সেই ভাষায় উত্তর প্রদান করার সময় ভাষার সামঞ্জস্য দেখা যেতে পারে যেমন শব্দের সাথে শব্দের মিল নেই, এক লাইনের সাথে অন্য লাইনের অমিল ইত্যাদি।
Gemini AI বর্তমান সময়ে বেশ ভালো আর জনপ্রিয় একটি কম্পিউটার প্রোগামিং করা মেশিন লার্নিং সিস্টেম। যা অনলাইন থেকে অফলাইন, বাস্তব থেকে অবাস্তব সকল সমস্যার সমাধান দিতে সক্ষম। Gemini AI জনপ্রিয় হয়ে ওঠার একমাত্র কারণ হলো এতে থাকা অসাধারণ ফিচার সমূহ যা আপনি একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। গুগলের তৈরি এই Ai টুলস বিশ্বের সকল ভাষায় উত্তর প্রদান করতে সক্ষম। যার দ্বারা আপনি বিশ্বের যেকোনো ভাষা শিক্ষা গ্রহণ অথবা প্রশ্নের উত্তর সহজেই পেতে পারেন। Gemini AI ব্যবহারের আরো কিছু কারণ রয়েছে, নিম্নে আর গুরুত্বপূর্ণ কারণগুলো তুলে ধরা হলোঃ
Gemini AI বিশ্বের সকল ভাষায় প্রশ্ন অথবা উত্তর প্রদান করতে সক্ষম। আপনি যখন কোনো প্রশ্ন করবেন সেই প্রশ্নের উপর ভিত্তি করেই সম্ভাব্য সঠিক উত্তর প্রদান করতে পারে এই ai টুল। উত্তরগুলো সুন্দর করে সাজানো গোছানো থাকে। বেশিরভাগ উত্তর গুগল থেকে সংগ্রহ করে যার কারণে উত্তর সঠিক হওয়ার পারসেন্ট প্রায় অনেক বেশি। বিশ্বের যেকোনো ভাষায় Gemini AI অনেক বেশি এক্সপার্ট ভূমিকা পালন করে।
Gemini AI টুলটি বিশেষজ্ঞ না হলেও এটি বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে তা আপনার সামনে উপস্থাপন করতে সর্বদা প্রস্তুত থাকেন। আপনার প্রশ্নগুলো অনেক জটিল হলেও তা সহজভাবে উত্তর প্রদান করতে পারে এই Gemini AI টুলটি। এছাড়াও সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি, সাহিত্য ইত্যাদির উপরে প্রশ্নের উত্তর প্রদান করতে সক্ষম এই Gemini AI টুল। এর দ্বারা আপনি সহজেই মুহূর্তের মধ্যে যেকোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন।
Gemini AI টুলটি আপনি আপনার গৃহ শিক্ষক হিসাবেই ব্যবহার করতে পারবেন। পড়াশোনা বিষয়ক যেকোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম এই Gemini AI টুল। টিউশনি করতে অনেক বেশি টাকা খরচ হয়, যাদের টিউশনি করার সামর্থ্য তেমন নাই তারা Gemini AI টুলটি তাদের পড়াশোনার কাজে ব্যবহার করে পড়াশোনা বিষয়ক যেকোনো সমস্যার সমাধান সহজেই নিতে পারবেন।
Bard Ai ব্যবহার করে আপনি আপনার শ্রম আর সময় দুটোই বাঁচাতে পারবেন। আপনি অনলাইন অথবা অফলাইনে যেকোনো সমস্যায় Bard Ai টুলটির সহায়তা নিতে পারবেন। Bard Ai দিয়ে অনেক বেশি জটিল প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারবেন। বিশেষ করে শিক্ষা বিষয়ক অনেক ভালো পরামর্শ প্রদানের কারণে Bard Ai শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় একটি Ai টুল। মূলত এই কারণগুলোর জন্য আমাদের Bard Ai টুলটি ব্যবহার করা উচিত বলে আমি মনে করি।
Open AI দ্বারা তৈরি করা হয় শক্তিশালী স্বয়ংক্রিয় মেশিন লার্নিং প্রোগ্রাম Chat GPT আর অন্যদিকে স্বয়ং গুগলের অফিসিয়াল ভাবেই তৈরি করা হয় স্বয়ংক্রিয় মেশিন লার্নিং প্রোগ্রাম Gemini AI টুলটি। দুটেকটিউনস AI টুলস এর কার্যকারিতা প্রায় এক তবে সম্পূর্ণ এক নয়। নিজেদের অবস্থান নিজেদের কার্যকারিতা থেকে দুটি আলাদা আলাদা বিশেষ বিষয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করে। Chat GPT অথবা Gemini AI দুটোই বিশ্বের সকল ভাষায় ব্যবহার করতে পারবেন। দুটো দ্বারাই সকল প্রশ্নের সমাধান জানতে অথবা পড়তে পারবেন। এছাড়াও দুইটি AI টুলস অফলাইন অথবা অনলাইনে সকল বিষয়ক জটিল প্রশ্ন অথবা সমস্যার সমাধান দিতে সক্ষম।
তবে সবকিছু বিবেচনা করলে দেখা যায় Open AI তৈরি Chat GPT অনেক বেশি শক্তিশালী। কারণ Chat GPT দ্বারা আপনি খুব সহজেই কোডিং করতে পারবেন। অন্যদিকে Gemini AI দ্বারা কোডিং করা ভীষণ ঝামেলা। এখানে কোডিং করতে হলে আপনাকে Api এক্সেস করতে হবে৷ এছাড়া আপনি Gemini AI দ্বারা কোডিং কাজগুলো করতে পারবেন না। যারা নতুন অবস্থায় Gemini AI ব্যবহার করতে চাইবে তারা একটু বেশিই ঝামেলায় পরবে। এখানেই আমি Chat GPT কে এগিয়ে রাখবো। এছাড়াও Gemini AI গুগল থেকে তথ্য সংগ্রহ করে তা ইউজারদের সামনে উপস্থাপন করে। এগুলো কপিরাইট হিসাবেই বিবেচনা হয়। তবে Open AI দ্বারা বানানো Chat GPT টুলস নিজেই সব লিখে দেয় যার কারণে সেটি প্রায় ৯৯.৯৯% ইউনিক হয়ে থাকে। এখানেও Chat GPT একধাপ এগিয়ে। সবমিলিয়ে বিবেচনা করলে দেখা যায় Gemini AI থেকে Chat GPT অনেক বেশি শক্তিশালী প্রোগামিং দ্বারা পরিচালিত।
আজকের টিউনে আলোচনা করা Gemini AI অন্য সকল সাধারণ AI টুলগুলোর থেকে আলাদা। কারণ অনলাইন থেকে আলাদা AI টুলগুলো ব্যবহার করতে হলে আপনাকে এক্সট্রা ফি প্রদান করতে হবে। যা একটি নিদিষ্ট সময় পর্যন্ত সার্ভিস প্রদান করবে। তারপর আবারো ফি প্রদান করে সার্ভিসগুলো উপভোগ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করলে গুগলের তৈরি Gemini AI টুলটি সবদিক থেকেই বেশ এগিয়ে আছে। আপনি এই Gemini AI টুলটি একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বিশ্বের সব ধরনের ভাষা সার্পোট করে জন্য আপনি বিশ্বের যেকোনো ভাষায় প্রশ্ন অথবা উত্তর পেতে পারেন। আজকের টিউনে আলোচনা করা AI ওয়েবসাইটগুলো নিয়ে হয়ত সময়ের স্বল্পতার কারণে সমস্ত বর্ণনা তুলে ধরতে পারলাম না, হয়ত টিউনে অনেক জায়গায় ভুলভ্রান্তি আছে। ভুলগুলো ক্ষমা সুন্দরভাবে দেখবেন। এছাড়াও আজকের পোস্টটি নিয়ে কারো কোনো মন্তব্য থাকবে তা অবশ্যই টিউমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার বলা কথাগুলো যদি গঠনমূলক আর প্রয়োজনীয় হয় তাহলে অবশ্যই আমি তা আমার টিউনে যুক্ত করে দিবো।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, গুগলের তৈরি Gemini AI জানুন খুঁটিনাটি বিস্তারিত! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।