যেসব চাকরি এআই এর দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে

এআই নিয়ে কথা

রোবট
স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশাকরি দিনটি ভালো যাচ্ছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের জীবন দিন দিন সহজ করার লক্ষ্যে তৈরি হচ্ছে বা আরো ডেভেলপ হচ্ছে। বর্তমানে সকলেরই এ বিষয়ে আগ্রহ তৈরি হচ্ছে। বর্তমানে এটি জনপ্রিয় হচ্ছে এবং সামনে আরও হবে। এই এআই এর
কাজ মানুষের জীবন সহজ করা হলেও এটি মানুষের জন্য একটি হুমকি হিসেবে কাজ করতে পারে। সামনে যদি এটি এভাবেই চলতে থাকে তাহলে এটি মানবজাতির জন্য গলার কাঁটার মতো সমস্যা সৃষ্ট৷ করতে পারে। ২০১৩ সালের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর একটি জরিপে বলা হয়েছিল যে বর্তমানে থাকা চাকরিগুলোর মধ্যে প্রায় ৪৭ শতাংশ চাকরি এই এআই এর কারনে চলে যাবে। ইলন মাস্ক, জো বাইডেন, আর্নাল্ট এর মতো ব্যক্তিরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এআই এর ভবিষ্যত সমস্যা গুলোর মধ্যে একটি ও অন্যতম হচ্ছে চাকরি হারানো। বর্তমানে অনেক কোম্পানি প্রযুক্তির কারনে কর্মী ছাটাই করছে। যার কারনে বেকারত্ব বাড়ছে।
আজ আমি এআই এর কারনে ঝুঁকি তে থাকা কয়েকটি চাকরির বা কাজের কথা বলবো যা এআই এর কারনে ঝুঁকির সম্মুখীন হতে পারে।

যেসব চাকরি এআই এর দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে

সাংবাদিকতা বা কন্টেন্ট রাইটর

-
বর্তমানে বাংলাদেশেই রোবট অপরাজিতা খবর পড়েছিলো চ্যানেল ২৪ এর বুলেটিনে। যা বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছিলো। যদিও এটি পরিক্ষামুলক ছিল কিন্তু তা ইতিমধ্যেই ভারত, চীন এর মতো দেশে ব্যবহার করা হয়েছে। যদিও বর্তমানে না হলেও এ পেশাটি এআই দ্বারা রিপ্লেস করা হতে পারে।

ওয়েব ডেভেলপার

-
বর্তমানেই বিভিন্ন এআই দ্বারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে। যার কারণে এই পেশাটিও বর্তমানে চোখের মধ্যে আছে। যদিও সে ওয়েবসাইট গুলোতে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস থাকে। তারপরেও ভবিষ্যতে এই পেশারটি ঝুঁকির মধ্যে পড়তে পারে।

ট্রান্সলেটর

-
বর্তমানে এই পেশাটি প্রায় হারিয়ে গেছে। কারণ বর্তমানে সার্চিং ইঞ্জিনে বা ব্রাউজারে বিভিন্ন ধরনের ট্রান্সলেটর পাওয়া যায় যাতে বিনামূল্যে প্রায় সব ভাষা থেকে অনুবাদ করা যায় করা যায়।

ট্যাক্সি বা গাড়ি ড্রাইভার

-
বর্তমানে এই ড্রাইভার ছাড়া বিভিন্ন ধরনের গাড়ি চালানোর মতো প্রযুক্তি আবিষ্কার হয়েছে এবং ব্যবহারও হচ্ছে। যার কারনে ড্রাইভার পেশাটিও ঝুঁকির মধ্যে রয়েছে।

ব্যাংকার

-
বর্তমানে রোবট আবিষ্কার হয়েছে তাই এই পেশারটিও ঝুঁকির তালিকার মধ্যে থাকছে। বর্তমানে রোবট গুলো বিভিন্ন ধরনের কাজ করার পাশাপাশি কথা বলা উত্তর দেওয়া এবং ব্যাংকার যেসব কাজ করে থাকে প্রায় সব কাজই তার মধ্যে শেখানো যেতে পারে। তাই এই পেশাটিও এই তালিকার মধ্যে অবস্থান করবে।

এছাড়া আরও অনেক পেশা রয়েছে যেমন,

কপিরাইটার
কম্পিউটার প্রোগ্রামার
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
কোডার
প্রোগ্রামার
ইমেইল মার্কেটের
বিভিন্ন ধরনের এজেন্ট
মেকানিক
সাপোর্ট এনালিস্ট
হিসাব রক্ষক
আইন বিষয়ক পেশাজীবী
মনোবিজ্ঞানে

শেষ কথা

এছাড়া আরও অনেক পেশা এআই এর দখলে যাবে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন না যে এসব পেশা একেবারে বিলুপ্ত হবে তা নয় কিন্তু এইসব পেশার বিভিন্ন ফিল্ডে কর্মী ছাটাই এর মত সমস্যা হতে পারে। হয়তবা কোন কোন ফিল্ডে ১০০ শতাংশ কর্মী ও ছাঁটাই হতে পারে। যতদিন এ আই উন্নত হতে থাকবে ততদিন মানব জীবনে সুবিধার পাশাপাশি সমস্যা বাড়তে থাকবে। সামঞ্জস্যতা যদি বজায় রাখা যায় তাহলে এই সব সমস্যার ক্ষেত্রে সমাধান পাওয়া যেতে পারে। এক্ষেত্রে প্রশাসন কেউ এ বিষয়ে আরও কঠোর হওয়া উচিত এবং একটি সংগঠন তৈরি করা উচিত যা কিনা এআইয়ের নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। শুধুমাত্র কর্মী ছাঁটাই এর মতোই সমস্যা হবে এটা কিন্তু নয় বরং পরিবেশগত, আইন গত, নিরাপত্তা জনিত আরও অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। আমরা সবসময় আশাকরি যাতে এ ধরনের কোন সমস্যা সৃষ্টি না হয় এবং এ আর মানুষের জন্য সুবিধা বয়ে আনে।

ধন্যবাদ সবাইকে

Level 1

আমি মাসুমা মিরা। Field officer, Sfdf, Ishwardi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউনস এ আর্টিকেল লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস