আসসালামু আলাইকুম, হ্যালো টেকটিউনস কমিউনিটি। আশাকরি সকলে ভালে আছেন। আশাকরি দিনটি ভালো যাচ্ছে।
আজকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রোডাক্ট রোবট নিয়ে কথা বলব। আজকাল তথ্য প্রযুক্তির যুগে রোবট একটি কমন শব্দ হয়ে গেছে। যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে খোঁজখবর রাখেন এবং প্রযুক্তি সম্পর্কে কৌতুহল রয়েছে তারা এ বিষয়ে জানবেন না এটা অনেকটাই অসম্ভব। আজ আমি এই বিষয়ে কিছু কথা বলব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই কিন্তু রোবট পরিচালিত করা হয়।
রোবট এর অর্থ স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ। রোবটের সংজ্ঞা বলতে গেলে, আপাতদৃষ্টিতে মানুষের মতে কাজ করতে পারে এমন যন্ত্র বলা যেতে পারে। সংজ্ঞা শুনেই বুঝতে পারছেন, রোবট হচ্ছে এমন একটি যন্ত্র যেটা কিনা মানুষের মতোই কাজ করতে পারে। যদিও এই বিষয়ে প্রায় সবাই জানেন কারণ রোবট নিয়ে আজকাল সব জায়গাতেই চর্চা হয়ে থাকে। রোবট মূলত কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে এ আই প্রযুক্তিতে চলে।
রোবট মূলত জর্জ ডিভোল দ্বারা তৈরি করা হয়েছিল। তিনি ১৯৫৪ সালে এটি তৈরি করেন। তাকে রোবটের মূল জনক হিসেবে অভিহিত করা হয়। সে রোবটটি নাম ইউনিমেট রাখা হয় বা অভিহিত করা হয়। এরপর ১৯৬৬ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় সেকি রোবট আবিষ্কার করে। যেটি সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট ছিল। এরপর প্রযুক্তির উন্নতির সাথে সাথে রোবটের ধরনও পরিবর্তন হতে থাকে।
রোবটের সংজ্ঞায় বলা হয়েছিল যে, রোবট হচ্ছে এমন একটি বস্তু যা কিনা মানুষের মতোই কাজ করতে পারে। হ্যাঁ এটাই হচ্ছে তার মূল কাজ। মানুষ যে ধরনের কাজ বর্তমানে করে করা সম্ভব হবে। ইতোমধ্যেই আমাদের দেশে মাধ্যম এ অপরাজিতা নামক একটি রোবট দ্বারা পরীক্ষামূলকভাবে একটি সংবাদ প্রচার করা হয়েছিল। যা কিনা দেশজুড়ে সারা ফেলে দিয়েছিল। বলা হয়ে থাকে এ আই দ্বারা পরিচালিত রোবট ১২০ বছরের মধ্যে সব ধরনের কাজ করতে পারবে।
রোবট বিভিন্ন ধরনের কাজ যেমন :-
সহ আরো অনেক কাজ করা যায় বা ভবিষ্যতে করবে।
রোবট এটি সব সময় আপনার পাশে থাকব। বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করবে এই রোবট। ফলে মজুরি খরচ কমে যাবে। আমাদের ঘন্টার পর ঘন্টা যেসব কাজ করা লাগে তা রোবট দ্বারা খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে। রোবটি যদি প্রোগ্রামিং সঠিকভাবে করা হয় তাহলে এটি কোন সময় ভুল করবে না। তাহলে এটি সব সময় নির্ভুল কাজ করব। মানুষের যেখানে বিশ্রামের প্রয়োজন হয় সেখানে রোবটের ২৪ ঘন্টা সততার সাথে তার সাথে কাজ করতে পারবে। বাসায় কাজ করতে পারে এমন রোবট দ্বারা আপনি বাসার প্রায় সব ধরনের কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের মিলিটারি, কনস্ট্রাকশন সাইটে রোবট দ্বারা কাজ করতে দেখা যাবে। বিভিন্ন অপারেশন সাইটে ডাক্তারের সহযোগী হিসেবে রোবট কাজ করবে। হয়তোবা কোন কোন সাইটে রোবটি অপারেশন করতে পারে। এটি আপনার প্রতিদিনের কাজ কারও সহজ করবে। আপনার জীবনের পথ চলার গতি বাড়াবে। এআইয়ের অ্যাসিস্ট্যান্ট গুলো আপনাকে সবসময় সাহায্য করবে। সোফিয়া নামক একটি রোবট একটি দেশের নাগরিকত্বও পেয়েছে। তারমানে হয়তো বা সামনে রোবট মানুষের মতই কাজ করতে পারে বা পারবে।
রোবট হয়তোবা মানুষের পথ চলাকে সহজ করছে কিন্তু এটি দ্বারা আমাদের বিপদও রয়েছে। রোবট সোফিয়ার মত রোবটগুলো যদি পরে একত্রিত হয়ে একসাথে নিজেরা কিছু করার চেষ্টা করে!। মানে তারা যদি বিশ্বের উপরে রাজত্ব করার চেষ্টা করে, যদিও এটি নিয়ে অনেক কথা থাকলেও বেশিরভাগ মানুষের রোবটকে পজিটিভলি দেখছেন। তারপরেও রোবটকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই কোন আইন বা কোন রেস্ট্রিকশন প্রনয়ন করা জরুরী। রোবট আমাদের বিজ্ঞানীদের যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সে উদ্দেশ্যই যদি এটি কাজ করে তাহলে তো আর কোন সমস্যাই নেই। কিন্তু তারপরেও এইসব বিষয় কোন ধরনের সংশয় না রাখাই ভালো।
শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ, আশাকরি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ
আমি মাসুমা মিরা। Field officer, Sfdf, Ishwardi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনস এ আর্টিকেল লিখি।