সেরা ৩ টি টেলিগ্রাম বট যা আপনার ব্যবহার করা উচিত

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সেরা ৩ টি টেলিগ্রাম বট নিয়ে আলোচনা করবো। আজকের টিউনে আলোচনা করা সেই এই ৩ টি বটের ফিচার দেখলে অথবা এই জনপ্রিয় টেলিগ্রাম বটগুলো ব্যবহার করলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। আজকের এই টেলিগ্রাম বটগুলো আপনার আপনার দৈনিক কাজগুলো আরো বেশি সহজ করে তুলবে।

আজকের টিউনের আলোচনা করা টেলিগ্রাম বটগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। প্রতিটি বটেই পাবেন সুন্দর ইউজার ইন্টারফেস৷ যা আপনাকে বটগুলো ব্যবহারে অনেক সহজ করে দিবে। এছাড়াও প্রশ্ন করা অথবা প্রশ্নের উত্তর পাওয়া অনেক সহজ হবে। এছাড়াও আপনি এই বটগুলোর ভাষা পরিবর্তন করে নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, সেরা ৩ টি টেলিগ্রাম বট নিয়ে আলোচনা করার আগে জেনে নেই টেলিগ্রাম বট কি? এই প্রশ্নের উত্তর জানলে আমাদের আজকের কাজগুলো আরো বেশি ভালো লাগবে।

টেলিগ্রাম বট কি?

টেলিগ্রাম বট হলো একটি সক্রিয় সফটওয়্যার অথবা টেলিগ্রামের মেসেঞ্জার অ্যাপ, যা মেসেজ পাওয়ার সাথে সাথে তার নিদিষ্ট কাজটি অটোমেটিক সম্পূর্ণ করে। টেলিগ্রাম বট প্রথম অবস্থায় প্রশ্নোত্তর, সহজেই অনলাইনে সার্চ করা, তথ্য খোঁজা, বই পড়া ইত্যাদি এসব কাজে ব্যবহার হতো। তারপর দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে টেলিগ্রাম অটো বট প্রায় সকল কাজেই ব্যবহার হয়। টেলিগ্রাম বট তাদের নিয়মিত ব্যবহারকারীদের কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এজন্যই টেলিগ্রাম বট ব্যবহার জনপ্রিয়তা এতো বেশি। আজকের জনপ্রিয় বটগুলো হলোঃ

  1. GPT + Midjourney Bot
  2. Universal Search Bot
  3. Music Search_bot

এই বটগুলি ব্যবহার করে আপনি আপনার নিদিষ্ট কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউন - জনপ্রিয় ৩ টি টেলিগ্রাম বট যেগুলো আপনার ব্যবহার করা উচিত!

1. GPT + Midjourney Bot

GPT + Midjourney টেলিগ্রাম বট হলো একটি অটোমেটিক চ্যাট বট যা আপনি টেলিগ্রাম ম্যাসেঞ্জারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এটি প্রধানত একটি সার্চ ইঞ্জিল বট হিসাবে পরিচিত। আপনি এই GPT + Midjourney টেলিগ্রাম বটের সাহায্য শুধুমাত্র মেসেজ দিয়েই অনলাইনে আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে পারবেন। GPT + Midjourney বট উত্তর প্রদান করতে তাদের একটি নিদিষ্ট নিয়ম মেনে চলে। আপনার প্রশ্নের উপর ভিত্তি করে নানান জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনার সামনে উপস্থান করে। GPT + Midjourney মূলত ব্যবহারকারীদের প্রশ্নের উপর ভিত্তি করেই সঠিক উত্তর প্রদান করে।

আপনি যদি GPT + Midjourney টেলিগ্রাম বটকে একটি প্রশ্ন করেন, তাহলে টেলিগ্রাম বটটি আপনার ঐ প্রশ্নের উপরে ভিত্তি করেই সহজ এবং সুন্দর উত্তর টি আপনার সামনে উপস্থাপন করবে। GPT + Midjourney টেলিগ্রাম বটটি আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এটি একটি দীর্ঘমেয়াদি অনলাইন সার্চের বট, যা আপনার প্রশ্নের উপর ভিত্তি করেই উত্তর প্রদান করতে সক্ষম।

আপনি যদি এমন একটি বট নিজে তৈরি করতে চান, তাহলে আপনি অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি বট তৈরি করতে পারবেন। তবে এতে আপনার প্রোগ্রামিং জ্ঞান, ইন্টারনেটে অভিজ্ঞতা, মার্কেটপ্লেস ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। টেলিগ্রাম বট তৈরির সম্পূর্ণ প্রসেস আপনি অনলাইনেই পেয়ে যাবেন।

GPT + Midjourney Bot

Official Bot @ GPT + Midjourney Bot

2. Universal Search Bot

Universal Search টেলিগ্রাম বট হলো একটি আপডেট তথ্য সংগ্রহ করার বট, যা আপনি টেলিগ্রাম ম্যাসেঞ্জারের মাধ্যমে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। Universal Search বটটি ব্যবহার করে মুহূর্তের দেশের বিভিন্ন স্থানের আপডেট তথ্য অথবা নিউজ পড়তে পারবেন। এমন আপডেট তথ্য প্রদান করে এমন আরো কিছু অনলাইন বট হলোঃ

  1. অ্যাডমিনিস্ট্রেটর বট,
  2. ফাইল ট্রান্সফার বট,

Universal Search বটটি আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার টেলিগ্রাম ম্যাসেঞ্জারে Universal Search বটকে যুক্ত করতে হবে। তারপর আপনি কেমন বিষয়ে আপডেট তথ্য পেতে চান তা সুন্দর করে গুছি ১ লাইন লিখে বটটিতে মেসেজ সেন্ড করুন। পরবর্তী মেসেজ রিপ্লে পর্যন্ত অপেক্ষা করুন। আপনার প্রয়োজনীয় তথ্য খোঁজা সম্পূর্ণ হলে বটটি আপনাকে মেসেজের মাধ্যমে আপডেট তথ্য জানিয়ে দিবে।

Universal Search দ্বারা আপনি আপনার পছন্দের গানগুলো অনুসন্ধান করতে পারবেন। এছাড়াও আপনি বলতে পারেন "দৈনিক সংবাদ দেখান" বা "জনপ্রিয় নতুন গান শোনান"। বটটি আপনার মেসেজের উপর ভিত্তি করে সংবাদ অথবা জনপ্রিয় গান সংগ্রহ করে আপনার সামনে উপস্থাপন করবে। এছাড়াও Universal Search টেলিগ্রাম বটটি দ্বারা আপনি আপনার চাহিদামতো আলাদা আলাদা বিষয়ে অনুসন্ধান করতে পারবেন। যেমনঃ কোন পণ্যের বর্তমান বাজার দর অনুসন্ধান করা, বা কোন শব্দের অর্থ অনুসন্ধান করা ইত্যাদি। বর্তমানে Universal Search বটটি একটি জনপ্রিয় টেলিগ্রাম সার্চ বট।

Universal Search Bot

Official Bot @ Universal Search Bot

3. Music Search Bot

Music Search Bot হলো টেলিগ্রামের একটি জনপ্রিয় সংগীত অনুসন্ধানকারী বট। যা মূলত বিভিন্ন ভাষায় গান অনুসন্ধানের জন্য ব্যবহার করা হয়। এই বটটিও আপনার সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। Music Search Bot ব্যবহার করার জন্য আপনাকে বার্তি কোনো চার্জ প্রদান করতে হবে না। আপনি যদি কোনো গান অনুসন্ধান করতে চান তাহলে শুধুমাত্র মেসেজের মাধ্যমে সেই গান খুঁজে বের করতে পারবেন। আবার আপনার চাহিদা অনুযায়ী সেই গান আপনার ডিভাইসে সেভ করতে পারবেন।

Music Search Bot বটটিকে আপনি আপনার ইচ্ছামতো যেকোনো সংগীত খোঁজার কমান্ড করলেই বটটি সংগীত অনুসন্ধান করে আপনাদের সামনে উপস্থান করবে। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন "বর্তমানে জনপ্রিয় কয়েকটি গান শোনাও" অথবা "গানের নাম দিয়ে অথবা গানের প্রথম লাইন বলেও সংগীত অনুসন্ধান করতে পারবেন। আপনার পাঠানো মেসেজের উপর ভিত্তি করেই টেলিগ্রাম বটটি আপনাদের অনুসন্ধান করা সঠিক ফলাফল প্রদর্শন করবে।

Music Search Bot

Official Bot @ Music Search Bot

শেষ কথা

বন্ধুরা, সেরা ৩ টি টেলিগ্রাম বট নিয়ে অসাধারণ একটি টিউন আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনি যদি আপনার অনলাইনে করা কাজগুলো আরো বেশি সহজ করতে চান তাহলে আজকের এই সেরা ৩ টি টেলিগ্রাম বটগুলো ব্যবহার করে অনালাইনে আপনার নিয়মিত কাজগুলোকে আরো বেশি সহজ করে তুলুন।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, সেরা ৩ টি টেলিগ্রাম বট নিয়ে বিস্তারিত আলোচনা? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস